কলকাতা, 26 মার্চ : নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ভোট ৷ 1 এপ্রিল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন নন্দীগ্রামের সাধারণ মানুষ ৷ ভাগ্য পরীক্ষা হবে মমতা-শুভেন্দুর ৷ আর তার আগে শেখ সুফিয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই নির্দেশ কিছুটা হলেও স্বস্তি দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
এই শেখ সুফিয়ান নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ৷ 2007-2009 সাল নন্দীগ্রাম যে হিংসার সাক্ষী থেকেছিল, সেই সংক্রান্ত মামলা অভিযোগ আনা হয়েছিল শেখ সুফিয়ানের বিরুদ্ধে ৷ যদিও পরে 2020 সালে এই মামলা প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট সেই মামলাগুলি পুনর্ববহাল করার নির্দেশ দিয়েছিল ৷ এবার সেই মামলায় শেখ সুফিয়ানের গ্রেফতারির উপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন : নন্দীগ্রাম মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ
শেখ সুফিয়ান সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় নির্বাচনী এজেন্ট হিসেবে তাঁর কাজে বাঁধা তৈরি করতে পারে এই এফআইআরগুলি ৷ সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৃষ্ণা মুরারিতে নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেন ৷ সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্টই ৷ তবে এই সময় নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করতে পারবেন শেখ সুফিয়ান ৷