ETV Bharat / state

'শান্তিপূর্ণ' ভোট ষষ্ঠী, পুলিশের গুলি উসকে দিল শীতলকুচির স্মৃতিকে - Election Commission

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সেভাবে বড় কোনও সংঘর্ষ বা অশান্তির খবর একেবারেই ছিল না ৷ বুথ জ্যাম বা ছাপ্পারও সেভাবে কোনও অভিযোগ নেই ৷ কিন্তু চাপা উত্তেজনাটা থেকেই গিয়েছিল ৷ আজও গণতন্ত্রের উৎসবে সামিল হতে এসে গুলিবিদ্ধ দু'জন ৷

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Apr 22, 2021, 10:57 PM IST

কলকাতা, 22 এপ্রিল : চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল ৷ আর এবার গুলি চালাল পুলিশ ৷ তবে এবার আর কোনও হতাহতের খবর নেই ৷ বাগদার 35 নম্বর বুথের এই ঘটনায় জখম হয়েছেন দু'জন ৷ এবারও কমিশন ঠিক শীতলকুচির মতোই ঢাল হয়ে দাঁড়াল কর্তব্যরত পুলিশদের জন্য ৷ আত্মরক্ষার তাগিদেই গুলি চালিয়েছে পুলিশ ৷ এমনটাই বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ কমিশন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আহত হয়েছেন পুলিশ কর্মীরাও ৷

যে দু'জন ভোটার জখম হয়েছেন, তাঁরা এলাকায় বিজেপির সমর্থক বলেই পরিচিত ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাগদার 35 নম্বর বুথ থেকে 200 কিলোমিটার দূরে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল ৷ সেখানে ভিড় করেছিলেন বিজেপির সমর্থকরা ৷ তৃণমূলের নেতাদের কথায় নাকি সেখান থেকে ভিড় সরাতে নেমেছিল পুলিশ ৷ লাঠিচার্জের অভিযোগও ওঠে ৷ কিন্তু পুলিশ সূত্রে খবর, বিজেপি কর্মীরা ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা করে ৷

যদিও পুলিশের গুলি চালানোর ঘটনা স্বীকার করে নিয়েছে কমিশন ৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, তিন রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ ৷ তবে তা আত্মরক্ষার জন্য ৷ এতকিছুর মধ্যেও আজ ফের একবার কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে অভিযোগ উঠল গুলি চালানোর ৷ অশোকনগরের ট্যাংরা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল ৷ যদিও সেই অভিযোগ সমূলে খারিজ করে দিয়েছে কমিশন ৷

আজ যে কেন্দ্রগুলিতে ভোট ছিল, তার মধ্যে বেশ কয়েকটি এলাকা বঙ্গ রাজনীতিতে অশান্তিপ্রবণ বলেই পরিচিত ৷ এর মধ্যে রয়েছে ব্যারাকপর, ভাটপাড়া, জগদ্দল ৷ শুধু ভোটের সময় বলে নয়, এই এলাকাগুলিতে অর্জুন সিং ও তাঁর দল-বলের সঙ্গে তৃণমূলীদের সংঘাত প্রায়ই লেগে থাকে ৷ আমডাঙাকেও একেবারে বাদ দেওয়া যায় না ৷ বিগত কয়েকবারের ভোটে আমডাঙা প্রতিবার শিরোনামে জায়গা করে নিয়েছে অশান্তির জন্য ৷

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী, বাতিল প্রধানমন্ত্রীর সভা

সেই চাপা উত্তেজনা আজও ছিল সকাল থেকে ৷ কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সেভাবে বড় কোনও সংঘর্ষ বা অশান্তির খবর একেবারেই ছিল না ৷ বুথ জ্যাম বা ছাপ্পারও সেভাবে কোনও অভিযোগ নেই ৷ চতুর্থ দফায় শীতলকুচিতে যে হিংসার ছবি দেখেছে গোটা বাংলা, তারপর থেকে সবকিছু যেন হঠাৎ শান্ত হয়ে গিয়েছে ৷

কমিশন বলছে নির্বাচন শান্তিপূর্ণ ৷ তবে শান্তিপূর্ণ ভোটের মধ্যেও 392 জন প্রিভেনটিভ অ্যারেস্ট, 17 জনকে 144 ধারা লঙ্ঘন করার জন্য গ্রেফতার মিলিয়ে মোট 425 জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও 162 জনকে আরও বিভিন্ন ধারায় আটক করা হয়েছে । 9 টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে ।

গতকালই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দশ হাজারের গণ্ডি পার করেছে ৷ কিন্তু তাতে কি ! করোনাভীতির মধ্যেই গণতন্ত্রের উৎসবে সামিল হতে বুথে বুথে ভিড় জমালেন উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর -- এই চার জেলার 43 টি আসনের ভোটাররা ৷ বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়ল প্রায় 80 শতাংশ ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখে দাঙ্গার কথা মানায় না, তোপ মমতার

একদিকে যখন পুলিশের গুলি চালানোর ঘটনা সামাল দিতে ব্যস্ত কমিশন, তখন আরও একটি ধাক্কা ৷ ভোট মরশুমে পশ্চিমবঙ্গে করোনা বিধি কার্যকর করার বিষয়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ব্যর্থ বলে তুলোধনা করল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের প্রশ্ন, যেখানে কোভিড বিধি মানা হয়নি, সেখানে কী পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ? তাঁর তোপ, কমিশনের হাতে পুলিশ, প্রশাসন সব রয়েছে ৷ তবুও ভোটের সময় করোনার সংক্রমণ রুখতে কিছুই করেনি তারা ৷

তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন হয়তো প্রয়াত প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশনের কথা ভুলে গিয়েছে ৷ সেশন যে কাজ করেছিলেন, তার 10 ভাগের অন্তত এক ভাগ কাজ করে দেখানোর জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত ৷

আজ যে 43 টি আসনে ভোটগ্রহণ ছিল, উনিশের লোকসভা ভোটের নিরিখে দেখতে গেলে, সেগুলির সিংহভাগেই এগিয়ে রয়েছে পদ্মশিবির ৷ সেদিক থেকে বিজেপির আজকের লড়াইটা ছিল মূলত সেই জমি আগলে রাখার ৷ আর নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার লড়াই ছিল জোড়াফুলের ৷

শেষ পর্যন্ত কাদের পায়ের তলায় মাটি আরও শক্ত হবে, আর কাদের পায়ের তলার মাটি খসবে, তার উত্তর মিলবে 2 মে ৷

কলকাতা, 22 এপ্রিল : চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল ৷ আর এবার গুলি চালাল পুলিশ ৷ তবে এবার আর কোনও হতাহতের খবর নেই ৷ বাগদার 35 নম্বর বুথের এই ঘটনায় জখম হয়েছেন দু'জন ৷ এবারও কমিশন ঠিক শীতলকুচির মতোই ঢাল হয়ে দাঁড়াল কর্তব্যরত পুলিশদের জন্য ৷ আত্মরক্ষার তাগিদেই গুলি চালিয়েছে পুলিশ ৷ এমনটাই বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ কমিশন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আহত হয়েছেন পুলিশ কর্মীরাও ৷

যে দু'জন ভোটার জখম হয়েছেন, তাঁরা এলাকায় বিজেপির সমর্থক বলেই পরিচিত ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাগদার 35 নম্বর বুথ থেকে 200 কিলোমিটার দূরে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল ৷ সেখানে ভিড় করেছিলেন বিজেপির সমর্থকরা ৷ তৃণমূলের নেতাদের কথায় নাকি সেখান থেকে ভিড় সরাতে নেমেছিল পুলিশ ৷ লাঠিচার্জের অভিযোগও ওঠে ৷ কিন্তু পুলিশ সূত্রে খবর, বিজেপি কর্মীরা ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা করে ৷

যদিও পুলিশের গুলি চালানোর ঘটনা স্বীকার করে নিয়েছে কমিশন ৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, তিন রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ ৷ তবে তা আত্মরক্ষার জন্য ৷ এতকিছুর মধ্যেও আজ ফের একবার কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে অভিযোগ উঠল গুলি চালানোর ৷ অশোকনগরের ট্যাংরা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল ৷ যদিও সেই অভিযোগ সমূলে খারিজ করে দিয়েছে কমিশন ৷

আজ যে কেন্দ্রগুলিতে ভোট ছিল, তার মধ্যে বেশ কয়েকটি এলাকা বঙ্গ রাজনীতিতে অশান্তিপ্রবণ বলেই পরিচিত ৷ এর মধ্যে রয়েছে ব্যারাকপর, ভাটপাড়া, জগদ্দল ৷ শুধু ভোটের সময় বলে নয়, এই এলাকাগুলিতে অর্জুন সিং ও তাঁর দল-বলের সঙ্গে তৃণমূলীদের সংঘাত প্রায়ই লেগে থাকে ৷ আমডাঙাকেও একেবারে বাদ দেওয়া যায় না ৷ বিগত কয়েকবারের ভোটে আমডাঙা প্রতিবার শিরোনামে জায়গা করে নিয়েছে অশান্তির জন্য ৷

আরও পড়ুন : নির্বাচনী প্রচারে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী, বাতিল প্রধানমন্ত্রীর সভা

সেই চাপা উত্তেজনা আজও ছিল সকাল থেকে ৷ কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সেভাবে বড় কোনও সংঘর্ষ বা অশান্তির খবর একেবারেই ছিল না ৷ বুথ জ্যাম বা ছাপ্পারও সেভাবে কোনও অভিযোগ নেই ৷ চতুর্থ দফায় শীতলকুচিতে যে হিংসার ছবি দেখেছে গোটা বাংলা, তারপর থেকে সবকিছু যেন হঠাৎ শান্ত হয়ে গিয়েছে ৷

কমিশন বলছে নির্বাচন শান্তিপূর্ণ ৷ তবে শান্তিপূর্ণ ভোটের মধ্যেও 392 জন প্রিভেনটিভ অ্যারেস্ট, 17 জনকে 144 ধারা লঙ্ঘন করার জন্য গ্রেফতার মিলিয়ে মোট 425 জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও 162 জনকে আরও বিভিন্ন ধারায় আটক করা হয়েছে । 9 টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে ।

গতকালই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দশ হাজারের গণ্ডি পার করেছে ৷ কিন্তু তাতে কি ! করোনাভীতির মধ্যেই গণতন্ত্রের উৎসবে সামিল হতে বুথে বুথে ভিড় জমালেন উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর -- এই চার জেলার 43 টি আসনের ভোটাররা ৷ বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়ল প্রায় 80 শতাংশ ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখে দাঙ্গার কথা মানায় না, তোপ মমতার

একদিকে যখন পুলিশের গুলি চালানোর ঘটনা সামাল দিতে ব্যস্ত কমিশন, তখন আরও একটি ধাক্কা ৷ ভোট মরশুমে পশ্চিমবঙ্গে করোনা বিধি কার্যকর করার বিষয়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ব্যর্থ বলে তুলোধনা করল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের প্রশ্ন, যেখানে কোভিড বিধি মানা হয়নি, সেখানে কী পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ? তাঁর তোপ, কমিশনের হাতে পুলিশ, প্রশাসন সব রয়েছে ৷ তবুও ভোটের সময় করোনার সংক্রমণ রুখতে কিছুই করেনি তারা ৷

তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন হয়তো প্রয়াত প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশনের কথা ভুলে গিয়েছে ৷ সেশন যে কাজ করেছিলেন, তার 10 ভাগের অন্তত এক ভাগ কাজ করে দেখানোর জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত ৷

আজ যে 43 টি আসনে ভোটগ্রহণ ছিল, উনিশের লোকসভা ভোটের নিরিখে দেখতে গেলে, সেগুলির সিংহভাগেই এগিয়ে রয়েছে পদ্মশিবির ৷ সেদিক থেকে বিজেপির আজকের লড়াইটা ছিল মূলত সেই জমি আগলে রাখার ৷ আর নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার লড়াই ছিল জোড়াফুলের ৷

শেষ পর্যন্ত কাদের পায়ের তলায় মাটি আরও শক্ত হবে, আর কাদের পায়ের তলার মাটি খসবে, তার উত্তর মিলবে 2 মে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.