বিকেল 5 টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে 80.43 শতাংশ ৷
বিকেল 5 টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে 80.43 শতাংশ
17:41 April 01
চার জেলায় 30টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন ৷ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা ৷ এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সবার নজর থাকবে নন্দীগ্রামের উপর ৷ কারণ সম্মুখ সমরে দুই যুযুধান প্রতিপক্ষ ৷ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের প্রার্থী ৷ তাঁকে কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি শুভেন্দু অধিকারী ৷ এই দুই প্রবল প্রতিপক্ষের মাঝে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷
17:19 April 01
- মমতার পর বয়ালে গেলেন শুভেন্দু অধিকারী ৷ বয়ালে মমতার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেছেন শুভেন্দু ৷
16:10 April 01
- ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার নিয়ে প্রশ্ন তুললেন মমতা
16:07 April 01
- নন্দীগ্রামে 90 শতাংশ মানুষ তৃণমূলকে ভোট দেবে : মমতা
16:05 April 01
- তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় ৷ সব দেখেও নির্বাচন কমিশন চুপ করে রয়েছে
16:05 April 01
- বোয়ালে তিনদিন ধরে চূড়ান্ত অত্যাচার করেছে বিজেপি ৷ কেশপুরে আমাদের কর্মীকে খুন করা হয়েছে ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
15:44 April 01
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 71.07 শতাংশ
15:41 April 01
- বয়ালের বুথ থেকে বেরোলেন মমতা ৷ 2 ঘণ্টার মতো সেখানে ছিলেন তিনি
15:22 April 01
-
Issues flagged @MamataOfficial a while ago on phone have been imparted to the concerned.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
There is full assurance of the concerned to adherence to rule of law.
Am confident all will act in right spirit and earnestness so that democracy flourishes.
">Issues flagged @MamataOfficial a while ago on phone have been imparted to the concerned.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 1, 2021
There is full assurance of the concerned to adherence to rule of law.
Am confident all will act in right spirit and earnestness so that democracy flourishes.Issues flagged @MamataOfficial a while ago on phone have been imparted to the concerned.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 1, 2021
There is full assurance of the concerned to adherence to rule of law.
Am confident all will act in right spirit and earnestness so that democracy flourishes.
- টুইট করে মমতাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
15:20 April 01
- রাজ্য নির্বাচন কমিশনের কাছে নন্দীগ্রামের পরিস্থিতির খোঁজ নিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন
14:43 April 01
- মমতাকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়
14:41 April 01
- মমতা বলেন, "সকাল থেকে 63টা অভিযোগ পেয়েছি ৷ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমরা আদালতে যাব ৷"
14:40 April 01
- ওই বুথে অবাধে ছাপ্পা ভোট হচ্ছে বলে মমতার কাছে অভিযোগ করেন স্থানীয়রা ৷ বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পরিস্থিতি জানান তৃণমূল নেত্রী ।
14:38 April 01
- মমতার উপস্থিতিতে বয়ালের একটি বুথে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার
14:14 April 01
- ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
14:12 April 01
- চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়িতে হামলার অভিযোগ ৷ নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় ৷ রিপোর্ট গেল নির্বাচন কমিশনে
14:11 April 01
- সোনাচূড়ায় বিভিন্ন বুথ পরিদর্শন করলেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়
13:41 April 01
- বুথ দখলের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ৷ কমিশনে চিঠিও লিখলেন ডেরেক ৷ তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন বুথ দখল করছে বিজেপি কর্মী সমর্থকরা ৷
13:36 April 01
- দুপুর 1টা পর্যন্ত 30টি আসনে ভোট পড়ল 58.15 শতাংশ
13:19 April 01
- ভোটের পরিস্থিতি দেখতে হুইলচেয়ারে করে বিভিন্ন বুথে ঘুরবেন তিনি
13:18 April 01
- নন্দীগ্রামে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়
13:00 April 01
- নন্দীগ্রামে সংবাদমাধ্যমের গাড়িতে ভাঙচুর ৷ ঘটনার প্রতিবাদ করে শুভেন্দু অধিকারী বলেন, "রানিচক, সাতেঙ্গাবাড়ির কাছে বুথে ঝামেলার খবর আমার কাছে ছিল ৷ সিআরপিএফ থাকায় বুথের ভেতর কিছু করতে পারেনি ৷ তাই বাইরে থেকে এসব করছে ৷ সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ ৷ জঙ্গলরাজ চলছে ৷"
12:40 April 01
- নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ ৷ গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ দেওয়া হয় গো ব্যাক স্লোগান
12:37 April 01
- কিছু বুথে ইভিএম বিভ্রাট ছাড়া বাঁকুড়ায় ভোট আপাতত শান্তিপূর্ণ ৷
12:31 April 01
- ভোটারদের মারধর করছে বিজেপি ৷ এই অভিযোগে থানায় গেলেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ৷
12:03 April 01
- সকাল 11টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে 34.12 শতাংশ
11:42 April 01
- সকাল 11টা পর্যন্ত 37.42 শতাংশ ভোট পড়ল
11:24 April 01
- তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত সবং থানার বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চল ৷ তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ উভয় পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে ৷
11:21 April 01
- রাজারামচকের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
11:08 April 01
- দ্বিতীয় দফা ভোটের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা । এলাকা দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির অভিযোগ ৷ বেনেপারা সংলগ্ন 19 নম্বর বুথের কাছে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
11:07 April 01
- নন্দীগ্রামে 86 নম্বর বুথ দখলের অভিযোগ
10:42 April 01
- নন্দীগ্রামের রাজারামচকে ভুয়ো ভোটার কার্ড সহ ধরা পড়ল জাল ভোটার
10:40 April 01
- সকাল থেকে নিজের বিধানসভা এলাকার বুথে বুথে ঘুরলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, "ইভিএম মেশিন কাজ না করায় অনেকে ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন ৷ এভাবে চক্রান্ত করে মানুষের সমর্থন আটকানো যাবে না ৷ আমরাই জিতব ৷"
10:25 April 01
- নন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার এক তৃণমূল কর্মী
10:25 April 01
- গ্রামে বুথ না থাকায় ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । বাঁকুড়ার তালডাংরা বিধানসভার ভালুকবাসা গ্রামের প্রায় 600 জন বাসিন্দা ভোট বয়কটের ডাক দিয়েছেন
10:20 April 01
- ঘাটালে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিএম কর্মীদের ৷ অভিযোগ, ভোট দিতে গেলে তাদের বাধা দেয় তৃণমূল কর্মীরা ৷ পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ তোলে
10:07 April 01
- ডেবরায় বিজেপির মণ্ডল সভাপতি মোহন সিংকে আটক করল পুলিশ
10:07 April 01
- কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ডেবরায় ভোটারদের বিক্ষোভ ৷ ভোটারদের অভিযোগ, বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি তৈরি করতে চাইছেন ভারতী ঘোষ
10:00 April 01
- ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ
09:57 April 01
- কেশপুরের 173 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ওই পোলিং এজেন্টকে হাসপাতালকে ভরতি করা হয়েছে
09:43 April 01
- সকাল নটা পর্যন্ত ভোট পড়ল 15.72 শতাংশ
09:41 April 01
- নন্দীগ্রামের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃত ওই বিজেপি কর্মীর নাম উপল শংকর দে ৷ পরিবারের অভিযোগ, তৃণমূলের থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল ৷ তার জেরেই আত্মহত্যা
09:29 April 01
- নিজের বিধানসভা এলাকার একটি পোলিং বুথ ঘুরে দেখলেন খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ বললেন, খড়গপুরের মানুষ উন্নয়ন চায় ৷
09:17 April 01
- পাথর প্রতিমার বুথ থেকে উদ্ধার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ । জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়ের । গুরুদাসপুর ৫৪ নং বুথে ডিউটি পড়েছিল ওই জওয়ানের ।
09:16 April 01
- ডেবরায় 209 নম্বর ইসলামপুর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ৷ ঘটনাস্থলে ভারতী ঘোষ ৷
08:43 April 01
- বাঁকুড়ার বড়জোড়ায় গ্রামীণ জুনিয়র হাই স্কুলে ইভিএম বিকল ৷ প্রায় এক ঘণ্টা বন্ধ ভোট গ্রহণ প্রক্রিয়া । অভিযোগ পেয়ে তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায় ভোট কেন্দ্রে আসেন । অভিযোগ, প্রার্থীকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ভোটে কারচুপির অভিযোগ প্রার্থীর ৷
08:42 April 01
- সাগর বিধানসভায় 116, 72, 73, 58, 59, 60, 75 নম্বর বুথগুলিতে ইভিএম খারাপ ৷ ভোট গ্রহণ শুরু হতে বিলম্ব
08:42 April 01
- দ্বিতীয় দফার ভোট শুরুর আগে থেকেই উত্তপ্ত কেশপুর ৷ কেশপুরের 221 নম্বর বুথ পানিয়াট এলাকায় শূন্যে চলল গুলি ৷ এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল ৷ অভিযোগ বিজেপির
08:42 April 01
- ঘাটাল 238, 239, 241,242 ও 207 নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ
08:42 April 01
- ঘাটাল বিধানসভার চকলছিপুরে তৃণমূলের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদে রাস্তায় গাছের গুঁডি ফেলে পথ অবরোধ সিপিএমের
08:27 April 01
- "উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে ৷ আমরা দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ব ৷" ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী ৷
08:12 April 01
- করোনা বিধি মেনে ভোট শুরু হল সাগর বিধানসভায় । সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন ।
08:10 April 01
- বাঁকুড়ার আটটি বিধানসভায় 2171টি বুথে চলছে নির্বাচন । কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট দান । 119 এবং 161 নম্বর বুথে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছে ।
08:09 April 01
- কেশপুরের 12 নম্বর অঞ্চলের পানিহাটিতে বিজেপি-তৃণমূলের মধ্যে গণ্ডগোল
08:07 April 01
- কেশপুরের উচাহার গ্রামে 195 নম্বর বুথে ইভিএম খারাপ
08:04 April 01
- 22 নম্বর নোয়াপাড়া বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে বাধা ৷
07:53 April 01
- "পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে ৷ মানুষ উন্নয়নের আশা করছে ৷" ভোট দিয়ে বেরিয়ে বললেন শুভেন্দু
07:50 April 01
- ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ সাদা কুর্তা পাঞ্জাবিতে নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় 76 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
07:42 April 01
- কেশপুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
07:30 April 01
- দ্বিতীয় দফার ভোট শুরুর আগে কেশপুরে উত্তম দলুই নামে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন ৷ ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করা হয়েছে ৷ অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷
07:13 April 01
- কাকদ্বীপের একটি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকেই ভোট দেওয়ার লাইন ৷
07:09 April 01
-
বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
- "বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন ৷" বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
07:01 April 01
- ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁতেই রাজ্যে শুরু হয়ে গেল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন
06:59 April 01
- নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ৷ 22 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷ আকাশপথেও চলবে নজরদারি
06:59 April 01
- নন্দীগ্রামে 100 মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
06:58 April 01
- সুষ্ঠুভাবে ভোটের জন্য নন্দীগ্রামে জারি হয়েছে 144 ধারা
06:57 April 01
- নন্দীগ্রামে ভোট নিয়ে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন
06:56 April 01
- নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের 9টি কেন্দ্রে আজ ভোট ৷ এছাড়া পশ্চিম মেদিনীপুরের 9টি, বাঁকুড়ার 8 ও দক্ষিণ 24 পরগনার 4টি আসনে চলবে ভোট গ্রহণ
06:49 April 01
- বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই ভোটারদের লাইন পড়ে গিয়েছে
06:43 April 01
- সকাল সকাল ভোট দিতে চান শুভেন্দু ৷
06:42 April 01
- নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় 76 নম্বর বুথে ভোট দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷
06:41 April 01
- বাঁকুড়া বিধানসভার কালিমেলা বিদ্যানিকেতন এর 12, 13, 16, 17,17A বুথ এ চলছে মক পোল
06:23 April 01
- সকাল সাতটা থেকে শুরু ভোট ৷ তার আগে বুথে বুথে চলছে মক পোল
17:41 April 01
চার জেলায় 30টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন ৷ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা ৷ এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সবার নজর থাকবে নন্দীগ্রামের উপর ৷ কারণ সম্মুখ সমরে দুই যুযুধান প্রতিপক্ষ ৷ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের প্রার্থী ৷ তাঁকে কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি শুভেন্দু অধিকারী ৷ এই দুই প্রবল প্রতিপক্ষের মাঝে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷
বিকেল 5 টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে 80.43 শতাংশ ৷
17:19 April 01
- মমতার পর বয়ালে গেলেন শুভেন্দু অধিকারী ৷ বয়ালে মমতার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেছেন শুভেন্দু ৷
16:10 April 01
- ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার নিয়ে প্রশ্ন তুললেন মমতা
16:07 April 01
- নন্দীগ্রামে 90 শতাংশ মানুষ তৃণমূলকে ভোট দেবে : মমতা
16:05 April 01
- তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় ৷ সব দেখেও নির্বাচন কমিশন চুপ করে রয়েছে
16:05 April 01
- বোয়ালে তিনদিন ধরে চূড়ান্ত অত্যাচার করেছে বিজেপি ৷ কেশপুরে আমাদের কর্মীকে খুন করা হয়েছে ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
15:44 April 01
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 71.07 শতাংশ
15:41 April 01
- বয়ালের বুথ থেকে বেরোলেন মমতা ৷ 2 ঘণ্টার মতো সেখানে ছিলেন তিনি
15:22 April 01
-
Issues flagged @MamataOfficial a while ago on phone have been imparted to the concerned.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
There is full assurance of the concerned to adherence to rule of law.
Am confident all will act in right spirit and earnestness so that democracy flourishes.
">Issues flagged @MamataOfficial a while ago on phone have been imparted to the concerned.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 1, 2021
There is full assurance of the concerned to adherence to rule of law.
Am confident all will act in right spirit and earnestness so that democracy flourishes.Issues flagged @MamataOfficial a while ago on phone have been imparted to the concerned.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 1, 2021
There is full assurance of the concerned to adherence to rule of law.
Am confident all will act in right spirit and earnestness so that democracy flourishes.
- টুইট করে মমতাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
15:20 April 01
- রাজ্য নির্বাচন কমিশনের কাছে নন্দীগ্রামের পরিস্থিতির খোঁজ নিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন
14:43 April 01
- মমতাকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়
14:41 April 01
- মমতা বলেন, "সকাল থেকে 63টা অভিযোগ পেয়েছি ৷ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমরা আদালতে যাব ৷"
14:40 April 01
- ওই বুথে অবাধে ছাপ্পা ভোট হচ্ছে বলে মমতার কাছে অভিযোগ করেন স্থানীয়রা ৷ বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পরিস্থিতি জানান তৃণমূল নেত্রী ।
14:38 April 01
- মমতার উপস্থিতিতে বয়ালের একটি বুথে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার
14:14 April 01
- ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
14:12 April 01
- চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়িতে হামলার অভিযোগ ৷ নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় ৷ রিপোর্ট গেল নির্বাচন কমিশনে
14:11 April 01
- সোনাচূড়ায় বিভিন্ন বুথ পরিদর্শন করলেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়
13:41 April 01
- বুথ দখলের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ৷ কমিশনে চিঠিও লিখলেন ডেরেক ৷ তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন বুথ দখল করছে বিজেপি কর্মী সমর্থকরা ৷
13:36 April 01
- দুপুর 1টা পর্যন্ত 30টি আসনে ভোট পড়ল 58.15 শতাংশ
13:19 April 01
- ভোটের পরিস্থিতি দেখতে হুইলচেয়ারে করে বিভিন্ন বুথে ঘুরবেন তিনি
13:18 April 01
- নন্দীগ্রামে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়
13:00 April 01
- নন্দীগ্রামে সংবাদমাধ্যমের গাড়িতে ভাঙচুর ৷ ঘটনার প্রতিবাদ করে শুভেন্দু অধিকারী বলেন, "রানিচক, সাতেঙ্গাবাড়ির কাছে বুথে ঝামেলার খবর আমার কাছে ছিল ৷ সিআরপিএফ থাকায় বুথের ভেতর কিছু করতে পারেনি ৷ তাই বাইরে থেকে এসব করছে ৷ সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ ৷ জঙ্গলরাজ চলছে ৷"
12:40 April 01
- নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ ৷ গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ দেওয়া হয় গো ব্যাক স্লোগান
12:37 April 01
- কিছু বুথে ইভিএম বিভ্রাট ছাড়া বাঁকুড়ায় ভোট আপাতত শান্তিপূর্ণ ৷
12:31 April 01
- ভোটারদের মারধর করছে বিজেপি ৷ এই অভিযোগে থানায় গেলেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ৷
12:03 April 01
- সকাল 11টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে 34.12 শতাংশ
11:42 April 01
- সকাল 11টা পর্যন্ত 37.42 শতাংশ ভোট পড়ল
11:24 April 01
- তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত সবং থানার বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চল ৷ তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ উভয় পক্ষই থানায় অভিযোগ জানিয়েছে ৷
11:21 April 01
- রাজারামচকের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
11:08 April 01
- দ্বিতীয় দফা ভোটের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা । এলাকা দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির অভিযোগ ৷ বেনেপারা সংলগ্ন 19 নম্বর বুথের কাছে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
11:07 April 01
- নন্দীগ্রামে 86 নম্বর বুথ দখলের অভিযোগ
10:42 April 01
- নন্দীগ্রামের রাজারামচকে ভুয়ো ভোটার কার্ড সহ ধরা পড়ল জাল ভোটার
10:40 April 01
- সকাল থেকে নিজের বিধানসভা এলাকার বুথে বুথে ঘুরলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, "ইভিএম মেশিন কাজ না করায় অনেকে ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন ৷ এভাবে চক্রান্ত করে মানুষের সমর্থন আটকানো যাবে না ৷ আমরাই জিতব ৷"
10:25 April 01
- নন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার এক তৃণমূল কর্মী
10:25 April 01
- গ্রামে বুথ না থাকায় ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । বাঁকুড়ার তালডাংরা বিধানসভার ভালুকবাসা গ্রামের প্রায় 600 জন বাসিন্দা ভোট বয়কটের ডাক দিয়েছেন
10:20 April 01
- ঘাটালে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিএম কর্মীদের ৷ অভিযোগ, ভোট দিতে গেলে তাদের বাধা দেয় তৃণমূল কর্মীরা ৷ পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ তোলে
10:07 April 01
- ডেবরায় বিজেপির মণ্ডল সভাপতি মোহন সিংকে আটক করল পুলিশ
10:07 April 01
- কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ডেবরায় ভোটারদের বিক্ষোভ ৷ ভোটারদের অভিযোগ, বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি তৈরি করতে চাইছেন ভারতী ঘোষ
10:00 April 01
- ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ
09:57 April 01
- কেশপুরের 173 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ওই পোলিং এজেন্টকে হাসপাতালকে ভরতি করা হয়েছে
09:43 April 01
- সকাল নটা পর্যন্ত ভোট পড়ল 15.72 শতাংশ
09:41 April 01
- নন্দীগ্রামের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃত ওই বিজেপি কর্মীর নাম উপল শংকর দে ৷ পরিবারের অভিযোগ, তৃণমূলের থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল ৷ তার জেরেই আত্মহত্যা
09:29 April 01
- নিজের বিধানসভা এলাকার একটি পোলিং বুথ ঘুরে দেখলেন খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ বললেন, খড়গপুরের মানুষ উন্নয়ন চায় ৷
09:17 April 01
- পাথর প্রতিমার বুথ থেকে উদ্ধার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ । জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়ের । গুরুদাসপুর ৫৪ নং বুথে ডিউটি পড়েছিল ওই জওয়ানের ।
09:16 April 01
- ডেবরায় 209 নম্বর ইসলামপুর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ৷ ঘটনাস্থলে ভারতী ঘোষ ৷
08:43 April 01
- বাঁকুড়ার বড়জোড়ায় গ্রামীণ জুনিয়র হাই স্কুলে ইভিএম বিকল ৷ প্রায় এক ঘণ্টা বন্ধ ভোট গ্রহণ প্রক্রিয়া । অভিযোগ পেয়ে তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায় ভোট কেন্দ্রে আসেন । অভিযোগ, প্রার্থীকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ভোটে কারচুপির অভিযোগ প্রার্থীর ৷
08:42 April 01
- সাগর বিধানসভায় 116, 72, 73, 58, 59, 60, 75 নম্বর বুথগুলিতে ইভিএম খারাপ ৷ ভোট গ্রহণ শুরু হতে বিলম্ব
08:42 April 01
- দ্বিতীয় দফার ভোট শুরুর আগে থেকেই উত্তপ্ত কেশপুর ৷ কেশপুরের 221 নম্বর বুথ পানিয়াট এলাকায় শূন্যে চলল গুলি ৷ এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল ৷ অভিযোগ বিজেপির
08:42 April 01
- ঘাটাল 238, 239, 241,242 ও 207 নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ
08:42 April 01
- ঘাটাল বিধানসভার চকলছিপুরে তৃণমূলের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদে রাস্তায় গাছের গুঁডি ফেলে পথ অবরোধ সিপিএমের
08:27 April 01
- "উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে ৷ আমরা দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ব ৷" ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী ৷
08:12 April 01
- করোনা বিধি মেনে ভোট শুরু হল সাগর বিধানসভায় । সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন ।
08:10 April 01
- বাঁকুড়ার আটটি বিধানসভায় 2171টি বুথে চলছে নির্বাচন । কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট দান । 119 এবং 161 নম্বর বুথে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছে ।
08:09 April 01
- কেশপুরের 12 নম্বর অঞ্চলের পানিহাটিতে বিজেপি-তৃণমূলের মধ্যে গণ্ডগোল
08:07 April 01
- কেশপুরের উচাহার গ্রামে 195 নম্বর বুথে ইভিএম খারাপ
08:04 April 01
- 22 নম্বর নোয়াপাড়া বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে বাধা ৷
07:53 April 01
- "পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে ৷ মানুষ উন্নয়নের আশা করছে ৷" ভোট দিয়ে বেরিয়ে বললেন শুভেন্দু
07:50 April 01
- ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ সাদা কুর্তা পাঞ্জাবিতে নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় 76 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
07:42 April 01
- কেশপুরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি
07:30 April 01
- দ্বিতীয় দফার ভোট শুরুর আগে কেশপুরে উত্তম দলুই নামে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন ৷ ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করা হয়েছে ৷ অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷
07:13 April 01
- কাকদ্বীপের একটি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকেই ভোট দেওয়ার লাইন ৷
07:09 April 01
-
বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
- "বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন ৷" বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
07:01 April 01
- ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁতেই রাজ্যে শুরু হয়ে গেল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন
06:59 April 01
- নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ৷ 22 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৷ আকাশপথেও চলবে নজরদারি
06:59 April 01
- নন্দীগ্রামে 100 মিটারের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
06:58 April 01
- সুষ্ঠুভাবে ভোটের জন্য নন্দীগ্রামে জারি হয়েছে 144 ধারা
06:57 April 01
- নন্দীগ্রামে ভোট নিয়ে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন
06:56 April 01
- নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের 9টি কেন্দ্রে আজ ভোট ৷ এছাড়া পশ্চিম মেদিনীপুরের 9টি, বাঁকুড়ার 8 ও দক্ষিণ 24 পরগনার 4টি আসনে চলবে ভোট গ্রহণ
06:49 April 01
- বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই ভোটারদের লাইন পড়ে গিয়েছে
06:43 April 01
- সকাল সকাল ভোট দিতে চান শুভেন্দু ৷
06:42 April 01
- নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় 76 নম্বর বুথে ভোট দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷
06:41 April 01
- বাঁকুড়া বিধানসভার কালিমেলা বিদ্যানিকেতন এর 12, 13, 16, 17,17A বুথ এ চলছে মক পোল
06:23 April 01
- সকাল সাতটা থেকে শুরু ভোট ৷ তার আগে বুথে বুথে চলছে মক পোল