কলকাতা, 26 মার্চ : আক্রান্ত বেহালা পূর্বের বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকারের ইলেকশন এজেন্ট । আক্রান্ত রানাপ্রতাপ রাম নামে ওই ব্যক্তি শুধুমাত্র অভিনেত্রীর ইলেকশন এজেন্টই নন, আপ্তসহায়কও বটে ।
গতকাল রাতে বাড়ি ফেরার সময় পাটুলিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি । রানাপ্রতাপবাবু বাড়ি ফেরার সময় সময় তাঁর মাথার পিছনে ভারি কিছু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । আঘাতে তাঁর মাথা ফেটে যায় । চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আরও পড়ুন : ডবল ইঞ্জিন সরকার দরকার রাজ্যে, মনোনয়ন জমা দিয়ে মন্তব্য পায়েলের
পায়েলের অভিযোগ, এর আগে কোনও দিন এরকম ঘটনা ঘটেনি । যেহেতু তিনি বেহালা পূর্বে বিজেপির প্রার্থী হয়েছেন, তাই তাঁর ইলেকশন এজেন্টের উপর এইরকম আক্রমণ করা হল ।