ETV Bharat / state

ফিরহাদ হাকিমকে অবিলম্বে গ্রেফতারের দাবি রুদ্রনীলের - বিজেপি

এদিন রুদ্রনীল জানিয়েছেন, মেয়রের চেয়ারে বসে ফিরহাদ হাকিমের একটা ভিডিয়ো ভাইরাল হয় । সেখানে তিনি বলছেন, বিজেপিকে মারুন ও কেন্দ্রীয় বাহিনীকে মারুন । অর্থাৎ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি । অবিলম্বে ফিরহাদ হাকিমের প্রার্থীপদ খারিজ হওয়া উচিত । অবিলম্বে ফিরহাদকে গ্রেফতার করা উচিত ।

রুদ্রনীল-ফিরাদ
রুদ্রনীল-ফিরাদ
author img

By

Published : Apr 22, 2021, 10:07 PM IST

কলকাতা, 22 এপ্রিল : আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ পর্যবেক্ষককে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । তাঁর অভিযোগ, ফিরহাদ হাকিম তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীকে মারার নির্দেশ দিচ্ছেন ৷ তাই অবিলম্বে তাঁর প্রার্থীপদ বাতিল এবং তাঁকে গ্রেফতার কারার আবেদন জানিয়েছেন রুদ্রনীল ৷

এদিন রুদ্রনীল বলেন, "মেয়রের চেয়ারে বসে ফিরহাদ হাকিমের একটা ভিডিয়ো ভাইরাল হয় । সেখানে তিনি বলছেন, বিজেপিকে মারুন ও কেন্দ্রীয় বাহিনীকে মারুন । অর্থাৎ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি । অবিলম্বে ফিরহাদ হাকিমের প্রার্থী পদ খারিজ হওয়া উচিত । অবিলম্বে ফিরহাদকে গ্রেফতার করা উচিত ।"

রুদ্রনীল ঘোষ আরও বলেন, "সেই ভিডিয়োতে মানুষকে উস্কানি দেওয়া হয়েছে । যাতে লোকজন বাড়ি থেকে ভোট দিতে না বেরোন ।" তিনি অভিযোগ করেন, তাঁর উপর যে 3 বার আক্রমণ করা হয়েছে, সেটা ওঁর লোকই করেছে । উনি প্রকাশ্যে বলছেন বিজেপিকে মারতে । কেন্দ্রীয় বাহিনীকে মারতে । রাজ্য নির্বাচন কমিশন, ভবানীপুরের পুলিশ অভজারভার সবার সঙ্গে দেখা করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী । তাঁর দাবি, ’’একজন ক্রিমিনালের মত ব্যবহার করছেন তিনি । এরপর আর ফিরহাদ হাকিমের নির্বাচনে লড়বার কোনও অধিকার নেই ।"

আরও পড়ুন : এবার করোনা টিকার মূল্য বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি মমতার

কলকাতা, 22 এপ্রিল : আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ পর্যবেক্ষককে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । তাঁর অভিযোগ, ফিরহাদ হাকিম তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীকে মারার নির্দেশ দিচ্ছেন ৷ তাই অবিলম্বে তাঁর প্রার্থীপদ বাতিল এবং তাঁকে গ্রেফতার কারার আবেদন জানিয়েছেন রুদ্রনীল ৷

এদিন রুদ্রনীল বলেন, "মেয়রের চেয়ারে বসে ফিরহাদ হাকিমের একটা ভিডিয়ো ভাইরাল হয় । সেখানে তিনি বলছেন, বিজেপিকে মারুন ও কেন্দ্রীয় বাহিনীকে মারুন । অর্থাৎ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি । অবিলম্বে ফিরহাদ হাকিমের প্রার্থী পদ খারিজ হওয়া উচিত । অবিলম্বে ফিরহাদকে গ্রেফতার করা উচিত ।"

রুদ্রনীল ঘোষ আরও বলেন, "সেই ভিডিয়োতে মানুষকে উস্কানি দেওয়া হয়েছে । যাতে লোকজন বাড়ি থেকে ভোট দিতে না বেরোন ।" তিনি অভিযোগ করেন, তাঁর উপর যে 3 বার আক্রমণ করা হয়েছে, সেটা ওঁর লোকই করেছে । উনি প্রকাশ্যে বলছেন বিজেপিকে মারতে । কেন্দ্রীয় বাহিনীকে মারতে । রাজ্য নির্বাচন কমিশন, ভবানীপুরের পুলিশ অভজারভার সবার সঙ্গে দেখা করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী । তাঁর দাবি, ’’একজন ক্রিমিনালের মত ব্যবহার করছেন তিনি । এরপর আর ফিরহাদ হাকিমের নির্বাচনে লড়বার কোনও অধিকার নেই ।"

আরও পড়ুন : এবার করোনা টিকার মূল্য বৈষম্য নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.