ETV Bharat / state

স্বাস্থ্যবিধি মেনেই আগামীকাল ভোট গণনা, ফলপ্রকাশে বিলম্বের সম্ভাবনা - ফলপ্রকাশে বিলম্বের সম্ভাবনা

এবার পরিস্থিতি অন্যান্য বারের চেয়ে একেবারেই আলাদা আর টেবিলের সংখ্যাও অনেক বেশি ৷ পাশাপাশি চলবে স্যানিটাইজ়েশনের কাজ তাই অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে ।

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : May 1, 2021, 11:02 PM IST

কলকাতা, 1 মে : রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হবে । নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলির ভাগ্য । এবারেও 2019-এর পদ্ধতিতেই গণনা করা হবে । সবকটি টেবিলে গণনা হয়ে যাওয়ার পরই একসঙ্গে সেগুলি আসবে রিটার্নিং অফিসারের টেবিলে । এরপর রিটার্নিং অফিসার সবকটি টেবিলের কম্পাইলেশন করবেন। তারপরে পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন । এরপর তাতে সিলমোহর পড়বে । তারপর তৈরি হবে ডেটা শিট । সেই ডেটা শিটটিকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে ।

ওয়েবসাইটে ডেটা শিটটিকে আপলোড করার সুবিধা হল যে সাধারণ মানুষও সেই ওয়েবসাইটটি খুলে ফলাফল দেখে নিতে পারবেন ।

তবে অন্যান্য বারের চেয়ে এবার গণনা সম্পন্ন হতে ও চূড়ান্ত ফল প্রকাশে বেশ কিছুটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে । কারণ এবার পরিস্থিতি অন্যান্য বারের চেয়ে একেবারেই আলাদা আর টেবিলের সংখ্যাও অনেক বেশি ৷ পাশাপাশি চলবে স্যানিটাইজ়েশনের কাজ তাই অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : "খুনের মামলা হওয়া উচিত" পর্যবেক্ষণের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে কমিশন

এছাড়াও এবার পোস্টাল ব্যালটের সংখ্যা ও অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি । কারণ সংক্রমণ যাতে না ছড়ায় তাই 80 বছর ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিল কমিশন ।

গণনার ক্ষেত্রে যাতে কোথাও কোনও রকম ত্রুটি না থাকে এবং যাতে কোভিড প্রটোকল অক্ষরে অক্ষরে মানা হয় সেই বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । তাই তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে একেবারেই নারাজ ।

অন্যদিকে গণনার জন্য 292 জন পর্যবেক্ষককে নিয়োগ করেছে।

কলকাতা, 1 মে : রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হবে । নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলির ভাগ্য । এবারেও 2019-এর পদ্ধতিতেই গণনা করা হবে । সবকটি টেবিলে গণনা হয়ে যাওয়ার পরই একসঙ্গে সেগুলি আসবে রিটার্নিং অফিসারের টেবিলে । এরপর রিটার্নিং অফিসার সবকটি টেবিলের কম্পাইলেশন করবেন। তারপরে পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন । এরপর তাতে সিলমোহর পড়বে । তারপর তৈরি হবে ডেটা শিট । সেই ডেটা শিটটিকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে ।

ওয়েবসাইটে ডেটা শিটটিকে আপলোড করার সুবিধা হল যে সাধারণ মানুষও সেই ওয়েবসাইটটি খুলে ফলাফল দেখে নিতে পারবেন ।

তবে অন্যান্য বারের চেয়ে এবার গণনা সম্পন্ন হতে ও চূড়ান্ত ফল প্রকাশে বেশ কিছুটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে । কারণ এবার পরিস্থিতি অন্যান্য বারের চেয়ে একেবারেই আলাদা আর টেবিলের সংখ্যাও অনেক বেশি ৷ পাশাপাশি চলবে স্যানিটাইজ়েশনের কাজ তাই অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : "খুনের মামলা হওয়া উচিত" পর্যবেক্ষণের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে কমিশন

এছাড়াও এবার পোস্টাল ব্যালটের সংখ্যা ও অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি । কারণ সংক্রমণ যাতে না ছড়ায় তাই 80 বছর ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিল কমিশন ।

গণনার ক্ষেত্রে যাতে কোথাও কোনও রকম ত্রুটি না থাকে এবং যাতে কোভিড প্রটোকল অক্ষরে অক্ষরে মানা হয় সেই বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন । তাই তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে একেবারেই নারাজ ।

অন্যদিকে গণনার জন্য 292 জন পর্যবেক্ষককে নিয়োগ করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.