কলকাতা, 11 এপ্রিল : শীতলকুচির ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে শর্তসাপেক্ষে ক্ষতিপূরণ দিতে পারবে রাজ্য সরকার ৷ আজ এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷
গতকালের ঘটনার পর রাজ্যের মুখ্যসচিবের তরফে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করা হয়েছিল ক্ষতিপূরণের অনুমতি দেওয়ার জন্য ৷ নিহতদের পরিবারপিছু 5 লাখ টাকা এবং আহতদের 2 লাখ টকার করে ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি চেয়েছিল রাজ্য ৷ সেই অনুমতি দিতে কোনও আপত্তি নেই বলে আজ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷
তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে ৷ নির্বাচন কমিশনের তরফে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, জেলাশাসকের উপস্থিতিতে এই ক্ষতিপূরণ দিতে হবে ৷ কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে না ৷ চেকের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দিতে হবে ৷
আরও পড়ুন : উত্তেজিত জনতার আক্রমণ থেকে বাঁচতেই শীতলকুচিতে গুলি কেন্দ্রীয় বাহিনীর, রিপোর্ট পর্যবেক্ষকের
আরও বলা হয়েছে, এই ক্ষতিপূরণের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনও কথা বলতে পারবেন না ৷ কোনও ফটোগ্রাফি করা যাবে না ৷ বিষয়টি নিয়ে কোনওরকম প্রচার করা যাবে না ৷