কলকাতা, 31 মার্চ : রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন ৷ তার আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি ৷ প্রথমে তৃণমূলের তরফে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বহিরাগত দূষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয় ৷ তার পরেই বিজেপির তরফে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করা হয় ৷
মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ আরও 14 জনের নামে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি প্রতিনিধি দল ৷ তাঁদের দাবি শেখ সুফিয়ান সহ অনান্যদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্বেও তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন ৷ বিজেপির তরফে নির্বাচন কমিশনে প্রস্তাব দেওয়া হয়, এই 15 জনকে আগামী কাল নির্বাচন চলাকালীন নন্দীগ্রামে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করার ৷
ভারতীয় জনতা পার্টির তরফে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনের সম্পর্কে ভুল তথ্য দিয়ে ভোটদাতাদের প্রভাবিত করছেন ৷ এছাড়াও বিজেপির তরফে কমিশনের কাছে বীরভূম জেলার দূর্নীতিগ্রস্ত ও পক্ষপাতদুষ্ট অফিসারদের দ্রুত বদলির আবেদন জানানো হয়েছে ৷ বিজেপির অভিযোগ এই দূর্নীতিগ্রস্ত অফিসাররা বোলপুর বিধানসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন ৷
আরও পড়ুন : নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু, কমিশনে অভিযোগ তৃণমূলের
তবে এর আগে উলুবেড়িয়ায় সভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কমিশন রাজ্যে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন বলেও অভিযোগ করেন তিনি ৷ এছাড়া কমিশনের বিরুদ্ধে মমতার আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা থাকার জন্য তৃণমূলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে দিয়েছে কমিশন ৷