ETV Bharat / state

বেহালায় দলের কর্মীদের উপর হামলার অভিযোগ, মাঝরাতে ঘটনাস্থানে শ্রাবন্তী - West Bengal assembly election 2021

গতকাল রাতে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের 118 নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের কাছে বিজেপি কর্মীরা ডিজিটাল মিডিয়ার গাড়ি নিয়ে প্রচার করছিল ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বাধা দেয় ৷ এরপর মণ্ডল সভাপতি দীপংকর বণিক ঘটনাস্থানে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে এবং ধাক্কাধাক্কি হয় ।

বেহালায় দলের কর্মীদের উপর হামলার অভিযোগ, মাঝরাতে ঘটনাস্থানে শ্রাবন্তী
বেহালায় দলের কর্মীদের উপর হামলার অভিযোগ, মাঝরাতে ঘটনাস্থানে শ্রাবন্তী
author img

By

Published : Mar 20, 2021, 7:54 PM IST

কলকাতা, 20 মার্চ : বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ ৷ গতকাল রাতে বেহালায় বিজেপি কর্মীর উপর মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই খবর শোনার পর মাঝরাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি ৷

গতকাল রাতে, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের 118 নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের কাছে বিজেপি কর্মীরা ডিজিটাল মিডিয়ার গাড়ি নিয়ে প্রচার করছিল ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বাধা দেয় ৷ এরপর মণ্ডল সভাপতি দীপংকর বণিক ঘটনাস্থানে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে এবং ধাক্কাধাক্কি হয় ।

বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁদের মন্ডল সভাপতিকে মারধর করে ৷ এরপর বিজেপির পক্ষ থেকে বেহালা থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার বিষয়ে 118 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তারক সিং মহাশয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ৷ ওই ডিজিটাল মিডিয়ার গাড়িটি একটি দোকানের সামনে ছিল ৷ সেখানে থেকে সরাতে বললে মণ্ডল সভাপতির উপস্থিতিতে সামান্য ধাক্কাধাক্কি হয় ৷ তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন, 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে তিনি এখানে এসেছেন ৷ সেইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷

কলকাতা, 20 মার্চ : বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ ৷ গতকাল রাতে বেহালায় বিজেপি কর্মীর উপর মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই খবর শোনার পর মাঝরাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি ৷

গতকাল রাতে, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের 118 নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের কাছে বিজেপি কর্মীরা ডিজিটাল মিডিয়ার গাড়ি নিয়ে প্রচার করছিল ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বাধা দেয় ৷ এরপর মণ্ডল সভাপতি দীপংকর বণিক ঘটনাস্থানে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে এবং ধাক্কাধাক্কি হয় ।

বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁদের মন্ডল সভাপতিকে মারধর করে ৷ এরপর বিজেপির পক্ষ থেকে বেহালা থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার বিষয়ে 118 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তারক সিং মহাশয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ৷ ওই ডিজিটাল মিডিয়ার গাড়িটি একটি দোকানের সামনে ছিল ৷ সেখানে থেকে সরাতে বললে মণ্ডল সভাপতির উপস্থিতিতে সামান্য ধাক্কাধাক্কি হয় ৷ তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন, 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে তিনি এখানে এসেছেন ৷ সেইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.