কলকাতা, 21 মার্চ : কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের রাজনীতিক অতীন ঘোষ। দীর্ঘ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাও রয়েছে তাঁর । তিনি দীর্ঘদিনের কাউন্সিলরও। 2001 সালে ও 2006 সালে বরানগর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে পরাজিত হতে হয়েছিলেন। এবছর 2021-এ ফের অতীন ঘোষ নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা থেকে। প্রার্থী হিসেব নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন তিনি। গতকাল, চিড়িয়া মোড়ের সবজি বাজার থেকে শীতলা মন্দির পর্যন্ত এক বিশাল প্রচার মিছিল করেন তিনি। যোগ দেয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। যোগ দেয় সাধারণ মানুষও।
প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষের কাছে তাঁকে ভোটদানের আবেদন জানান। সেই সঙ্গে দলনেত্রীর হয়ে প্রচারও করেন তিনি। গত দশ বছর ধরে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন মালা সাহা। যদিও তাঁকে দল এবার প্রার্থী করেনি। প্রার্থী হয়েছেন অতীনবাবু। এদিন প্রচারে বেরিয়ে গত দশ বছর ধরে এই এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলি নির্বাচনী পুস্তিকার মাধ্যমে তুলে দেন সাধারণ মানুষের হাতে। এলাকা ঘুরে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য আবেদন করেন। জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততার কথাও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন:প্রশাসক পদ থেকে ইস্তফা দেবেন ফিরহাদরা, ভাঙছে না পৌরনিগমের প্রশাসনিক বোর্ড
কয়েকদিন আগে বিজেপি প্রার্থী তালিকায় নাম উঠে আসে দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান তরুণ সাহার। যদিও তরুণবাবু স্পষ্ট জানিয়েছেন তিনি বিজেপিতে যোগদান করেননি এবং তিনি বিজেপির প্রার্থীও নন এই কেন্দ্রের। বিজেপি প্রার্থী না পেয়ে নোংরা ষড়যন্ত্রের সাহায্য নিয়েছে। তৃণমূল নেতা তরুণ সাহার নাম বিজেপির চক্রান্ত বলে ঘোষণা করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এই এলাকার মানুষ জানেন এই এলাকায় কি কি সমস্যা ছিল এবং সেগুলি কিভাবে মোকাবিলা করা হয়েছে। মশাবাহিত রোগ সম্পূর্ণভাবে দমন হয়েছে গত 10 বছরে। এছাড়াও এই এলাকার নিমতলা মহাশ্মশানকে নবরূপে সৌন্দর্যায়ন করা হয়েছে। গঙ্গার ঘাটগুলিকে নবরূপে সৌন্দর্যায়নও করা হয়েছে।