কলকাতা, 15 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে । শাসক দল ও পুলিশের একাংশের মধ্যেই এই ঘটনা বারবার ঘটছে । তাই মনোনয়নের সময়সীমা আরও একদিন বাড়ানো হোক । এই আর্জি জানিয়ে বৃহস্পতিবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে চিঠি দিয়েছেন । আজ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন । তা বাড়িয়ে আগামিকাল শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করার আর্জি জানিয়েছেন অধীর ।
চিঠিতে অধীর লিখেছেন, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ছাড়া অন্য দলগুলির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ৷ এই বিষয়টি বারবার লক্ষ্য করা যাচ্ছে । আদালত নির্বাচন কমিশনকে প্রয়োজনে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির পরামর্শ দিয়েছিল ৷ সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে একদিন মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়িয়ে দেওয়া হোক । এছাড়াও, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বর্ধিত দিনে বিকেল 3টে থেকে বিকাল 5টা পর্যন্ত বাড়ানো দরকার ।
কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন ক্রমশ প্রহসনে পরিণত হতে চলেছে । শাসক দলের বাঁধার জন্য বিরোধীরা মনোনয়ন দাখিল করতে পারেনি বহু জায়গায় । দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, ‘‘বিডিও অফিসের বাইরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও কী করে তৃণমূলের হার্মাদ বাহিনী বোমা, গুলি চালিয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাঁধা দিতে সক্ষম হচ্ছে ?’’
তিনি আরও বলেন, ‘‘রাজ্য পুলিশ শাসকদলের দলদাসে পরিণত হয়েছে, তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে । কোথাও তৃণমূল বিরোধীদের আবার কোথাও তৃণমূল, তৃণমূলকে মারধর করে বাধা দিচ্ছে ,সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না । হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করছে রাজ্য পুলিশ ।"
আরও পড়ুন: মনোনয়নে বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা