ETV Bharat / state

Mamata Meets Bose: বাদল অধিবেশনে আসতে পারে দু’টি অর্থ বিল, রাজ্যপালকে আগাম জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী - পশ্চিমবঙ্গ বিধানসভা

Mamata Banerjee's Meeting with Guv CV Ananda Bose: মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে তিনি জানান, রাজ্য সরকার প্রায় সব বিল পাস করে ফেলেছে ৷ এবার বাদল অধিবেশনে দু’টি অর্থ বিল আসতে পারে ৷ সেটাই তিনি রাজ্যপালকে জানিয়েছেন ৷

Mamata Meets Bose
Mamata Meets Bose
author img

By

Published : Jul 25, 2023, 7:48 PM IST

রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 25 জুলাই: সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ এই অধিবেশনে রাজ্য সরকারের তরফে দু’টি বিল পাস করানো হতে পারে ৷ সেই বিষয়টিই আগাম রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী আচমকাই হাজির হন রাজভবনে৷ সাক্ষাৎ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয় ৷ হঠাৎ রাজভবনে কেন হাজির হলেন মুখ্যমন্ত্রী, সেই নিয়ে রাজ্য রাজনীতিতে নানা প্রশ্ন উঠতে শুরু করে ৷ তবে বৈঠক সেরে বেরিয়ে সব কৌতুহলেরই নিরসন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি সৌজন্য সাক্ষাতে এসেছিলাম ৷ আমাদের বিধানসভার অধিবেশন শুরু হয়েছে ৷ বিধানসভায় বিল প্রায় হাতে নেই আরকি ৷ তবুও তো বিধানসভার অধিবেশন তো ডাকতেই হয় ৷ বছরে কতগুলি দিন অধিবেশন করতেই হয় ৷ বিল খুঁজে পাচ্ছি না ৷ হাতে রেডি নেই আরকি ৷ সব পাস হয়ে গিয়েছে আগে ৷ সেই জন্য রাজ্যপালকে বলে গেলাম দু’টো বিল হতে পারে ৷ এবং সেটাও অর্থ বিল ৷ সেটা করে দিলে বিধানসভায় আলোচনা করতে পারি ৷’’

তার পর মজার ছলে বলেন, ‘‘চা খেয়েছি ৷ বিস্কুট খাইনি ৷ দুধ চা খেয়েছি ৷’’ যদিও এ দিন মুখ্যমন্ত্রীর কাছে আচার্য বিলের প্রসঙ্গ তোলা হয় ৷ এই বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করানো হয় বহু আগে ৷ এই বিল কার্যকর হলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী ৷ এই বিল যখন পাস করানো হয়, তখন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড় ৷ 2022 এর মাঝামাঝি তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হন ৷ ভোটে জিতে এখন তিনি দেশের উপ-রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন: ইন্ডিয়া নামটা পছন্দ হয়েছে বলেই প্রধানমন্ত্রী এসব কথা বলছেন, কটাক্ষ মমতার

ধনকড় চলে যাওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে আসেন লা গণেশন ৷ তার পর স্থায়ী রাজ্যপাল হিসেবে এসেছেন সিভি আনন্দ বোস ৷ তার পরও আচার্য বিল পড়ে রয়েছে রাজভবনে ৷ সেই বিল নিয়ে কি এ দিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে কোনও আলোচনা হল ? মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন যে এই নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ পাশাপাশি রাজ্যপাল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন, তা নিয়েও কোনও আলোচনা হয়নি বলে মুখ্যমন্ত্রী এ দিন জানান ৷

রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 25 জুলাই: সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ এই অধিবেশনে রাজ্য সরকারের তরফে দু’টি বিল পাস করানো হতে পারে ৷ সেই বিষয়টিই আগাম রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী আচমকাই হাজির হন রাজভবনে৷ সাক্ষাৎ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷ বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয় ৷ হঠাৎ রাজভবনে কেন হাজির হলেন মুখ্যমন্ত্রী, সেই নিয়ে রাজ্য রাজনীতিতে নানা প্রশ্ন উঠতে শুরু করে ৷ তবে বৈঠক সেরে বেরিয়ে সব কৌতুহলেরই নিরসন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি সৌজন্য সাক্ষাতে এসেছিলাম ৷ আমাদের বিধানসভার অধিবেশন শুরু হয়েছে ৷ বিধানসভায় বিল প্রায় হাতে নেই আরকি ৷ তবুও তো বিধানসভার অধিবেশন তো ডাকতেই হয় ৷ বছরে কতগুলি দিন অধিবেশন করতেই হয় ৷ বিল খুঁজে পাচ্ছি না ৷ হাতে রেডি নেই আরকি ৷ সব পাস হয়ে গিয়েছে আগে ৷ সেই জন্য রাজ্যপালকে বলে গেলাম দু’টো বিল হতে পারে ৷ এবং সেটাও অর্থ বিল ৷ সেটা করে দিলে বিধানসভায় আলোচনা করতে পারি ৷’’

তার পর মজার ছলে বলেন, ‘‘চা খেয়েছি ৷ বিস্কুট খাইনি ৷ দুধ চা খেয়েছি ৷’’ যদিও এ দিন মুখ্যমন্ত্রীর কাছে আচার্য বিলের প্রসঙ্গ তোলা হয় ৷ এই বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করানো হয় বহু আগে ৷ এই বিল কার্যকর হলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী ৷ এই বিল যখন পাস করানো হয়, তখন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড় ৷ 2022 এর মাঝামাঝি তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হন ৷ ভোটে জিতে এখন তিনি দেশের উপ-রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন: ইন্ডিয়া নামটা পছন্দ হয়েছে বলেই প্রধানমন্ত্রী এসব কথা বলছেন, কটাক্ষ মমতার

ধনকড় চলে যাওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে আসেন লা গণেশন ৷ তার পর স্থায়ী রাজ্যপাল হিসেবে এসেছেন সিভি আনন্দ বোস ৷ তার পরও আচার্য বিল পড়ে রয়েছে রাজভবনে ৷ সেই বিল নিয়ে কি এ দিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে কোনও আলোচনা হল ? মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন যে এই নিয়ে কোনও আলোচনা হয়নি ৷ পাশাপাশি রাজ্যপাল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন, তা নিয়েও কোনও আলোচনা হয়নি বলে মুখ্যমন্ত্রী এ দিন জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.