ETV Bharat / state

Bengal civic polls 2022: চন্দ্রকোনায় বিজেপি প্রার্থী, পোলিং এজেন্টকে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

পৌরভোটে (Bengal civic polls 2022) চন্দ্রকোনায় বিজেপি প্রার্থী সুদীপ কুশারী ও তাঁর পোলিং এজেন্টকে নিরাপত্তা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court)৷

bengal-civic-polls-2022-calcutta-high-court-orders-police-to-give-security-to-bjp-candidate
চন্দ্রকোনায় বিজেপি প্রার্থী, পোলিং এজেন্টকে নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Feb 25, 2022, 9:36 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: পৌরভোটে (Bengal civic polls 2022) পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি প্রার্থী ও তাঁর বুথ এজেন্টকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court)।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (police security to BJP candidate) সুদীপ কুশারী পুলিশি নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । হাইকোর্টে তাঁর বক্তব্য, তিনি পৌরভোটে কোনও রকম প্রচার করতে পারেননি । তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে । বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন: Netai mass killing case: 5 এপ্রিলের মধ্যে নেতাই গণহত্যার তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ সিবিআই-কে

তিনি আরও জানান, কমিশন নির্দিষ্ট এলাকার বাসিন্দাকেই সংশ্লিষ্ট এলাকায় পোলিং এজেন্ট হিসেবে রাখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে । কিন্তু সেখানে কোনও এজেন্ট পাওয়া যাচ্ছে না । বিচারপতি নির্দেশ দেন, পোলিং এজেন্টকেও নিরাপত্তা দিতে হবে পুলিশকে । কে এজেন্ট হবেন, তাঁর নাম ঠিক করে বিকেল 5টার মধ্যে সেই নাম স্থানীয় থানায় জানানোর কথা ওই প্রার্থীর ।

আরও পড়ুন: Presidency Jail missing prisoner case : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

কলকাতা, 25 ফেব্রুয়ারি: পৌরভোটে (Bengal civic polls 2022) পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি প্রার্থী ও তাঁর বুথ এজেন্টকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court)।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (police security to BJP candidate) সুদীপ কুশারী পুলিশি নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । হাইকোর্টে তাঁর বক্তব্য, তিনি পৌরভোটে কোনও রকম প্রচার করতে পারেননি । তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে । বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন: Netai mass killing case: 5 এপ্রিলের মধ্যে নেতাই গণহত্যার তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ সিবিআই-কে

তিনি আরও জানান, কমিশন নির্দিষ্ট এলাকার বাসিন্দাকেই সংশ্লিষ্ট এলাকায় পোলিং এজেন্ট হিসেবে রাখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে । কিন্তু সেখানে কোনও এজেন্ট পাওয়া যাচ্ছে না । বিচারপতি নির্দেশ দেন, পোলিং এজেন্টকেও নিরাপত্তা দিতে হবে পুলিশকে । কে এজেন্ট হবেন, তাঁর নাম ঠিক করে বিকেল 5টার মধ্যে সেই নাম স্থানীয় থানায় জানানোর কথা ওই প্রার্থীর ।

আরও পড়ুন: Presidency Jail missing prisoner case : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.