ETV Bharat / state

BJP Campaign in Bengal: প্রতিটি বুথে 50 শতাংশ ভোট চাই! আজ শুরু বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান - সরল অ্যাপ

রাজ্যজুড়ে বিজেপির সশক্তিকরণ অভিযান শুরু হচ্ছে ৷ বুথে বুথে ঘুরবেন কর্মী থেকে শুরু করে নেতারা ৷ বঙ্গে নির্বাচনী সাফল্য পেতে মরিয়া বিজেপি (BJP targets Panchayat Election 2023 and Loksabha Election 2024) ৷

BJP in Bengal
বঙ্গ বিজেপি
author img

By

Published : Mar 12, 2023, 7:33 AM IST

Updated : Mar 12, 2023, 8:56 AM IST

বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান নিয়ে জানালেন সহ-সভাপতি দিলীপ ঘোষ

কলকাতা, 12 মার্চ: পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ৷ তারপরই লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে ৷ তাই রাজ্যে ছড়িয়ে থাকা বুথ স্তরের কর্মীদের সঙ্গে জন সংযোগ বাড়াতে এবং তাঁদের সঙ্গে দলের রণকৌশল ঝালিয়ে নিতে আজ থেকে প্রতিটি বুথে 'বুথ সশক্তিকরণ অভিযান- আমার বুথ সবচেয়ে মজবুত' শুরু হচ্ছে ৷ এই কর্মসূচি চলবে আগামী 25 মার্চ পর্যন্ত (BJP Booth Sashaktikaran Abhiyaan starts from 12 March) ৷

মূলত নির্বাচনে ভালো ফলাফলের টার্গেটে বুথ স্তরে সমীক্ষা চালানো হবে ৷ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই কর্মসূচির উদ্বোধন করেন ৷ শুধু বাংলাতেই নয়, দেশের অন্য রাজ্যেও শুরু হয়েছে বুথ সশক্তিকরণ অভিযান ৷ জানা গিয়েছে, এই বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে রাখতে 'সরল' নামের একটি অ্যাপও তৈরি করা হয়েছে । এই অভিযানের অঙ্গ হিসেবে প্রতিটি বুথে একটি করে বুথ কমিটি গঠন করা হবে ৷ এই কমিটিতে বুথ সভাপতি ছাড়াও থাকবেন আরও 11 জন সদস্য ৷ এছাড়া প্রতিটি বুথে 20 জন পৃষ্ঠ প্রমুখ থাকবেন ৷ প্রতিটি বুথে এই 31 জন সদস্য বুথ সংক্রান্ত বিভিন্ন কাজের দ্বায়িত্বে থাকবেন ৷ এছাড়া বুথ সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হবে ৷

এই বিষয় রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, "14, 19 এবং 21 সালে বিজেপির যে বুথগুলি ছিল বা এখনও আছে, সেগুলিকে পুনরায় উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই জন্য বিজেপির রাজ্য নেতৃত্বরা বিভিন্ন বুথে যাবেন ৷ একেকটি বুথের ভার একেজন নেতৃত্বকে দেওয়া হয়েছে ৷ বুথের সদস্যদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক এবং নতুন সদস্য সংযোজন করার কাজ করা হবে ৷"

এই বিষয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, "এক বুথের কর্মী অন্য বুথের দায়িত্বে থাকবেন ৷ তাঁরা অন্য বুথে গিয়েও সমীক্ষা করবেন ৷ পার্টির কাজ করার একটা বিশেষ পদ্ধতি আছে ৷ এবার আমরা একটা টার্গেট নিয়ে এগোচ্ছি ৷ আমরা ঠিক করেছি, পশ্চিমবঙ্গে প্রত্যেক বুথে 51 শতাংশ ভোট টানতে হবেই ৷ গুজরাতেও এই মডেল রাখা হয়েছিল ৷ তাই সেখানে বিজেপি 53 শতাংশেরও বেশি ভোট পেয়েছে । 86 শতাংশেরও বেশি আসন পেয়েছে ৷ এখানেও এই রূপরেখা রাখা হয়েছে ৷ এই টার্গেট সামনে রেখেই আমরা এগোব ৷ অন্তত এভাবে চেষ্টা করা হবে ৷"

আরও পড়ুন: উত্তর-পূর্বে সাড়া জাগানোর পর কেরলেও কি এবার ফুটবে পদ্ম !

বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান নিয়ে জানালেন সহ-সভাপতি দিলীপ ঘোষ

কলকাতা, 12 মার্চ: পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ৷ তারপরই লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে ৷ তাই রাজ্যে ছড়িয়ে থাকা বুথ স্তরের কর্মীদের সঙ্গে জন সংযোগ বাড়াতে এবং তাঁদের সঙ্গে দলের রণকৌশল ঝালিয়ে নিতে আজ থেকে প্রতিটি বুথে 'বুথ সশক্তিকরণ অভিযান- আমার বুথ সবচেয়ে মজবুত' শুরু হচ্ছে ৷ এই কর্মসূচি চলবে আগামী 25 মার্চ পর্যন্ত (BJP Booth Sashaktikaran Abhiyaan starts from 12 March) ৷

মূলত নির্বাচনে ভালো ফলাফলের টার্গেটে বুথ স্তরে সমীক্ষা চালানো হবে ৷ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই কর্মসূচির উদ্বোধন করেন ৷ শুধু বাংলাতেই নয়, দেশের অন্য রাজ্যেও শুরু হয়েছে বুথ সশক্তিকরণ অভিযান ৷ জানা গিয়েছে, এই বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে রাখতে 'সরল' নামের একটি অ্যাপও তৈরি করা হয়েছে । এই অভিযানের অঙ্গ হিসেবে প্রতিটি বুথে একটি করে বুথ কমিটি গঠন করা হবে ৷ এই কমিটিতে বুথ সভাপতি ছাড়াও থাকবেন আরও 11 জন সদস্য ৷ এছাড়া প্রতিটি বুথে 20 জন পৃষ্ঠ প্রমুখ থাকবেন ৷ প্রতিটি বুথে এই 31 জন সদস্য বুথ সংক্রান্ত বিভিন্ন কাজের দ্বায়িত্বে থাকবেন ৷ এছাড়া বুথ সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেওয়া হবে ৷

এই বিষয় রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, "14, 19 এবং 21 সালে বিজেপির যে বুথগুলি ছিল বা এখনও আছে, সেগুলিকে পুনরায় উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই জন্য বিজেপির রাজ্য নেতৃত্বরা বিভিন্ন বুথে যাবেন ৷ একেকটি বুথের ভার একেজন নেতৃত্বকে দেওয়া হয়েছে ৷ বুথের সদস্যদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক এবং নতুন সদস্য সংযোজন করার কাজ করা হবে ৷"

এই বিষয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, "এক বুথের কর্মী অন্য বুথের দায়িত্বে থাকবেন ৷ তাঁরা অন্য বুথে গিয়েও সমীক্ষা করবেন ৷ পার্টির কাজ করার একটা বিশেষ পদ্ধতি আছে ৷ এবার আমরা একটা টার্গেট নিয়ে এগোচ্ছি ৷ আমরা ঠিক করেছি, পশ্চিমবঙ্গে প্রত্যেক বুথে 51 শতাংশ ভোট টানতে হবেই ৷ গুজরাতেও এই মডেল রাখা হয়েছিল ৷ তাই সেখানে বিজেপি 53 শতাংশেরও বেশি ভোট পেয়েছে । 86 শতাংশেরও বেশি আসন পেয়েছে ৷ এখানেও এই রূপরেখা রাখা হয়েছে ৷ এই টার্গেট সামনে রেখেই আমরা এগোব ৷ অন্তত এভাবে চেষ্টা করা হবে ৷"

আরও পড়ুন: উত্তর-পূর্বে সাড়া জাগানোর পর কেরলেও কি এবার ফুটবে পদ্ম !

Last Updated : Mar 12, 2023, 8:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.