ETV Bharat / state

Sukanta Majumdar: 2 হাজারের নোটে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল, অভিযোগ সুকান্তর - Mamata Majumdar

বালাসোরে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তৃণমূলের তরফে দেওয়া আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, 2 হাজারের নোটে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By

Published : Jun 6, 2023, 5:46 PM IST

কলকাতা, 6 জুন: বালাসোরে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকতে আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, 2000 টাকার নোটে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে বাংলার শাসক দলের তরফে ৷

এই নিয়ে এ দিন দু’টি টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ প্রথম টুইটে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বালুরঘাটের সাংসদ ৷ সেখানে কয়েকজন মহিলাকে দু’হাজার টাকার নোটের বান্ডিল নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ৷ সেই টুইটে সুকান্ত লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য করছেন রাজ্যের একজন মন্ত্রী । সাধুবাদ জানাই ।’’ এর পরই তিনি ভিডিয়োর প্রসঙ্গ তুলে লিখেছেন, ‘‘কিন্তু এপ্রসঙ্গে এই প্রশ্নটাও রাখছি, একসঙ্গে 2000 টাকার নোটে 2 লক্ষ টাকার বান্ডিলের উৎস কি ?’’

  • বর্তমানে 2000 টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে 2000 টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হলো না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি?

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরবিআই-এর তরফে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বরের পর 2 হাজার টাকার নোট আর বৈধ থাকবে না ৷ তার আগে ব্যাংকে গিয়ে সাধারণ মানুষকে 2 হাজার টাকার নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই ৷ পরের টুইটে সুকান্ত মজুমদার সেই প্রসঙ্গ তুলেছেন ৷ লিখেছেন, ‘‘বর্তমানে 2000 টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে ।’’

সেই সঙ্গে সুকান্ত প্রশ্ন তুলেছেন, ‘‘এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে 2000 টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হল না ?’’ প্রথম টুইটে টাকার উৎস নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেটাই ঘুরিয়ে আবারও তুলেছেন দ্বিতীয় টুইটে ৷ কার্যত অভিযোগ করেছেন যে দুর্নীতির টাকা তৃণমূল সাধারণ মানুষকে দিচ্ছে ৷ সুকান্ত লিখেছেন, ‘‘এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি ?’’

আরও পড়ুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ বীরভূমের দুই, পরিবারের ডিএনএ পরীক্ষা

কলকাতা, 6 জুন: বালাসোরে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকতে আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, 2000 টাকার নোটে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে বাংলার শাসক দলের তরফে ৷

এই নিয়ে এ দিন দু’টি টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ প্রথম টুইটে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বালুরঘাটের সাংসদ ৷ সেখানে কয়েকজন মহিলাকে দু’হাজার টাকার নোটের বান্ডিল নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ৷ সেই টুইটে সুকান্ত লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য করছেন রাজ্যের একজন মন্ত্রী । সাধুবাদ জানাই ।’’ এর পরই তিনি ভিডিয়োর প্রসঙ্গ তুলে লিখেছেন, ‘‘কিন্তু এপ্রসঙ্গে এই প্রশ্নটাও রাখছি, একসঙ্গে 2000 টাকার নোটে 2 লক্ষ টাকার বান্ডিলের উৎস কি ?’’

  • বর্তমানে 2000 টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে 2000 টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হলো না? দ্বিতীয়ত, এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি?

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, দিন কয়েক আগেই আরবিআই-এর তরফে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বরের পর 2 হাজার টাকার নোট আর বৈধ থাকবে না ৷ তার আগে ব্যাংকে গিয়ে সাধারণ মানুষকে 2 হাজার টাকার নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই ৷ পরের টুইটে সুকান্ত মজুমদার সেই প্রসঙ্গ তুলেছেন ৷ লিখেছেন, ‘‘বর্তমানে 2000 টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে ।’’

সেই সঙ্গে সুকান্ত প্রশ্ন তুলেছেন, ‘‘এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে 2000 টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হল না ?’’ প্রথম টুইটে টাকার উৎস নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেটাই ঘুরিয়ে আবারও তুলেছেন দ্বিতীয় টুইটে ৷ কার্যত অভিযোগ করেছেন যে দুর্নীতির টাকা তৃণমূল সাধারণ মানুষকে দিচ্ছে ৷ সুকান্ত লিখেছেন, ‘‘এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি ?’’

আরও পড়ুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ বীরভূমের দুই, পরিবারের ডিএনএ পরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.