ETV Bharat / state

Sukanta Majumdar: নাম পরিবর্তন হলেই মনোভাব বদলায় না, বিরোধী জোটকে কটাক্ষ সুকান্তর

author img

By

Published : Jul 19, 2023, 12:54 PM IST

বিজেপি বিরোধীদলগুলি মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে ৷ সেই জোট নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, জোটের নেতা কে হবেন, তা নিয়েও ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar

কলকাতা, 19 জুলাই: বিজেপি বিরোধী জোটকে কটাক্ষ করে টুইট করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার ওই টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যে ভিডিয়োর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, রাবণের দহন করা হয়, বাছাই করা হয় না ৷ নেতা না থাকলে নীতি চলে না ৷ নাম বদলে দিলেই মনোভাব বদলে যায় না ৷

বেঙ্গালুরুতে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ঘোষণা: মঙ্গলবার বেঙ্গালুরুতে বসেছিল বিজেপি বিরোধী জোটের বৈঠক ৷ সেই বৈঠকে চূড়ান্ত হয় জোটের নতুন নাম ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, এই জোটের নাম হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ৷ সংক্ষেপে ইন্ডিয়া ৷ দেশের নামকেই পুঁজি করে যে এবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করবে বিরোধীরা, তা বৈঠকে উপস্থিত একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীর বক্তব্যে উঠে এসেছে ৷

বিরোধীদের নেতা কে হবেন: জোটের নাম চূড়ান্ত হয়েছে ৷ জোটের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কো-অর্ডিনেশন কমিটি তৈরি, কার্যালয় তৈরি, পরবর্তী বৈঠকের স্থান চূড়ান্ত করা - সবই হয়েছে ৷ কিন্তু এখনও বিরোধীরা জানায়নি যে তাদের নেতা কে হবেন ? কে পরবর্তী লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবেন ? আর এই বিষয়টিকে সামনে রেখেই কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: 'বিরোধী জোট ক্ষমতালোভী, এনডিএ রামধনু'; এনডিএ বৈঠকে মন্তব্য মোদির

সুকান্ত মজুমদারের কটাক্ষ: এ দিন সুকান্ত মজুমদার যে ভিডিয়োটি টুইট করেছেন, তার বিষয়বস্তু থেকেই স্পষ্ট যে বিরোধী জোটে যে দলগুলি অংশগ্রহণ করেছে, তাদের সবাই নেতা ৷ প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান ৷ তাই এই জোট মানুষ মেনে নেবে না ৷ তাছাড়া আগের নাম বদলে নতুন নাম দিলেও এই নেতাদের মনোভাব তো বদল হবে না !

বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট: আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ মাস তিন আগে নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ ওই বৈঠকেই নীতীশকে বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রস্তাব দেন মমতা ৷ সেই মতো বিহারের পটনায় জুনের শেষের দিকে বিরোধীরা বৈঠকে বসে ৷ তার পর মঙ্গলবার তাদের তরফে দ্বিতীয় বৈঠক হল ৷ পরবর্তীতে মুম্বইয়ে বিরোধীরা তৃতীয় বৈঠকে বসতে চলেছে ৷

বিরোধী জোট নিয়ে বিজেপির অবস্থান: শুরু থেকেই এই জোট নিয়ে কটাক্ষ করছে বিজেপি ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জোটকে দুর্নীতিগ্রস্তদের জোট বলে কটাক্ষ করেছেন ৷ প্রথম বৈঠকের পর মধ্যপ্রদেশের ভোপালের একটি সভা থেকে বিরোধীদের নিশানা করেছিলেন তিনি ৷ মঙ্গলবার প্রথমে বিজেপির একটি সভায় ও পরে এনডিএ-র বৈঠকে মোদি সরাসরি তোপ দাগেন বিরোধী জোটের বিরুদ্ধে ৷ সেই আক্রমণের রেশ ধরেই বুধবার ভিডিয়ো টুইট করে বিরোধীদের জোটকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: বাংলায় প্রশ্নের মুখে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ঐক্য

কলকাতা, 19 জুলাই: বিজেপি বিরোধী জোটকে কটাক্ষ করে টুইট করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার ওই টুইটে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যে ভিডিয়োর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, রাবণের দহন করা হয়, বাছাই করা হয় না ৷ নেতা না থাকলে নীতি চলে না ৷ নাম বদলে দিলেই মনোভাব বদলে যায় না ৷

বেঙ্গালুরুতে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ঘোষণা: মঙ্গলবার বেঙ্গালুরুতে বসেছিল বিজেপি বিরোধী জোটের বৈঠক ৷ সেই বৈঠকে চূড়ান্ত হয় জোটের নতুন নাম ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, এই জোটের নাম হতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ৷ সংক্ষেপে ইন্ডিয়া ৷ দেশের নামকেই পুঁজি করে যে এবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করবে বিরোধীরা, তা বৈঠকে উপস্থিত একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীর বক্তব্যে উঠে এসেছে ৷

বিরোধীদের নেতা কে হবেন: জোটের নাম চূড়ান্ত হয়েছে ৷ জোটের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কো-অর্ডিনেশন কমিটি তৈরি, কার্যালয় তৈরি, পরবর্তী বৈঠকের স্থান চূড়ান্ত করা - সবই হয়েছে ৷ কিন্তু এখনও বিরোধীরা জানায়নি যে তাদের নেতা কে হবেন ? কে পরবর্তী লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবেন ? আর এই বিষয়টিকে সামনে রেখেই কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: 'বিরোধী জোট ক্ষমতালোভী, এনডিএ রামধনু'; এনডিএ বৈঠকে মন্তব্য মোদির

সুকান্ত মজুমদারের কটাক্ষ: এ দিন সুকান্ত মজুমদার যে ভিডিয়োটি টুইট করেছেন, তার বিষয়বস্তু থেকেই স্পষ্ট যে বিরোধী জোটে যে দলগুলি অংশগ্রহণ করেছে, তাদের সবাই নেতা ৷ প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান ৷ তাই এই জোট মানুষ মেনে নেবে না ৷ তাছাড়া আগের নাম বদলে নতুন নাম দিলেও এই নেতাদের মনোভাব তো বদল হবে না !

বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট: আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ মাস তিন আগে নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ ওই বৈঠকেই নীতীশকে বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রস্তাব দেন মমতা ৷ সেই মতো বিহারের পটনায় জুনের শেষের দিকে বিরোধীরা বৈঠকে বসে ৷ তার পর মঙ্গলবার তাদের তরফে দ্বিতীয় বৈঠক হল ৷ পরবর্তীতে মুম্বইয়ে বিরোধীরা তৃতীয় বৈঠকে বসতে চলেছে ৷

বিরোধী জোট নিয়ে বিজেপির অবস্থান: শুরু থেকেই এই জোট নিয়ে কটাক্ষ করছে বিজেপি ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জোটকে দুর্নীতিগ্রস্তদের জোট বলে কটাক্ষ করেছেন ৷ প্রথম বৈঠকের পর মধ্যপ্রদেশের ভোপালের একটি সভা থেকে বিরোধীদের নিশানা করেছিলেন তিনি ৷ মঙ্গলবার প্রথমে বিজেপির একটি সভায় ও পরে এনডিএ-র বৈঠকে মোদি সরাসরি তোপ দাগেন বিরোধী জোটের বিরুদ্ধে ৷ সেই আক্রমণের রেশ ধরেই বুধবার ভিডিয়ো টুইট করে বিরোধীদের জোটকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: বাংলায় প্রশ্নের মুখে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ঐক্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.