ETV Bharat / state

রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর - মমতা বন্দ্যোপাধ্যায়

Sukanta Majumdar: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ৷ সেদিন রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 1:56 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বাংলার নতুন প্রজন্মকে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে ওঠার সুযোগ করে দিতেই তিনি এই ছুটির দাবি করেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

আগামী সোমবার, 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকার সেখানকার স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে ৷ একাধিক বিজেপি শাসিত রাজ্যও সেই পথে হেঁটেছে ৷

Sukanta Majumdar sent letter to Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো সুকান্ত মজুমদারের চিঠি

পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চান একইরকম সিদ্ধান্ত নিক এই রাজ্যের সরকারও ৷ তাই তিনি রাজ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি দেওয়ার আবেদন জানিয়ে শুক্রবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ ওই চিঠিতে সুকান্ত লিখেছেন, ‘‘রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ ওই পবিত্র দিনে (রামলালার প্রাণ প্রতিষ্ঠা) সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন, তার জন্য সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হোক । ছুটি দেওয়ার অনুরোধ করা হোক বেসিরকারি প্রতিষ্ঠানকেও ।’’

কেন তিনি ছুটি দেওয়ার কথা বলছেন, সেই ব্যাখ্যাও রয়েছে চিঠিতে ৷ বিজেপির রাজ্য সভাপতি চিঠিতে লিখেছেন, ‘‘স্কুল, কলেজ বন্ধ রাখা হোক, যাতে বাংলার নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হতে পারে ।’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্য সরকারি ছুটিতে নতুন যে সংযোজনগুলি হয়েছে, সেগুলিও উল্লেখ করেছেন তিনি ৷ চিঠিতে সুকান্ত লিখেছেন, ‘‘বাংলায় আপনি অনেক নতুন তিথি, পরব, জন্মদিবসকে স্থায়ী সরকারি ছুটির আওতায় এনেছেন । চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে ।’’

পরে চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সুকান্ত মজুমদার ৷ ওই পোস্টে তিনি লেখেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী 22 জানুয়ারির পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন ৷ এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে, যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে ৷’’

এছাড়া মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাম মন্দিরের জন্য লড়াই, তাতে বাংলার অংশগ্রহণ, বাংলার দুই যুবকের প্রাণ যাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার ৷ চিঠির শেষে বিজেপির এই সাংসদ লিখেছেন, ‘‘ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আপনার ও সকলের মঙ্গল কামনা করি ।’’

তবে এই নিয়ে এখনও রাজ্য সরকারের কোনও বক্তব্য মেলেনি ৷ এখন দেখার রাজ্য সরকার সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দেয় নাকি তা নাকচ করে দেয় !

কলকাতা, 19 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণার দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বাংলার নতুন প্রজন্মকে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে ওঠার সুযোগ করে দিতেই তিনি এই ছুটির দাবি করেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

আগামী সোমবার, 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই অনুষ্ঠান উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকার সেখানকার স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে ৷ একাধিক বিজেপি শাসিত রাজ্যও সেই পথে হেঁটেছে ৷

Sukanta Majumdar sent letter to Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো সুকান্ত মজুমদারের চিঠি

পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চান একইরকম সিদ্ধান্ত নিক এই রাজ্যের সরকারও ৷ তাই তিনি রাজ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি দেওয়ার আবেদন জানিয়ে শুক্রবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ ওই চিঠিতে সুকান্ত লিখেছেন, ‘‘রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ ওই পবিত্র দিনে (রামলালার প্রাণ প্রতিষ্ঠা) সকলে যাতে উৎসবে সামিল হতে পারেন, তার জন্য সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হোক । ছুটি দেওয়ার অনুরোধ করা হোক বেসিরকারি প্রতিষ্ঠানকেও ।’’

কেন তিনি ছুটি দেওয়ার কথা বলছেন, সেই ব্যাখ্যাও রয়েছে চিঠিতে ৷ বিজেপির রাজ্য সভাপতি চিঠিতে লিখেছেন, ‘‘স্কুল, কলেজ বন্ধ রাখা হোক, যাতে বাংলার নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হতে পারে ।’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্য সরকারি ছুটিতে নতুন যে সংযোজনগুলি হয়েছে, সেগুলিও উল্লেখ করেছেন তিনি ৷ চিঠিতে সুকান্ত লিখেছেন, ‘‘বাংলায় আপনি অনেক নতুন তিথি, পরব, জন্মদিবসকে স্থায়ী সরকারি ছুটির আওতায় এনেছেন । চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে ।’’

পরে চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সুকান্ত মজুমদার ৷ ওই পোস্টে তিনি লেখেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী 22 জানুয়ারির পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন ৷ এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে, যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে ৷’’

এছাড়া মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাম মন্দিরের জন্য লড়াই, তাতে বাংলার অংশগ্রহণ, বাংলার দুই যুবকের প্রাণ যাওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার ৷ চিঠির শেষে বিজেপির এই সাংসদ লিখেছেন, ‘‘ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আপনার ও সকলের মঙ্গল কামনা করি ।’’

তবে এই নিয়ে এখনও রাজ্য সরকারের কোনও বক্তব্য মেলেনি ৷ এখন দেখার রাজ্য সরকার সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দেয় নাকি তা নাকচ করে দেয় !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.