ETV Bharat / state

কোরোনা সংক্রমণ নিয়ে উদাসীন রাজ্য সরকার, অভিযোগ দিলীপ ঘোষের - cororna virus

দিলীপ ঘোষের দাবি, রাজ্যে 10জন কোরোনায় মারা গিয়েছে । কিন্তু রাজ্য সরকার মৃত বা আক্রান্তদের বিষয়ে তথ্য লুকোচ্ছে ।

Dilip Ghosh
Dilip Ghosh
author img

By

Published : Apr 9, 2020, 11:31 PM IST

কলকাতা, 9 এপ্রিল: রাজ্য সরকার কোরোনা নিয়ে তথ্য লুকোতে ব্যস্ত । কোয়ারান্টাইন সেন্টারগুলির বেহাল দশা । সেন্টারগুলি থেকে পালিয়ে যাচ্ছে লোক । রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এরকমই একাধিক অভিযোগ করলেন BJP- র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

কোরোনা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলীপ ঘোষ বলেন,"কালিম্পংয়ে সরকারি হাসপাতালে একজন মারা গিয়েছে । সেখান থেকে সংক্রমণ হয়েছে ওই হাসপাতালের CMOH -এর । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ও নার্স অসুস্থ । হাওড়া জেনেরাল হাসপাতালের সুপার অসুস্থ । হাওড়া জেলা হাসপাতালের সুপারকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এভাবে কতজন কোয়ারান্টাইনে আছেন তার কোনও ঠিক নেই । এই সেন্টারগুলির ব্যবস্থা ঠিকঠাক নেই ।"

তাঁর আরও অভিযোগ, "কোয়ারান্টাইন সেন্টার থেকে বেশ কয়েকজন পালিয়ে গিয়েছে । নিউটাউন সেন্টার থেকেও দুইজন পালিয়ে গিয়েছিল । তাদের রাজাবাজার ও বেলেঘাটা থেকে ধরে নিয়ে আসা হয়েছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যারা পালিয়ে গিয়েছিলও তাদেরও ধরে নিয়ে আসা হয়েছে । রাজ্য সরকার কোরোনা সংক্রমণ নিয়ে কতটা উদাসীন তা এই ঘটনাগুলি থেকেই প্রমাণিত । রাজ্য সরকার শুধু তথ্য লুকাতে ব্যস্ত । ডাক্তার ও সরকারি অফিসারের কোনও কিছু বলার অধিকার নেই। একটা লোক দেখানো কমিটি তৈরি করে দিয়েছে । তারাই বলবে কে কোরোনায় মারা গিয়েছে । "

তাঁর দাবি, "রাজ্যে কোরোনায় প্রায় 10 জন মারা গিয়েছে । সরকার তাদের টেস্ট করেনি । এত লোক মারা গেলেও সরকারের কোনও হুঁশ নেই ।"

কলকাতা, 9 এপ্রিল: রাজ্য সরকার কোরোনা নিয়ে তথ্য লুকোতে ব্যস্ত । কোয়ারান্টাইন সেন্টারগুলির বেহাল দশা । সেন্টারগুলি থেকে পালিয়ে যাচ্ছে লোক । রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এরকমই একাধিক অভিযোগ করলেন BJP- র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

কোরোনা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলীপ ঘোষ বলেন,"কালিম্পংয়ে সরকারি হাসপাতালে একজন মারা গিয়েছে । সেখান থেকে সংক্রমণ হয়েছে ওই হাসপাতালের CMOH -এর । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ও নার্স অসুস্থ । হাওড়া জেনেরাল হাসপাতালের সুপার অসুস্থ । হাওড়া জেলা হাসপাতালের সুপারকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এভাবে কতজন কোয়ারান্টাইনে আছেন তার কোনও ঠিক নেই । এই সেন্টারগুলির ব্যবস্থা ঠিকঠাক নেই ।"

তাঁর আরও অভিযোগ, "কোয়ারান্টাইন সেন্টার থেকে বেশ কয়েকজন পালিয়ে গিয়েছে । নিউটাউন সেন্টার থেকেও দুইজন পালিয়ে গিয়েছিল । তাদের রাজাবাজার ও বেলেঘাটা থেকে ধরে নিয়ে আসা হয়েছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যারা পালিয়ে গিয়েছিলও তাদেরও ধরে নিয়ে আসা হয়েছে । রাজ্য সরকার কোরোনা সংক্রমণ নিয়ে কতটা উদাসীন তা এই ঘটনাগুলি থেকেই প্রমাণিত । রাজ্য সরকার শুধু তথ্য লুকাতে ব্যস্ত । ডাক্তার ও সরকারি অফিসারের কোনও কিছু বলার অধিকার নেই। একটা লোক দেখানো কমিটি তৈরি করে দিয়েছে । তারাই বলবে কে কোরোনায় মারা গিয়েছে । "

তাঁর দাবি, "রাজ্যে কোরোনায় প্রায় 10 জন মারা গিয়েছে । সরকার তাদের টেস্ট করেনি । এত লোক মারা গেলেও সরকারের কোনও হুঁশ নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.