ETV Bharat / state

Kasba vaccine controversy : ফিরহাদের পদত্যাগ দাবি দিলীপের

author img

By

Published : Jun 25, 2021, 9:20 PM IST

Updated : Jun 25, 2021, 10:09 PM IST

কসবা ভ্যাকসিন কেলেঙ্কারি কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম জড়িয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার তালতলার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে দেবাঞ্জন দেবের নাম দেখতে পান স্থানীয়রা ।

Dilip Ghosh
Dilip Ghosh

কলকাতা, 25 জুন : ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, কলকাতা পৌরনিগমের যিনি প্রশাসক রয়েছেন তিনি সবই জানতেন ৷ তাঁরা সবাই এর সঙ্গে যুক্ত আছে । তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত ।

আজ বিজেপি সদর কার্যালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "সরকারি জায়গাতে কলকাতা কর্পোরেশনের নিজের জায়গায় ক্যাম্প হচ্ছে । একজন সাংসদ গিয়ে টিকা নিচ্ছেন । অথচ কেউ এই বিষয়ে জানেন না এটাও মানতে হবে ।" ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে দিলীপ ঘোষ বলেন, সত্য সামনে আনতে হলে সিবিআই তদন্তের প্রয়োজন ৷ সিবিআই তদন্ত না হলে ভ্যাকসিন নিয়ে যে কেলেঙ্কারি চলছে সেটা সামনে আসবে না ।

কসবা ভ্যাকসিন কেলেঙ্কারি কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম জড়িয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার তালতলার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে দেবাঞ্জন দেবের নাম দেখতে পান স্থানীয়রা । রবীন্দ্রমূর্তির ফলক অনুযায়ী, ভুয়ো আইএএস দেবাঞ্জনের সঙ্গে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বড় বড় নেতারা ৷ এই বিষয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেহুল চোক্সি ও নীরব মোদির ছবি দেখা গিয়েছে ৷ তাহলে প্রধানমন্ত্রী কি তাদের সঙ্গে যুক্ত ?"

ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য

আরও পড়ুন : কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ফিরহাদের এই মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, "উনি কি নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন ? এতদিনের কেলেঙ্কারির কথা সবাই জানত ৷ কিন্তু এতদিন ভয় দেখিয়ে আটকে রেখেছিল । সেই ঘটনা প্রকাশ্যে এসেছে । যিনি পৌরনিগমের দায়িত্বে রয়েছেন তাঁর চোখ এড়িয়ে কর্পোরেশনের মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে ৷ একজন ব্যক্তি কলকাতা কর্পোরেশনের সঙ্গে প্রতারণা করে এই ধরনের কাজ করেছে । ভ্যাকসিনের নামে মানুষকে জল দিয়েছে ।"

কলকাতা, 25 জুন : ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, কলকাতা পৌরনিগমের যিনি প্রশাসক রয়েছেন তিনি সবই জানতেন ৷ তাঁরা সবাই এর সঙ্গে যুক্ত আছে । তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত ।

আজ বিজেপি সদর কার্যালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "সরকারি জায়গাতে কলকাতা কর্পোরেশনের নিজের জায়গায় ক্যাম্প হচ্ছে । একজন সাংসদ গিয়ে টিকা নিচ্ছেন । অথচ কেউ এই বিষয়ে জানেন না এটাও মানতে হবে ।" ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে দিলীপ ঘোষ বলেন, সত্য সামনে আনতে হলে সিবিআই তদন্তের প্রয়োজন ৷ সিবিআই তদন্ত না হলে ভ্যাকসিন নিয়ে যে কেলেঙ্কারি চলছে সেটা সামনে আসবে না ।

কসবা ভ্যাকসিন কেলেঙ্কারি কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম জড়িয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার তালতলার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে দেবাঞ্জন দেবের নাম দেখতে পান স্থানীয়রা । রবীন্দ্রমূর্তির ফলক অনুযায়ী, ভুয়ো আইএএস দেবাঞ্জনের সঙ্গে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বড় বড় নেতারা ৷ এই বিষয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেহুল চোক্সি ও নীরব মোদির ছবি দেখা গিয়েছে ৷ তাহলে প্রধানমন্ত্রী কি তাদের সঙ্গে যুক্ত ?"

ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য

আরও পড়ুন : কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

ফিরহাদের এই মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, "উনি কি নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন ? এতদিনের কেলেঙ্কারির কথা সবাই জানত ৷ কিন্তু এতদিন ভয় দেখিয়ে আটকে রেখেছিল । সেই ঘটনা প্রকাশ্যে এসেছে । যিনি পৌরনিগমের দায়িত্বে রয়েছেন তাঁর চোখ এড়িয়ে কর্পোরেশনের মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে ৷ একজন ব্যক্তি কলকাতা কর্পোরেশনের সঙ্গে প্রতারণা করে এই ধরনের কাজ করেছে । ভ্যাকসিনের নামে মানুষকে জল দিয়েছে ।"

Last Updated : Jun 25, 2021, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.