ETV Bharat / state

GST in Online Gaming: রাজ্যের চাপেই অনলাইন গেমিং-ক্যাসিনো-ঘোড়দৌড়ে 28%, জিএসটি সংশোধনী পাশ বিধানসভায় - অনলাইন গেমিং

28% GST in online gaming, cassino and horse racing: জিএসটি সংক্রান্ত সংশোধনী বৃহস্পতিবার পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায় ৷ রাজ্যের চাপেই অনলাইন গেমিং, ক্যাসিনো ও ঘোড়দৌড়ে বসছে 28 শতাংশ জিএসটি ৷

Assembly
রাজ্য বিধানসভা
author img

By

Published : Aug 3, 2023, 8:10 PM IST

কলকাতা, 3 অগস্ট: নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সঙ্গে সংঘাত যেখানে রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সেখানে অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড়দৌড় ও অনলাইন লটারির মতো ক্ষেত্রে 28% জিএসটির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার 100 শতাংশ সমর্থন করছে । এ ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্য গোয়া, সিকিম অথবা কেজরিওয়ালের দিল্লি যখন উলটো অবস্থানে দাঁড়িয়ে, তখনই যোগীরাজ্য উত্তরপ্রদেশ এবং মমতার বাংলা এই জিএসটিকে পূর্ণ সমর্থন করল ।

এই দুই রাজ্য তীব্র প্রতিবাদ করে কেন্দ্রকে এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে ৷ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বসে এ কথাই জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

এ দিন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেন অর্থমন্ত্রী । সেখানে তিনি বলেন, "অনলাইন গেমিং ক্যাসিনো ও ঘোড়দৌড়ের মতো ক্ষেত্রগুলির একটা সামাজিক কুপ্রভাব রয়েছে । তাই আমাদের যুক্তি ছিল এইগুলি এ ভাবে খোলাখুলি ভাবে করতে দেওয়া উচিত নয় । এর উপর নির্দিষ্ট জিএসটি বসা উচিত ।"

আরও পড়ুন: কয়েকমাসের মধ্যেই খুলবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, বিধানসভায় জানালেন ফিরহাদ

তিনি এও বলেন, "আমরা সাম্প্রতিক সময়ে শিশুদের অনলাইন গেমিং-এর উপর আসক্তির কিছু উদাহরণ দেখেছি । তাই এ গুলি থেকে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ।"

তাঁর কথায়, "শুধু পশ্চিমবঙ্গ নয়, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারও নির্মলা সীতারামনের আনা অনলাইন গেমিং, ক্যাসিনো ও লটারির মতো বিষয়ের উপর 28 শতাংশ জিএসটির পক্ষে সওয়াল করেছে । গোটা দেশের কাছে আবার প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আজ যা ভাবে, গোটা দেশ তা অনুসরণ করে ।"

প্রসঙ্গত, এ দিন বিধানসভায় জিএসটি নিয়ে আনা সংশোধনীতে বলা হয়েছে, এতদিন পর্যন্ত হস্তশিল্প ও তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা বাত্‍সরিক ব্যবসার পরিমাণ 20 লক্ষ টাকা পর্যন্ত হলে, তাঁরা কর ছাড় পেতেন । এ বার থেকে তা বেড়ে হচ্ছে 40 লক্ষ টাকা । এ দিন অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কর ফাঁকি রুখতেও কঠোর হচ্ছে রাজ্য সরকার । আগে ফাঁকির পরিমাণ এক কোটি হলে তা শাস্তিযোগ্য অপরাধ ছিল । এখন সেটা বাড়িয়ে 2 কোটি করা হয়েছে । এ ছাড়া এ দিন মন্ত্রী জানিয়েছেন, জিএসটি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে কলকাতায় তৈরি হচ্ছে আলাদা বেঞ্চ ।

কলকাতা, 3 অগস্ট: নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সঙ্গে সংঘাত যেখানে রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, সেখানে অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড়দৌড় ও অনলাইন লটারির মতো ক্ষেত্রে 28% জিএসটির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার 100 শতাংশ সমর্থন করছে । এ ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্য গোয়া, সিকিম অথবা কেজরিওয়ালের দিল্লি যখন উলটো অবস্থানে দাঁড়িয়ে, তখনই যোগীরাজ্য উত্তরপ্রদেশ এবং মমতার বাংলা এই জিএসটিকে পূর্ণ সমর্থন করল ।

এই দুই রাজ্য তীব্র প্রতিবাদ করে কেন্দ্রকে এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে ৷ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বসে এ কথাই জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

এ দিন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেন অর্থমন্ত্রী । সেখানে তিনি বলেন, "অনলাইন গেমিং ক্যাসিনো ও ঘোড়দৌড়ের মতো ক্ষেত্রগুলির একটা সামাজিক কুপ্রভাব রয়েছে । তাই আমাদের যুক্তি ছিল এইগুলি এ ভাবে খোলাখুলি ভাবে করতে দেওয়া উচিত নয় । এর উপর নির্দিষ্ট জিএসটি বসা উচিত ।"

আরও পড়ুন: কয়েকমাসের মধ্যেই খুলবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা, বিধানসভায় জানালেন ফিরহাদ

তিনি এও বলেন, "আমরা সাম্প্রতিক সময়ে শিশুদের অনলাইন গেমিং-এর উপর আসক্তির কিছু উদাহরণ দেখেছি । তাই এ গুলি থেকে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ।"

তাঁর কথায়, "শুধু পশ্চিমবঙ্গ নয়, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারও নির্মলা সীতারামনের আনা অনলাইন গেমিং, ক্যাসিনো ও লটারির মতো বিষয়ের উপর 28 শতাংশ জিএসটির পক্ষে সওয়াল করেছে । গোটা দেশের কাছে আবার প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আজ যা ভাবে, গোটা দেশ তা অনুসরণ করে ।"

প্রসঙ্গত, এ দিন বিধানসভায় জিএসটি নিয়ে আনা সংশোধনীতে বলা হয়েছে, এতদিন পর্যন্ত হস্তশিল্প ও তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা বাত্‍সরিক ব্যবসার পরিমাণ 20 লক্ষ টাকা পর্যন্ত হলে, তাঁরা কর ছাড় পেতেন । এ বার থেকে তা বেড়ে হচ্ছে 40 লক্ষ টাকা । এ দিন অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কর ফাঁকি রুখতেও কঠোর হচ্ছে রাজ্য সরকার । আগে ফাঁকির পরিমাণ এক কোটি হলে তা শাস্তিযোগ্য অপরাধ ছিল । এখন সেটা বাড়িয়ে 2 কোটি করা হয়েছে । এ ছাড়া এ দিন মন্ত্রী জানিয়েছেন, জিএসটি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে কলকাতায় তৈরি হচ্ছে আলাদা বেঞ্চ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.