কলকাতা, 7 নভেম্বর : টালা ব্রিজের পর এবার বেলগাছিয়া ব্রিজ । বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছিল অনেক আগেই । সেই রিপোর্ট বলছে, ভারবহন ক্ষমতা কমেছে বেলগাছিয়া ব্রিজের । অবিলম্বে ওই ব্রিজের পিচের পুরু আস্তরণ তুলে ফেলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি । এই বিষয়ে কমিটির পরামর্শ মেনেও নিয়েছে নবান্ন । রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব বেলগাছিয়া ব্রিজের পিচের আস্তরণ কমানো হবে । ডাকা হয়েছে টেন্ডার । তবে পরবর্তী পদক্ষেপ কী? তা এখনও জানা যায়নি ৷
পিচের উপর পিচ । কোনও ভাবনা চিন্তা ছাড়াই কলকাতার বেশিরভাগ উড়ালপুলে এভাবেই হয়েছে রাস্তা সারাইয়ের কাজ । কখনও ভাবাই হয়নি এভাবে দিনের পর দিন কাজ করার ফলে ব্রিজের ভার বাড়ছে । ফলে একটু একটু করে সমস্যা তৈরি হচ্ছে কলকাতার উড়ালপুলগুলিতে । চারদিন বন্ধ রেখে শিয়ালদা উড়ালপুলের পরীক্ষা-নিরীক্ষা করার পর বিশেষজ্ঞদের পরামর্শ ছিল, পিচের মোটা আস্তরণ তুলে ফেলতে হবে । বেলগাছিয়া ব্রিজের ক্ষেত্রেও একই পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি । তাদের পরামর্শ, পিচ এমনভাবে তুলতে হবে যাতে ব্রিজে কোনওভাবে ভাইব্রেশন না হয় । এর জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে কমিটি ।
বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে ইতিমধ্যেই বেলগাছিয়া ব্রিজের ভার কমানোর জন্য ডাকা হয়েছে টেন্ডার । সেটাও মাসখানেক আগের ঘটনা । ইতিমধ্যে, টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই কারণে বেলগাছিয়া ব্রিজের উপর দিয়ে বেড়েছে যান চলাচল । এতে ক্ষতির আশঙ্কাই দেখছেন এলাকাবাসীরা । তাঁরা চাইছেন, অবিলম্বে শুরু হোক বেলগাছিয়া ব্রিজ সংস্কারের কাজ । না হলে পরিণাম ভয়ংকর হতে পারে ৷