কলকাতা, 4 নভেম্বর: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার (Dengue Claims Doctor Life)। তাঁর বয়স হয়েছিল 42 বছর । ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ছয় দিন ধরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি (Beleghata ID Hospital Assistant Superintendent)। আজ সকাল 10.30টা নাগাদ তাঁর মৃত্যু হয় । হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন সাঁকরাইলের বাসিন্দা অনির্বাণ হাজরা । তিন বছরের একটি মেয়ে রয়েছে তাঁর ।
হাসপাতাল সূত্রে খবর, ভাইফোঁটার পর থেকে জ্বরে ভুগছিলেন অনির্বাণ হাজরা । নভেম্বর মাসের 1 তারিখ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন তিনি । বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে । প্লেটলেট নেমে আসে 16 হাজারে । এরপর প্লেটলেট ট্রান্সফিউশনের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ।
তবে শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় । হৃদযন্ত্র এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দেয় । দ্রুত তাঁকে সিসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি । আজ সকাল 10.30টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
আরও পড়ুন: চলতি বছরে রেকর্ড ডেঙ্গি সংক্রমণ, ভয় ধরাচ্ছে কলকাতার পরিসংখ্যান
শহরের ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের যে অভ্যন্তরীণ রিপোর্টের বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত 2 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন 48 হাজার 57 জন । গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন 5 হাজার 396 জন । স্বাস্থ্য আধিকারিকেরা জানিয়েছে, বিগত বছরগুলির মোট আক্রান্তের রেকর্ড ভেঙে গিয়েছে চলতি বছরে ৷
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যে ডেঙ্গি পজিটিভিটি রেট 12.7 শতাংশ । অর্থাৎ ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা প্রতি 100 জনের মধ্যে 12 জনেরও বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত । এর মধ্যে কলকাতায় ডেঙ্গির পজিটিভিটি রেট হল 24.8 শতাংশ ।