ETV Bharat / state

করোনার সেকেন্ড ওয়েভ শুরু হতেই রাজ্যে ক্রিটিক্যাল কেয়ারের বেড সঙ্কট

author img

By

Published : Apr 11, 2021, 9:20 PM IST

Updated : Apr 11, 2021, 9:33 PM IST

শুধুমাত্র ক্রিটিক্যাল কেয়ার অর্থাৎ, আইসিইউ-এর বেডের সঙ্কট নয় । কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য জেনেরাল বেডেরও সংকট দেখা দিয়েছে ।

ক্রিটিক্যাল কেয়ারের বেড সংকট
ক্রিটিক্যাল কেয়ারের বেড সংকট

কলকাতা, 11 এপ্রিল : করোনার সেকেন্ড ওয়েভে যেভাবে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, তার জেরে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে বেডের সঙ্কট দেখা দিয়েছে । সেকেন্ড ওয়েভের শুরুতেই এভাবে সংকট দেখা দেওয়ার কারণে, এর পরে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে ওই সব হাসপাতালের কর্তৃপক্ষ আশঙ্কায় রয়েছে বলে জানানো হয়েছে।

আজ স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4398 জন । গতকাল সংক্রমণের সংখ্যা ছিল 4043 ‌। করোনার সেকেন্ড ওয়েভে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি এ রাজ্যেও দ্রুত বেড়ে চলেছে সংক্রমণ ‌। যার জেরে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সংখ্যাও ক্রমে আরও বেড়ে চলেছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে বেডের সংকট দেখা দিয়েছে । এর ফলে, আইসিইউ বেডের প্রয়োজন, এমন বিভিন্ন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানা গিয়েছে । চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে এরই মধ্যে করোনা রোগীদের জন্য আইসিইউ-এর বেডের সংকট দেখা দিয়েছে । পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে ।"

তবে, শুধুমাত্র ক্রিটিক্যাল কেয়ার অর্থাৎ, আইসিইউ-এর বেডের সঙ্কট নয় । কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য জেনেরাল বেডেরও সঙ্কট দেখা দিয়েছে । পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ সুদীপ্ত মিত্র বলেন, "আমাদের এখানে করোনা রোগীদের চিকিৎসার জন্য 50 টি বেড রয়েছে। এর মধ্যে 7 টি বেড আইসিইউ-এর । সব বেড ভর্তি হয়ে গিয়েছে ।" রবিবার তিনি বলেন, "বেড না থাকার কারণে এদিন অন্তত পাঁচ জন করোনা রোগীকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি ।"

বেসরকারি একটি হাসপাতাল গোষ্ঠীর ঢাকুরিয়া, মুকুন্দপুর এবং সল্টলেকের হাসপাতাল মিলিয়ে করোনা রোগীদের জন্য 142 টি বেড রয়েছে । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঢাকুরিয়া মুকুন্দপুর এবং সল্টলেকের এই তিনটি হাসপাতালের 142 টি বেডের মধ্যে 53 টি আইসিইউ-এর বেড রয়েছে । এই সব বেডই এখন ভর্তি হয়ে গিয়েছে‌।

আরও পড়ুন : করোনা, দোসর ভোট ; রাজ্যে আরও তীব্র হচ্ছে রক্ত সঙ্কট

কলকাতার অন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালেও কম-বেশি একই ধরনের অবস্থা‌। এই ধরনের পরিস্থিতির জেরে বেসরকারি হাসপাতালগুলিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । কিন্তু কীভাবে করোনার জন্য আরও বেড বাড়ানো সম্ভব হবে, তা নিয়ে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে । কারণ, গত বছর লকডাউনের কারণে বিভিন্ন হাসপাতালে নন-কোভিড রোগীদের ভিড় ছিল না । তখন করোনা রোগীদের জন্য দ্রুত বেডের অবস্থা করা সম্ভব হয়েছিল । এই বছর করোনার সেকেন্ড ওয়েভে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে । এদিকে, বিভিন্ন হাসপাতালে নন-কোভিড রোগীদেরও ভিড় রয়েছে । ফলে, কীভাবে করোনা রোগীদের চিকিৎসার জন্য ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পাশাপাশি জেনেরাল বিভাগের বেডও বাড়ানো সম্ভব হবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ ।

যদিও, কীভাবে করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে, সেই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তাও চলছে। কোনও কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনও ভাবনা-চিন্তা চলছে, এ ক্ষেত্রে একদিকে যেমন নতুন ওয়ার্ড তৈরি করা যেতে পারে। তেমনই অন্যদিকে, যে সব নন-কোভিড রোগীর চিকিৎসা কিছু দিন পরেও করা যেতে পারে, তেমন রোগীদের ওয়ার্ডে করোনা রোগীদের জন্য বেডের ব্যবস্থা করা যেতে পারে । তবে, কোনও কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কলকাতা, 11 এপ্রিল : করোনার সেকেন্ড ওয়েভে যেভাবে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, তার জেরে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে বেডের সঙ্কট দেখা দিয়েছে । সেকেন্ড ওয়েভের শুরুতেই এভাবে সংকট দেখা দেওয়ার কারণে, এর পরে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সম্ভব হবে, তা নিয়ে ওই সব হাসপাতালের কর্তৃপক্ষ আশঙ্কায় রয়েছে বলে জানানো হয়েছে।

আজ স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4398 জন । গতকাল সংক্রমণের সংখ্যা ছিল 4043 ‌। করোনার সেকেন্ড ওয়েভে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি এ রাজ্যেও দ্রুত বেড়ে চলেছে সংক্রমণ ‌। যার জেরে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সংখ্যাও ক্রমে আরও বেড়ে চলেছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে বেডের সংকট দেখা দিয়েছে । এর ফলে, আইসিইউ বেডের প্রয়োজন, এমন বিভিন্ন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানা গিয়েছে । চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে এরই মধ্যে করোনা রোগীদের জন্য আইসিইউ-এর বেডের সংকট দেখা দিয়েছে । পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে ।"

তবে, শুধুমাত্র ক্রিটিক্যাল কেয়ার অর্থাৎ, আইসিইউ-এর বেডের সঙ্কট নয় । কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য জেনেরাল বেডেরও সঙ্কট দেখা দিয়েছে । পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের চিফ এক্সিকিউটিভ সুদীপ্ত মিত্র বলেন, "আমাদের এখানে করোনা রোগীদের চিকিৎসার জন্য 50 টি বেড রয়েছে। এর মধ্যে 7 টি বেড আইসিইউ-এর । সব বেড ভর্তি হয়ে গিয়েছে ।" রবিবার তিনি বলেন, "বেড না থাকার কারণে এদিন অন্তত পাঁচ জন করোনা রোগীকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি ।"

বেসরকারি একটি হাসপাতাল গোষ্ঠীর ঢাকুরিয়া, মুকুন্দপুর এবং সল্টলেকের হাসপাতাল মিলিয়ে করোনা রোগীদের জন্য 142 টি বেড রয়েছে । বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঢাকুরিয়া মুকুন্দপুর এবং সল্টলেকের এই তিনটি হাসপাতালের 142 টি বেডের মধ্যে 53 টি আইসিইউ-এর বেড রয়েছে । এই সব বেডই এখন ভর্তি হয়ে গিয়েছে‌।

আরও পড়ুন : করোনা, দোসর ভোট ; রাজ্যে আরও তীব্র হচ্ছে রক্ত সঙ্কট

কলকাতার অন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালেও কম-বেশি একই ধরনের অবস্থা‌। এই ধরনের পরিস্থিতির জেরে বেসরকারি হাসপাতালগুলিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । কিন্তু কীভাবে করোনার জন্য আরও বেড বাড়ানো সম্ভব হবে, তা নিয়ে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে । কারণ, গত বছর লকডাউনের কারণে বিভিন্ন হাসপাতালে নন-কোভিড রোগীদের ভিড় ছিল না । তখন করোনা রোগীদের জন্য দ্রুত বেডের অবস্থা করা সম্ভব হয়েছিল । এই বছর করোনার সেকেন্ড ওয়েভে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে । এদিকে, বিভিন্ন হাসপাতালে নন-কোভিড রোগীদেরও ভিড় রয়েছে । ফলে, কীভাবে করোনা রোগীদের চিকিৎসার জন্য ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পাশাপাশি জেনেরাল বিভাগের বেডও বাড়ানো সম্ভব হবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ ।

যদিও, কীভাবে করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে, সেই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তাও চলছে। কোনও কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনও ভাবনা-চিন্তা চলছে, এ ক্ষেত্রে একদিকে যেমন নতুন ওয়ার্ড তৈরি করা যেতে পারে। তেমনই অন্যদিকে, যে সব নন-কোভিড রোগীর চিকিৎসা কিছু দিন পরেও করা যেতে পারে, তেমন রোগীদের ওয়ার্ডে করোনা রোগীদের জন্য বেডের ব্যবস্থা করা যেতে পারে । তবে, কোনও কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Last Updated : Apr 11, 2021, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.