কলকাতা, 5 জুন : লোকসভা ভোটের 'মহানায়ক' তিনি । সাড়ে তিনশোর বেশি আসন জিতে ফের কেন্দ্রের সিংহাসনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA । কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত "হর হর মোদি , ঘর ঘর মোদি" । নির্বাচনে এবার পাখির চোখ ছিল বাংলা । তাই মিছিল মিটিংয়ের সংখ্যাও নেহাত কম ছিল না । এ রাজ্য থেকে BJP-র ঝুলিতে এসেছে 18টি আসন । শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে মাত্র 4টি কম । তাই এখন থেকে তলে তলে ২০২১ - র প্রস্তুতি নিতে শুরু করেছে BJP । সূত্র বলছে, তার জন্য পরিকল্পনাও শুরু হয়েছে জোড়কদমে । লক্ষ্য বাংলার সিংহাসন । তাই এই বিষয়ে দলীয় নেতাদের নিয়ে পরিকল্পনা ছকে নিতে গতকাল কলকাতায় মহারাষ্ট্র নিবাস হলের বৈঠক করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।
এই বৈঠকে ছিলেন রাজ্যে BJP-র 'গেম মেকার' মুকুল রায়, দিলীপ ঘোষ সহ অন্য দলীয় কর্মী ও সাংসদরা । বৈঠকে 2021 বিধানসভার নির্বাচনে দলীয় পরিকল্পনা কী হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় । বৈঠকের শুরুতেই তিনি বলেন "2021-এর বিধানসভা নির্বাচন আমাদের কাছে কঠিন লড়াই। সেই লড়াইয়ে জন্য আপনারা প্রস্তুতি নিন।" এছাড়াও তিনি দলীয় নেতাদের সততার সঙ্গে জনতার সেবা করার পরামর্শ দেন । দলের পরাজিত সাংসদদেরও নিজের এলাকায় গিয়ে মানুষের সেবা করার পরামর্শ দেন । জয়ী সাংসদের কৈলাস বলেন, "জেতার পর সাংসদের মধ্যে বিনয়ী থাকা দরকার । জনতার সেবা করতে হবে । যাতে মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন ।"
এছাড়াও, মানুষের দাবি নিয়ে আন্দোলনে শামিল হতে বলেন তিনি । কৈলাশ বলেন, " আমাদের খামতি কোথায় ছিল সেই তালিকা তৈরি করতে হবে। খামতি দূর করে আগামীদিনে রাজ্যের প্রতিটি কোণে BJP-কে প্রতিষ্ঠা করতে হবে।"