কলকাতা, 31 জানুয়ারি : হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ । স্টেন্ট বসানোর পর ভালো আছেন তিনি । আগামীকাল চেক আপের জন্য চিকিৎসকরা যেতে পারেন তাঁর বাড়িতে । আগামী এক মাস তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে । গতকাল চিকিৎসক আফতাব খান সৌরভের শারীরিক অবস্থা পরীক্ষা করেন । পরীক্ষার ফল দেখে চিকিৎসকরা খুশি ।
আজ সকাল 11 টা নাগাদ হাসপাতাল থেকে সৌরভের ছুটি হওয়ার পর চিকিৎসক আফতাব খান বলেন, "যে দু'টি নতুন স্টেন্ট বসানো হয়েছে সেগুলি ঠিকমতো কাজ করছে । সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্ট খুবই ভালো । আগামী কয়েকদিনে মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ।"
আরও পড়ুন : বসল আরও দুটি স্টেন্ট, সৌরভ-সাক্ষাৎ মমতার
27 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারের বেসরকারি এই হাসপাতালে ভরতি হন সৌরভ ৷ এই নিয়ে চলতি মাসে দু'বার হাসপাতালে ভরতি হতে হল তাঁকে ৷ তিনটি ব্লকেজ থাকলেও প্রথমবার তাঁর বুকে বসেছিল একটি স্টেন্ট ৷ দ্বিতীয়বার হাসপাতালে ভরতি হওয়ার পর বাকি দুটো স্টেন্টও বসানো হয়েছে ৷ দু'বারই চিকিৎসক দেবী শেটির পরামর্শে আফতাব খান সহ আরও তিন চিকিৎসক সৌরভের চিকিৎসায় নিযুক্ত ছিলেন ৷ বর্তমানে সুস্থ আছেন সৌরভ ৷ 48 ঘণ্টা শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় আজ সকালে সৌরভকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।