কলকাতা, 24 সেপ্টেম্বর: বড়িশা সবুজ সাথী ক্লাবের দুর্গাপুজো এবার 82 বছরে পদার্পণ করল ৷ সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম 'সুরগুজি'(Barisha Sabuj Sathi Club Durga Puja Preparation 2022)। সৃজনে মানস জানা, প্রতিমা বানিয়েছেন পরিতোষ পাল, আলোকসজ্জায় বাদল সোম ।
থিমের এ হেন নামের ব্যাখ্যা দিতে গিয়ে পুজো উদ্যোক্তা রঞ্জন ঘোষ বলেন,"ছত্তিশগড়ের(Chhattisgarh)সরগুজা গ্রাম আজ শহরে পরিণত হয়েছে । হিন্দিতে সুরগুজা(Surguja Village)থেকেই থিমের নাম হয়েছে সুরগুজি ৷ ওই গ্রামের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই থিম । আমি নিজেও ওই গ্রামে গিয়েছি । ওখানকার এক মহিলা সোনাবাঈ, দীর্ঘদিন কোনও সন্তান না হওয়ায় গ্রামবাসী ও আত্মীয় পরিজনদের গঞ্জনা সহ্য করতে না পেরে স্বামীকে নিয়ে একাকী একটি গ্রামে চলে যান । এর কয়েক বছর পর সোনাবাঈ পুত্রসন্তান লাভ করেন ৷ স্বামী কাজে বেরিয়ে গেলে ছেলেকে নিয়ে একাই বাড়িতে থাকতেন তিনি । সেই সময় তিনি নানা শিল্পকীর্তিতে মত্ত হয়ে পড়েন । বিভিন্ন মডেল তৈরি করতেন ৷ এইসবের মধ্যে দিয়ে নিজের মনের ভাব ফুটিয়ে তুলতেন ৷ সেই সব মডেলেরই কিছু নমুনা আমাদের পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ।"
মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে প্লাস্টার অফ প্যারিস, ফেবরিক, খড়, রং, মাটি, কাগজ । আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে সুরগুজা গ্রামের আদিবাসী গান ৷ সবমিলিয়ে কলকাতা শহরের মধ্যে একটুকরো গ্রাম্য পরিবেশ দেখাবে এই মণ্ডপ ৷
আরও পড়ুন : থ্রিডি আলোকসজ্জায় এবার স্বাধীনতার কাহিনী দেখাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো