ETV Bharat / state

উঠল কর্মবিরতি, আজ থেকে কাজে ফিরছেন আইনজীবীরা - kolkata

একমাসের মাথায় উঠল আইনজীবীদের কর্মবিরতি । যদিও বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন আইনজীবীদের একাংশ । তাদের দাবি, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখনও না কি কাউন্সিলে হাজির ছিলেন না হাওড়া আদালতের আইনজীবীরা । তাঁদের অনুপস্থিতিতেই না কি কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 25, 2019, 5:36 AM IST

কলকাতা, 25 মে : দীর্ঘ একমাসের মাথায় উঠল আইনজীবীদের কর্মবিরতি । গতকাল বার কাউন্সিল জানায়, হাওড়া আদালতের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আইনজীবীরা যে কর্মবিরতি পালন করছিল তা প্রত্যাহার করা হল । আজ থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে । কাজে যোগ দেবেন আইনজীবীরা ।

হাওড়া আদালতের ঘটনায় কলকাতা হাইকোর্টে দোষীদের শাস্তির দাবিতে যে মামলা দায়ের হয়েছিল তার রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । এই কমিটি গঠিত হবে প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তর নেতৃত্বে । সেই কমিটিকে তিনমাসের মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট জমা করতে বলা হয়েছে । বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট দেখে পরবর্তী নেওয়া হবে ।

যদিও বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন আইনজীবীদের একাংশ । কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখনও না কি কাউন্সিলে হাজির ছিলেন না হাওড়া আদালতের আইনজীবীরা । তাঁদের অনুপস্থিতিতেই না কি কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । পরে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেন । বার কাউন্সিলের ভিতরেই তুমুল বাকবিতণ্ডা চলতে থাকে । হাওড়া আদালতের আইনজীবীরা মাইক নিয়ে ঘোষণা করেন তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের এই সিদ্ধান্ত মানছেন না । কর্মবিরতি চলবে ।

তাহলে কি প্রত্যাহার করা হল আইনজীবীদের কর্মবিরতি ? এই প্রশ্নের উত্তরে এক আইনজীবীর গলাতেও সংশয়ের সুর শোনা যায় । তিনি বলেন, "বুঝতে পারছি না । বার কাউন্সিল জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে রাজ্যের সব আদালতেই কাজকর্ম স্বাভাবিক হবে । কিন্ত, হাওড়া আদালতের আইনজীবীরা যেভাবে আজ থেকেই আপত্তি জানাতে শুরু করেছে তাতে নতুন করে আবার কোনও ঝামেলার সূত্রপাত হচ্ছে কি না বুঝতে পারছি না ।"

কলকাতা, 25 মে : দীর্ঘ একমাসের মাথায় উঠল আইনজীবীদের কর্মবিরতি । গতকাল বার কাউন্সিল জানায়, হাওড়া আদালতের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আইনজীবীরা যে কর্মবিরতি পালন করছিল তা প্রত্যাহার করা হল । আজ থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে । কাজে যোগ দেবেন আইনজীবীরা ।

হাওড়া আদালতের ঘটনায় কলকাতা হাইকোর্টে দোষীদের শাস্তির দাবিতে যে মামলা দায়ের হয়েছিল তার রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । এই কমিটি গঠিত হবে প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তর নেতৃত্বে । সেই কমিটিকে তিনমাসের মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট জমা করতে বলা হয়েছে । বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট দেখে পরবর্তী নেওয়া হবে ।

যদিও বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন আইনজীবীদের একাংশ । কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখনও না কি কাউন্সিলে হাজির ছিলেন না হাওড়া আদালতের আইনজীবীরা । তাঁদের অনুপস্থিতিতেই না কি কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । পরে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেন । বার কাউন্সিলের ভিতরেই তুমুল বাকবিতণ্ডা চলতে থাকে । হাওড়া আদালতের আইনজীবীরা মাইক নিয়ে ঘোষণা করেন তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের এই সিদ্ধান্ত মানছেন না । কর্মবিরতি চলবে ।

তাহলে কি প্রত্যাহার করা হল আইনজীবীদের কর্মবিরতি ? এই প্রশ্নের উত্তরে এক আইনজীবীর গলাতেও সংশয়ের সুর শোনা যায় । তিনি বলেন, "বুঝতে পারছি না । বার কাউন্সিল জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে রাজ্যের সব আদালতেই কাজকর্ম স্বাভাবিক হবে । কিন্ত, হাওড়া আদালতের আইনজীবীরা যেভাবে আজ থেকেই আপত্তি জানাতে শুরু করেছে তাতে নতুন করে আবার কোনও ঝামেলার সূত্রপাত হচ্ছে কি না বুঝতে পারছি না ।"

Intro:আইনজীবীদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করলো বার কাউন্সিল। বিক্ষুব্ধ হাওড়া আদালতের আইনজীবীরা Body:মানস নস্কর---

আগামীকাল থেকে রাজ্যের সব আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে বলে জানালো বার কাউন্সিল --হাওড়া আদালতের আইনজীবীরা মানছেন না এই সিদ্ধান্ত

কলকাতা ২৪ মে ঃ
দীর্ঘ এক মাসের মাথায় উঠলো আইনজীবীদের কর্মবিরতি। বার কাউন্সিল আজ সকালে জানায় হাওড়া আদালতের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আইনজীবীরা যে কর্মবিরতি পালন করছে তা আজ প্রত্যাহার করা হচ্ছে।আগামীকাল থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে।কারণ হাওড়া আদালতের ঘটনায় কলকাতা হাইকোর্টে দোষীদের শাস্তির দাবিতে যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়েছিল তার রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্তের এক সদস্য বিশিষ্ট বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ।এবং কমিটিকে আগামী তিন মাসের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।সেই মত বার কাউন্সিল আগামী ২সেপ্টেম্বর বসে পরবর্তী পদক্ষেপ কি হবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানায়। সকাল ১০.৩০ পরে এই সিদ্ধান্ত গ্রহণ করে বার কাউন্সিল। কিন্ত তখন পর্যন্ত হাওড়া আদালতের আইনজীবীরা নাকি কাউন্সিলে উপস্থিত হননি।পরে তারা যখন উপস্থিত হন বার কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরুকরেন তারা।বার কাউন্সিলের ভিতরে তুমুল বাক -বিতন্ডা চলতে থাকে।হাওড়া আদালতের আইনজীবীরা মাইক নিয়ে ঘোষণা করে তারা কর্মবিরতি প্রত্যাহারের এই সিদ্ধান্ত মানছে না।কর্মবিরতি চলবে।

অন্যদিকে সুপ্রিমকোর্ট কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের আবেদন আবারও খারিজ করে দেওয়ায় তিনি আজই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে খবর ছড়িয়ে পড়ে।সঙ্গে সঙ্গে হাওড়ার আইনজীবীরা হাইকোর্টের বিভিন্ন ঘরে চলে যান, চেচাতে থাকেন কোন মামলা যাতে গ্রহণ করা না হয় এই দাবিতে।হাইকোর্ট চত্ত্বর সরগরম হয়ে ওঠে রাজীব কুমার আসছেন এই খবরে। যদিও তিনি শেষ পর্যন্ত আসেন নি।বারাসাত আদালতে গেছেন বলে সুত্রের খবর।
তাহলে কি প্রত্যাহার করা হলো আইনজীবীদের কর্মবিরতি? এই প্রশ্নের উত্তরে এক আইনজীবীর গলাতেও সংশয়ের শুর শোনাগেল। তিনি বলেন,"বুঝতে পারছি না। বার কাউন্সিল জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে রাজ্যের সব আদালতেই কাজকর্ম স্বাভাবিক হবে।কিন্ত হাওড়া আদালতের আইনজীবীরা যে ভাবে আজ থেকেই আপত্তি জানাতে শুরু করেছে তাতে নতুন করে আবার কোন ঝামেলার সুত্রপাত হচ্ছে কি না বুঝতে পারছি না।।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.