ETV Bharat / state

Narada Case : নারদ মামলায় মুখ্যমন্ত্রী-সহ মলয় ও কল্যাণের নাম জড়ানোর সিবিআইয়ের নিন্দায় বার কাউন্সিল - কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোয় সিবিআইয়ের নিন্দা করল রাজ্যের বার কাউন্সিল (The Bar Council of West Bengal) ৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, নারদ মামলায় অসাংবিধানিকভাবে এঁদের নাম জড়ানোর চেষ্টা করছে সিবিআই ।

নারদ মামলা
নারদ মামলা
author img

By

Published : Jun 9, 2021, 7:29 PM IST

কলকাতা, 9 জুন : নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর ঘটনার নিন্দা করল বার কাউন্সিল (The Bar Council of West Bengal) । রাজ্য বার কাউন্সিলের তরফে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নাম জড়ানো হয়েছে ৷ এঁরা প্রত্যেকেই বার কাউন্সিলের আইনজীবী হিসাবে নথিভুক্ত । সিবিআই অসাংবিধানিকভাবে এঁদের নাম জড়ানোর চেষ্টা করছে নারদ মামলায় । এটা খালি আইনের পরিপন্থীই নয়, আইনজীবীদের সম্মান ভূলুণ্ঠিত করারও চেষ্টা চলছে ।

বার কাউন্সিলের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট রাতের অন্ধকারে আদালত বসিয়ে বিরোধীপক্ষকে আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে একতরফা রায়দান করেছে তা কেবলমাত্র আইনি প্রক্রিয়া নয়, জনমানসে আইনি পদ্ধতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব এবং কাউন্সিলের অন্যান্য সদস্যরা তীব্র প্রতিবাদ ও নিন্দা করছেন ৷

গত 17 মে সকালে নারদ মামলায় রাজ্যের 4 হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই । ওইদিন সিবিআই দফতরের সামনে প্রায় ছয় ঘণ্টা ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি সিবিআইয়ের বিশেষ আদালতে যখন জামিনের মামলা চলছিল সেই সময় আদালত চত্বরে আইনমন্ত্রী মলয় ঘটক হাজির ছিলেন বলে অভিযোগ ওঠে । তৃণমূল সাংসদ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ওই দিন রাজ্যপালের উদ্দেশ্যে বেশ কিছু কটুক্তি করেছিলেন বলেও অভিযোগ ওঠে । এরপর এই তিনজনকেই নারদ মামলায় পার্টি হিসাবে যুক্ত করে সিবিআই । তারই নিন্দায় আজ সরব হলেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা ।

আরও পড়ুন : নারদ মামলা কি সরবে ভিনরাজ্যে ? হাইকোর্টে ফের শুরু শুনানি

কলকাতা, 9 জুন : নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর ঘটনার নিন্দা করল বার কাউন্সিল (The Bar Council of West Bengal) । রাজ্য বার কাউন্সিলের তরফে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নাম জড়ানো হয়েছে ৷ এঁরা প্রত্যেকেই বার কাউন্সিলের আইনজীবী হিসাবে নথিভুক্ত । সিবিআই অসাংবিধানিকভাবে এঁদের নাম জড়ানোর চেষ্টা করছে নারদ মামলায় । এটা খালি আইনের পরিপন্থীই নয়, আইনজীবীদের সম্মান ভূলুণ্ঠিত করারও চেষ্টা চলছে ।

বার কাউন্সিলের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট রাতের অন্ধকারে আদালত বসিয়ে বিরোধীপক্ষকে আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে একতরফা রায়দান করেছে তা কেবলমাত্র আইনি প্রক্রিয়া নয়, জনমানসে আইনি পদ্ধতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব এবং কাউন্সিলের অন্যান্য সদস্যরা তীব্র প্রতিবাদ ও নিন্দা করছেন ৷

গত 17 মে সকালে নারদ মামলায় রাজ্যের 4 হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই । ওইদিন সিবিআই দফতরের সামনে প্রায় ছয় ঘণ্টা ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি সিবিআইয়ের বিশেষ আদালতে যখন জামিনের মামলা চলছিল সেই সময় আদালত চত্বরে আইনমন্ত্রী মলয় ঘটক হাজির ছিলেন বলে অভিযোগ ওঠে । তৃণমূল সাংসদ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ওই দিন রাজ্যপালের উদ্দেশ্যে বেশ কিছু কটুক্তি করেছিলেন বলেও অভিযোগ ওঠে । এরপর এই তিনজনকেই নারদ মামলায় পার্টি হিসাবে যুক্ত করে সিবিআই । তারই নিন্দায় আজ সরব হলেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা ।

আরও পড়ুন : নারদ মামলা কি সরবে ভিনরাজ্যে ? হাইকোর্টে ফের শুরু শুনানি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.