ETV Bharat / state

নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরে চিনা মাঞ্জা, গ্রেপ্তার বিক্রেতা

author img

By

Published : Nov 7, 2019, 5:24 AM IST

বেনিয়াপুকুর থানা এলাকায় একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হল 16টি হাজার মিটারের চিনা মাঞ্জা । গ্রেপ্তার করা হয় মাঞ্জা বিক্রেতাকে ।

নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরে চিনা মাঞ্জা

কলকাতা, 7 নভেম্বর : জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে 2016 সালের 14 ডিসেম্বর থেকে ভারতে নিষিদ্ধ হয় চিনা মাঞ্জা । কিন্তু তারপরও গোটা দেশে চলছে এই মাঞ্জার ব্যবহার । ব্যতিক্রম নয় শহর কলকাতাও । বেনিয়াপুকুর থানা এলাকায় একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হল 16টি হাজার মিটারের চিনা মাঞ্জা । গ্রেপ্তার করা হয় মাঞ্জা বিক্রেতাকেও ।

চিনা মাঞ্জার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে । আহত হচ্ছেন বাইক আরোহীরা । যে ‌কারণে মা ফ্লাইওভারের গার্ডওয়াল থেকে 7-8 ফুট উচ্চতা পর্যন্ত জাল লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও সেকাজ এখনও পর্যন্ত শুরু হয়নি ।

অগাস্ট মাসে দিল্লিতে এই মাঞ্জার কারণে মৃত্যু হয় সাড়ে চার বছরের ইশিকার । সনিয়া বিহার এলাকার বাসিন্দা ইশিকা বাবা-মা'র সঙ্গে বাইকে চেপে জমুনা বাজারের হনুমান মন্দিরে যাচ্ছিল । দিল্লির খাজুরি খাস এলাকার কাছে রাস্তায় ঝুলতে থাকা এক চিনা মাঞ্জায় তার গলা কেটে যায় ইশিকার । ঘটনায় মারা যায় ইশিকা ।

মৃত্যু শুধু দিল্লিতেই হয়নি । হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাতেও । এরাজ্যের মেদিনীপুরেও ঘটেছে একই ঘটনা । ওই সুতো গলায় জড়িয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । তারপরও হেলদোল নেই কারও । ক্রেতারা আয়েশ করেই কিনছেন ওই মাঞ্জা । চাহিদার জন্য বিক্রেতারাও রাখছেন লুকিয়ে-চুরিয়ে । যেমনটা দেখা গেল বেনিয়াপুকুরে । মা ফ্লাইওভারের অনতিদূরেই ওই এলাকা । 42 নম্বর জাননগর লেন । সেখানেই শেখ শাহজাদার দোকানে অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয় 16 টি হাজার মিটারের চিনা মাঞ্জা । গ্রেপ্তার করা হয় বিক্রেতা শাহজাদাকে । সুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

কলকাতা, 7 নভেম্বর : জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে 2016 সালের 14 ডিসেম্বর থেকে ভারতে নিষিদ্ধ হয় চিনা মাঞ্জা । কিন্তু তারপরও গোটা দেশে চলছে এই মাঞ্জার ব্যবহার । ব্যতিক্রম নয় শহর কলকাতাও । বেনিয়াপুকুর থানা এলাকায় একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হল 16টি হাজার মিটারের চিনা মাঞ্জা । গ্রেপ্তার করা হয় মাঞ্জা বিক্রেতাকেও ।

চিনা মাঞ্জার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে । আহত হচ্ছেন বাইক আরোহীরা । যে ‌কারণে মা ফ্লাইওভারের গার্ডওয়াল থেকে 7-8 ফুট উচ্চতা পর্যন্ত জাল লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও সেকাজ এখনও পর্যন্ত শুরু হয়নি ।

অগাস্ট মাসে দিল্লিতে এই মাঞ্জার কারণে মৃত্যু হয় সাড়ে চার বছরের ইশিকার । সনিয়া বিহার এলাকার বাসিন্দা ইশিকা বাবা-মা'র সঙ্গে বাইকে চেপে জমুনা বাজারের হনুমান মন্দিরে যাচ্ছিল । দিল্লির খাজুরি খাস এলাকার কাছে রাস্তায় ঝুলতে থাকা এক চিনা মাঞ্জায় তার গলা কেটে যায় ইশিকার । ঘটনায় মারা যায় ইশিকা ।

মৃত্যু শুধু দিল্লিতেই হয়নি । হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাতেও । এরাজ্যের মেদিনীপুরেও ঘটেছে একই ঘটনা । ওই সুতো গলায় জড়িয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । তারপরও হেলদোল নেই কারও । ক্রেতারা আয়েশ করেই কিনছেন ওই মাঞ্জা । চাহিদার জন্য বিক্রেতারাও রাখছেন লুকিয়ে-চুরিয়ে । যেমনটা দেখা গেল বেনিয়াপুকুরে । মা ফ্লাইওভারের অনতিদূরেই ওই এলাকা । 42 নম্বর জাননগর লেন । সেখানেই শেখ শাহজাদার দোকানে অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয় 16 টি হাজার মিটারের চিনা মাঞ্জা । গ্রেপ্তার করা হয় বিক্রেতা শাহজাদাকে । সুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

Intro:কলকাতা, ৭ নভেম্বর: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর ভারতে চিনা মাঞ্জা নিষিদ্ধ হয়। কিন্তু তাতে কি? গোটা দেশেই চলছে চিনা মাঞ্জার ব্যবহার। ব্যতিক্রম নয় শহর কলকাতাও। আজ ফের প্রমাণ হলো তা। বেনিয়াপুকুর থানা এলাকায় একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১৬ টি হাজার মিটারের চিনা মাঞ্জা। গ্রেপ্তার করা হলো দোকানিকে।Body:মা ফ্লাইওভারে একের পর এক দুর্ঘটনা। রক্তাক্ত হচ্ছেন বাইক আরোহীরা। যে–‌কারণে উড়ালপুলের গার্ডওয়াল থেকে ৭–৮ ফুট উচ্চতা পর্যন্ত জাল লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেই কাজ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এরই মাঝে গত অগাস্ট মাসে দিল্লিতে ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। সনিয়া বিহার এলাকার বাসিন্দা সাড়ে চার বছরের ইশিকা বাবা-মার সঙ্গে বাইকে চেপে জমুনা বাজারের হনুমান মন্দিরে যাচ্ছিল। ঘটনা ঘটে দিল্লির খাজুরি খাস এলাকায়। বাইকের সামনে বসেছিল ইশিকা। তখনই রাস্তায় ঝুলতে থাকা এক চিনা মাঞ্জায় তার গলা কেটে যায়। মৃত্যু হয় সাড়ে চার বছরের ফুটফুটে ওই শিশুর। Conclusion:মৃত্যু শুধু দিল্লিতেই হয়নি। হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাতেও। এ রাজ্যের মেদিনীপুরেও ঘটেছে একই ঘটনা। ওই সুতো গলায় জড়িয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে। তার পরেও হেলদোল নেই কারও। ক্রেতারা আয়েশ করেই কিনছেন ওই মাঞ্জা। চাহিদার জন্য বিক্রেতারাও রাখছেন লুকিয়ে-চুরিয়ে। যেমনটা দেখা গেল বেনিয়াপুকুরে। মা ফ্লাইওভারের অনতিদূরেই ওই এলাকা। ৪২ নম্বর জাননগর লেন। সেখানেই শেখ শাহজাদার দোকানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ১৬ টি হাজার মিটারের চিনা মাঞ্জা। গ্রেপ্তার করা হয় শাহজাদাকে। সুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.