ETV Bharat / state

জরুরি পরিষেবা হলেও 3 দিন বন্ধ থাকবে ব্যাংক এবং রেশন দোকান

23, 25 ও 29 জুলাই রাজ্যের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও রেশন দোকান বন্ধ থাকবে । জানিয়ে দিল AIBOC ও AIFPSDF ।

Banks and ration shops will be closed for 3 days
Banks and ration shops will be closed for 3 days
author img

By

Published : Jul 23, 2020, 2:59 AM IST

কলকাতা, 22 জুলাই : জরুরি পরিষেবা হলেও পূর্ণাঙ্গ লকডাউনে বন্ধ থাকবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং রেশন দোকানগুলি । 23, 25 ও 29 জুলাই এই দুই জরুরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন(AIBOC) ও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন(AIFPSDF) ।

ইতিমধ্যে 3 জন ব্যাঙ্ক কর্মীর মৃত্যু হয়েছে কোরোনা সংক্রমণে । ব্যাঙ্ক অফিসার্স ও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীকে লেনদেনের সময় কমিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়ে আবেদন জানান হয়েছিল । সেইমতো লেনদেনের সময় সকাল 10 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত করা হয়েছে ।

AIBOC-র সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, "ব্যাঙ্ক কর্মী এবং গ্রাহকদের স্বার্থেই ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সাময়িক সমস্যা হলেও সুফল মিলবে ।" তিনি এই তিনদিন ছাড়া বাকি দিনগুলোতে গ্রাহকদের সুবিধার্থে অনলাইন ব্যাঙ্কিংয়ের পরামর্শ দিয়েছেন । অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে গ্রাহকদের না আসার প্রয়োজন নেই ।

অন্যদিকে, খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে AIFPSDF জানিয়ে দিয়েছে লকডাউনের দিনগুলিতে রেশন দোকান সারাদিন বন্ধ থাকবে । AIFPSDF-র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, সরকার নির্ধারিত পূর্ণাঙ্গ লকডাউনের 3 দিন রেশন দোকানগুলি রাজ্যজুড়ে বন্ধ থাকবে । বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

কলকাতা, 22 জুলাই : জরুরি পরিষেবা হলেও পূর্ণাঙ্গ লকডাউনে বন্ধ থাকবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং রেশন দোকানগুলি । 23, 25 ও 29 জুলাই এই দুই জরুরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন(AIBOC) ও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন(AIFPSDF) ।

ইতিমধ্যে 3 জন ব্যাঙ্ক কর্মীর মৃত্যু হয়েছে কোরোনা সংক্রমণে । ব্যাঙ্ক অফিসার্স ও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীকে লেনদেনের সময় কমিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়ে আবেদন জানান হয়েছিল । সেইমতো লেনদেনের সময় সকাল 10 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত করা হয়েছে ।

AIBOC-র সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, "ব্যাঙ্ক কর্মী এবং গ্রাহকদের স্বার্থেই ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সাময়িক সমস্যা হলেও সুফল মিলবে ।" তিনি এই তিনদিন ছাড়া বাকি দিনগুলোতে গ্রাহকদের সুবিধার্থে অনলাইন ব্যাঙ্কিংয়ের পরামর্শ দিয়েছেন । অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ব্যাঙ্কে গ্রাহকদের না আসার প্রয়োজন নেই ।

অন্যদিকে, খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে AIFPSDF জানিয়ে দিয়েছে লকডাউনের দিনগুলিতে রেশন দোকান সারাদিন বন্ধ থাকবে । AIFPSDF-র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, সরকার নির্ধারিত পূর্ণাঙ্গ লকডাউনের 3 দিন রেশন দোকানগুলি রাজ্যজুড়ে বন্ধ থাকবে । বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.