ETV Bharat / state

Sheikh Hasina Gifts Mango: ওপার থেকে এপার বাংলায় উপহার, মমতাকে আম পাঠালেন শেখ হাসিনা

গরমে আমের মরশুম ৷ বাংলাদেশ আমের জন্য বিখ্য়াত ৷ এই ঋতুতে প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্যটির কথা ভোলেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাই বাংলাদেশের সেরা দুই প্রজাতির আম বাংলাদেশ থেকে সোজা পৌঁছে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৷

ETV Bharat
আম উপহার
author img

By

Published : Jun 13, 2023, 12:03 PM IST

কলকাতা ও ঢাকা, 13 জুন: মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও দুই বাংলার মধ্যে সম্পর্কে তা বাধা হয়ে দাঁড়ায়নি ৷ ওপার বাংলা থেকে এপার বাংলায় উপহার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এক-দু'কেজি নয়, একেবারে 600 কেজি আম । সোমবার বাংলাদেশ ডেপুটি-হাই কমিশনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আম তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার মধ্যে সুসম্পর্ক রয়েছে বলেই জানা যায় ৷ উৎসবের মরশুমে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন বাংলার মুখ্যমন্ত্রী এবং ওপার বাংলার রাষ্ট্রপ্রধান ৷ সময়ে সময়ে একে অপরকে উপহারও পাঠান দু'জন ৷ তারই অংশ হিসাবে এই গরমের মরশুমে বাংলাদেশের বাছাই করা হিমসাগর আর ল্যাংড়া আম বাংলাদেশ থেকে সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে ৷

এ প্রসঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজশাহী জেলার সুপ্রসিদ্ধ ল্যাংড়া এবং হিমসাগর আম মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। সোমবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বেনাপোল-পেট্রাপোল হয়ে গাড়িতে এই আম কলকাতায় এসে পৌঁছয় ৷ এরপর কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিকরা সেই আম সরাসরি পৌঁছে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৷

এই প্রসঙ্গে বাংলাদেশ ডেপুটি-হাই কমিশনের প্রেসসচিব রঞ্জন সেন বলেন, "প্রত্যেক বছর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠান ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ আমরা নিজেরা সেই উপহার সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে দিয়েছি ৷"

এই প্রীতি উপহার পাঠানো একতরফা নয়। উৎসবের মরশুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা প্রদান করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে বাংলা থেকে সেরা উপহার যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৷ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সৌহার্দের সম্পর্কের পাশাপাশি দুই নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্টই ভালো ৷ কূটনৈতিক সম্পর্কের বাইরে ও তা অনেকটা দুই বোনের মতো ৷ দু'দেশের সীমান্ত দু'দেশের সৌভ্রাতৃত্ব সেখানে মিলেমিশে একাকার ৷ আর তাই এই উপহার আদান-প্রদান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনা উভয়ের কাছেই আলাদা ভাবে গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: প্রথম আলো বাংলাদেশের শত্রু, বাংলা দৈনিককে তুলোধোনা হাসিনার

কলকাতা ও ঢাকা, 13 জুন: মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও দুই বাংলার মধ্যে সম্পর্কে তা বাধা হয়ে দাঁড়ায়নি ৷ ওপার বাংলা থেকে এপার বাংলায় উপহার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এক-দু'কেজি নয়, একেবারে 600 কেজি আম । সোমবার বাংলাদেশ ডেপুটি-হাই কমিশনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আম তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার মধ্যে সুসম্পর্ক রয়েছে বলেই জানা যায় ৷ উৎসবের মরশুমে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন বাংলার মুখ্যমন্ত্রী এবং ওপার বাংলার রাষ্ট্রপ্রধান ৷ সময়ে সময়ে একে অপরকে উপহারও পাঠান দু'জন ৷ তারই অংশ হিসাবে এই গরমের মরশুমে বাংলাদেশের বাছাই করা হিমসাগর আর ল্যাংড়া আম বাংলাদেশ থেকে সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে ৷

এ প্রসঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজশাহী জেলার সুপ্রসিদ্ধ ল্যাংড়া এবং হিমসাগর আম মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। সোমবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বেনাপোল-পেট্রাপোল হয়ে গাড়িতে এই আম কলকাতায় এসে পৌঁছয় ৷ এরপর কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আধিকারিকরা সেই আম সরাসরি পৌঁছে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৷

এই প্রসঙ্গে বাংলাদেশ ডেপুটি-হাই কমিশনের প্রেসসচিব রঞ্জন সেন বলেন, "প্রত্যেক বছর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠান ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ আমরা নিজেরা সেই উপহার সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে দিয়েছি ৷"

এই প্রীতি উপহার পাঠানো একতরফা নয়। উৎসবের মরশুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা প্রদান করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে বাংলা থেকে সেরা উপহার যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৷ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সৌহার্দের সম্পর্কের পাশাপাশি দুই নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্টই ভালো ৷ কূটনৈতিক সম্পর্কের বাইরে ও তা অনেকটা দুই বোনের মতো ৷ দু'দেশের সীমান্ত দু'দেশের সৌভ্রাতৃত্ব সেখানে মিলেমিশে একাকার ৷ আর তাই এই উপহার আদান-প্রদান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনা উভয়ের কাছেই আলাদা ভাবে গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: প্রথম আলো বাংলাদেশের শত্রু, বাংলা দৈনিককে তুলোধোনা হাসিনার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.