ETV Bharat / state

Bangla Pokkho Protest: 'হিন্দি সাম্রাজ্যবাদ নিপাত যাক', বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাংলা পক্ষের

author img

By

Published : Oct 13, 2022, 2:15 PM IST

দেশজুড়ে হিন্দি ভাষায় পরীক্ষা, পাঠ্যক্রম চালু করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ৷ দক্ষিণে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে ৷ বাংলাতেও মাঠে নেমেছে বাংলা পক্ষ (Bangla Pokkho against Hindi) ৷

Bangla Pokkho agitation against Modi Government
ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: কেন্দ্রে বিজেপি সরকার একটিই ভাষা, একটি নির্দিষ্ট ধর্ম, একই ধরনের খাদ্যাভাস এবং সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ বাংলা পক্ষের । হিন্দি-বাংলার সমান অধিকারের দাবিতে বুধবার কলকাতার রানুসা মঞ্চ থেকে হাজরা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বাংলা পক্ষের নেতাকর্মীরা । একই দাবিতে আগামী রবিবার গোটা রাজ্যে বিক্ষোভ আন্দোলন করার ডাক দিয়েছে তাঁরা (Bangla Pokkho agitation against Hindi Language)।

বাংলা পক্ষের অভিযোগ, এর আগে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন দেশজুড়ে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল । একই কায়দায় বিজেপি ও আরএসএস মিলিতভাবে মোদী-আমিত শাহের সরকার হিন্দি ভাষাটাকে জোর করে গোটা দেশের উপর চাপিয়ে দিতে চাইছে । অথচ, দেশের স্বাধীনতা আন্দোলনে এই বিজেপি-আরএসএসের কোনও ভূমিকা নেই । বরং তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল ।

আরও পড়ুন: সর্বভারতীয় পরীক্ষা হিন্দিতে নয়, মোদিকে সাফ জানালেন বিজয়ন

হিন্দি ভাষাকে কখনও জোর করে দেশের সাধারণ নাগরিকের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলে জানান বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি । রাজ্যের বিজেপি নেতাদের আক্রমণ করে তিনি বলেন, "দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের লজ্জা করে না ! যারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম ধরে তাদের উত্তরসূরি হিসেবে দাবি করেন । যে 30 জনের সংসদীয় কমিটি হিন্দি ভাষাকে জাতীয় ভাষার রূপ দেওয়ার জন্য সুপারিশ করেছেন, তার মধ্যে নীশিথ প্রামাণিক অন্যতম । যিনি একজন বাঙালি । তিনিও নির্লজ্জের মতো বাংলা ভাষাকে অপমান করেছেন ।"

বাংলা পক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ অরিন্দম বিশ্বাসের বক্তব্য, "হিন্দিকে জোর করে কোনও ভাবেই আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না । চিকিৎসাবিদ্যায় এমন কিছু শব্দ আছে যার কখনও হিন্দি হয় না । অথচ সরকার বলছে, হিন্দি ভাষায় পড়াশোনা সরকারি কাজকর্ম হবে । কীভাবে হবে ? বাংলা ভাষাকে দেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে । বাংলা জাতীয় ভাষা । কেন আমরা হিন্দি ভাষা শিখব ? গুজরাতে বা অন্য কোনও রাজ্যে গেলে সেখানকার ভাষা আমাদের শিখতে হয় । তাহলে কেন বাংলার অবাঙালিরা আমাদের ভাষা শিখবে না ? তাই বলে আমরা হিন্দি ভাষাকে অপমান করছি না । বাংলা পক্ষ বহুদিন ধরে আন্দোলন করছে ।"

আরও পড়ুন: হিন্দি ভাষা দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, মত শাহর

কলকাতা, 13 অক্টোবর: কেন্দ্রে বিজেপি সরকার একটিই ভাষা, একটি নির্দিষ্ট ধর্ম, একই ধরনের খাদ্যাভাস এবং সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ বাংলা পক্ষের । হিন্দি-বাংলার সমান অধিকারের দাবিতে বুধবার কলকাতার রানুসা মঞ্চ থেকে হাজরা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বাংলা পক্ষের নেতাকর্মীরা । একই দাবিতে আগামী রবিবার গোটা রাজ্যে বিক্ষোভ আন্দোলন করার ডাক দিয়েছে তাঁরা (Bangla Pokkho agitation against Hindi Language)।

বাংলা পক্ষের অভিযোগ, এর আগে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন দেশজুড়ে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল । একই কায়দায় বিজেপি ও আরএসএস মিলিতভাবে মোদী-আমিত শাহের সরকার হিন্দি ভাষাটাকে জোর করে গোটা দেশের উপর চাপিয়ে দিতে চাইছে । অথচ, দেশের স্বাধীনতা আন্দোলনে এই বিজেপি-আরএসএসের কোনও ভূমিকা নেই । বরং তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল ।

আরও পড়ুন: সর্বভারতীয় পরীক্ষা হিন্দিতে নয়, মোদিকে সাফ জানালেন বিজয়ন

হিন্দি ভাষাকে কখনও জোর করে দেশের সাধারণ নাগরিকের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলে জানান বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি । রাজ্যের বিজেপি নেতাদের আক্রমণ করে তিনি বলেন, "দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের লজ্জা করে না ! যারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম ধরে তাদের উত্তরসূরি হিসেবে দাবি করেন । যে 30 জনের সংসদীয় কমিটি হিন্দি ভাষাকে জাতীয় ভাষার রূপ দেওয়ার জন্য সুপারিশ করেছেন, তার মধ্যে নীশিথ প্রামাণিক অন্যতম । যিনি একজন বাঙালি । তিনিও নির্লজ্জের মতো বাংলা ভাষাকে অপমান করেছেন ।"

বাংলা পক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ অরিন্দম বিশ্বাসের বক্তব্য, "হিন্দিকে জোর করে কোনও ভাবেই আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না । চিকিৎসাবিদ্যায় এমন কিছু শব্দ আছে যার কখনও হিন্দি হয় না । অথচ সরকার বলছে, হিন্দি ভাষায় পড়াশোনা সরকারি কাজকর্ম হবে । কীভাবে হবে ? বাংলা ভাষাকে দেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে । বাংলা জাতীয় ভাষা । কেন আমরা হিন্দি ভাষা শিখব ? গুজরাতে বা অন্য কোনও রাজ্যে গেলে সেখানকার ভাষা আমাদের শিখতে হয় । তাহলে কেন বাংলার অবাঙালিরা আমাদের ভাষা শিখবে না ? তাই বলে আমরা হিন্দি ভাষাকে অপমান করছি না । বাংলা পক্ষ বহুদিন ধরে আন্দোলন করছে ।"

আরও পড়ুন: হিন্দি ভাষা দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, মত শাহর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.