কলকাতা, 26 জুন : কোরোনা আতঙ্কে যখন সারা বিশ্ব তটস্থ ৷ তখন এরই মাঝে বিয়ে করতে চলেছেন কয়েকজন যুগল ৷ আর বর্তমানে যা পরিস্থিতি , যাঁরা বিয়ে করতে চলেছেন তাঁদের আঁচল দিয়ে মুখ না ঢাকলেও মাস্ক দিয়ে মুখ ঢাকতেই হবে । তাই এই অতিমারীর মধ্যেই যাঁরা চার হাত এক করতে চলেছেন তাঁদের কথা মাথায় রেখেই মহাত্মা গান্ধি রোডের একটি শাড়ির দোকান বিয়ের বেনারসির সাথে মানানসই বেনারসির মাস্ক উপহার দিচ্ছে ক্রেতাদের ।
বিশেষজ্ঞরা বলছেন , কোরোনা পরিস্থিতি যে কতদিন থাকবে তা এখনও কেউ জানে না । তাই যতদিন না ওষুধ বা প্রতিষেধক বাজারে আসে ততদিন নিজের সুরক্ষা নিজের হাতেই । এই সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় হল মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবহার । পাশাপাশি, মানতে হবে সামাজিক দূরত্বও । তাই বর্তমানে 'নিউ নর্মাল' হল মাস্ক । তবে বিয়ের সময় যেকোনও সাধামাটা মাস্ক পরলে বর-কনের বিয়ের সাজের সঙ্গে মানাবে না । তাই বিভিন্ন আকার ও রঙে তৈরি করা হয়েছে মাস্ক ৷ দেখে তাক লেগে যাবে এই বেনারসির মাস্ক ৷
শহরের এই 100 বছরের পুরনো শাড়ি প্রতিষ্ঠানের মালিক স্বর্ণালী কাঞ্জিলাল বলেন, " কোরোনা আতঙ্কের ভয়ে মাস্ক ব্যবহার আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে ৷ মাস্ক নিয়ে আগামীদিনে একটা নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি হবে । তাই আমি বেশ কয়েকটি ডিজাইন এঁকে আমার কারিগরদের পাঠাই ৷ সঙ্গে বলি যে বেঁচে যাওয়া বেনারসির কাপড় দিয়ে সেগুলি বানাতে । মাস্কের ভেতরে ভালো লাইনিংয়ের কাপড় ব্যবহার করা হয়েছে । তাই এই পরিস্থিতির মধ্যেই যাঁরা নতুন জীবন শুরু করতে চলেছেন ৷ তাঁদের জন্য আমাদের তরফ থেকে রইল এই উপহার - বেনারসির মাস্ক । "
সালকিয়া হাওড়া থেকে নিজের বিয়ের জন্য বেনারসি কিনতে এসেছিলেন নিকিতা সূত্রধর ৷ তিনি বলেন , " আমার বিয়ের বেনারসি কিনতে এসেছিলাম । বেনারসির সঙ্গে ম্যাচিং খুব সুন্দর একটি মাস্কও পেলাম ৷ বিয়ের দিন অনেক মানুষের সমাগম হবে তাই মাস্ক পরে থাকাটা উচিত । তবে বেনারসি শাড়ির সাথে একটা সাধারণ মাস্ক পরলে খুব বেমানান লাগবে । তবে এই বেনারসির মাস্কটি সেদিনের সাজের সাথে খুব মানানসই । "
বিভিন্ন আকার ও ফ্যাব্রিকের ব্যবহারে তৈরি করা হয়েছে এই মাস্কগুলি । 5 টি রং যেমন - লাল, রানি, গাঢ় নীল, সোনালি ও সবুজ রঙের পাওয়া যাবে মাস্কগুলি । শিকারপুর রাজারহাট থেকে নিজের বিবাহ বার্ষিকীর জন্য বেনারসি কিনতে এসেছেন অনন্যা ঘোষাল দে । তিনি বলেন , " আমি আমার বিবাহ বার্ষিকীর জন্য একটি বেনারসি কিনতে এসেছিলাম । তবে বেনারসির সাথে যে একটি বেনারসির মাস্কও এক্কেবারে বিনামূল্যে পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি । ব্যাপারটিতে খুব নতুনত্ব আছে । "