কলকাতা, 10 ডিসেম্বর : মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করা নতুন কোনও বিষয় নয় । এমন কী শিক্ষকদেরও এই বছর মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । তবে, এবার শুধু পরীক্ষাকেন্দ্রে নয়, ক্লাসরুমেও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ । শুধু শিক্ষকদের নয়, পড়ুয়াদেরও স্কুল চত্বরে মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
গতকাল 2020 সালের বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার, মডেল ছুটির তালিকা, ক্লাসের রুটিন তৈরির বাধ্যতামূলক কাঠামোসহ একাধিক বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ । সেখানে অবশ্যপালনীয় দায়িত্বের মধ্যে পড়ুয়াদের মোবাইল নিয়ে আসায় নিষেধাজ্ঞা নিয়ে বলা হয়েছে, পড়ুয়াদের স্কুল চত্বরের ভিতরে মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা কঠোরভাবে নিষিদ্ধ । তারপরই শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে বলা হয়েছে, পড়ুয়াদের মনোযোগ যাতে নষ্ট না হয় সেইজন্য শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে ক্লাসরুমে বা ল্যাবরেটরিতে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে । ক্লাসে বসে মোবাইল বা ব্লুটুথ যন্ত্রের যথেচ্ছ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ । কোনও নির্দিষ্ট ক্লাসে শিক্ষাদানের সহায়ক হিসেবে মোবাইল ফোন ব্যবহার করতে হলে আগে প্রতিষ্ঠানের প্রধানের কাছে থেকে লিখিত অনুমতি নিতে হবে ।
ক্লাসরুমে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার মধ্যশিক্ষা পর্ষদের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলি । তবে, পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষত গার্লস স্কুলের ক্ষেত্রে মোবাইল ফোন না নিয়ে আসার নিষেধাজ্ঞা নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করছে তারা । পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, "সাধারণভাবে অধিকাংশ শিক্ষক সমাজ এই কাজটা করেন না । ছাত্র-ছাত্রীদের না পড়িয়ে মোবাইল ফোনে কথা বলার অভ্যাসটা ৯৮-৯৯ শতাংশ শিক্ষকেরই নেই । কিন্তু, ব্যতিক্রম তো থাকেই । নিজের কাজ না করে ফাঁকি দেওয়া বা পড়ানোর সময় মোবাইল ফোনে জরুরি কার্যকলাপে ব্যস্ত হয়ে যাওয়া । কিছুটা প্রয়োজনের খাতিরে, কিছুটা অপ্রয়োজনের খাতিরে । সেটা কখনই সমর্থনযোগ্য নয় । ক্লাস বা ল্যাবরেটরিতে কেন মোবাইল ব্যবহার করবেন ? বেশিরভাগই করেন না । তবে, যাঁরা করেন এটা তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দেওয়া হল বলেই ধরা যেতে পারে ।"