কলকাতা, 20 জুন : আবারও কলকাতা। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ । এবার উলটোডাঙা এলাকা । এবার অভিযোগের আঙুল ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে । সে নাকি এক তরুণীর সামনেই রাস্তার উপর দাঁড়িয়ে হস্তমৈথুন করেছে । তবে এই ঘটনায় যথেষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত সোমবারের । ২৮ বছরের ওই তরুণী সেদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন । তখন অভিযুক্ত তাঁকে বিরক্ত করতে শুরু করে। এমন কী তরুণীকে দেখিয়ে রাস্তার উপরেই হস্তমৈথুন করতে শুরু করে । ঘটনায় হতভম্ব হয়ে যান ওই তরুণী। তরুণীর দাবি, পিন্টু নামে ওই ব্যক্তির সেই আচরণের সাক্ষী পথচারীদের অনেকেই ।
এই ঘটনায় FIR দায়ের করেছেন তরুণী । অভিযোগে তিনি জানিয়েছেন, পিন্টু কিছুদিন ধরেই তাঁকে বিরক্ত করছে । তরুণী অভিযুক্তকে জানিয়ে দিয়েছেন যে তার প্রতি কোনও আগ্রহ নেই । কিন্তু তারপরও তরুণীকে বিরক্ত করছে পিন্টু । শেষমেশ সোমবারের ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন ওই তরুণী। পুলিশ তদন্তে নেমেছে । উলটোডাঙা থানার পক্ষ থেকে পিন্টুকে দেখা করতে বলা হয়েছে ।
বছরখানেক আগে কলকাতায় বাসে কলেজ পড়ুয়া তরুণীর উলটোদিকের আসনে বসে এক ব্যক্তি হস্তমৈথুন করে । সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ওই তরুণী তাঁর ফোনে গোটা ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করেন । তার ভিত্তিতে গ্রেপ্তারও করা হয় অভিযুক্তকে । তার কিছুদিন বাদে লোকাল ট্রেনেও এক যুবক একই ঘটনা ঘটায় । তবে তাকে ধরতে পারেনি পুলিশ ।