ETV Bharat / state

ফের অসভ্যতার সাক্ষী শহর ! রাস্তায় তরুণীর সামনে হস্তমৈথুন - Woman

২৮ বছরের ওই তরুণী সেদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন । তখন অভিযুক্ত তাঁকে বিরক্ত করতে শুরু করে । এমনকী তরুণীকে দেখিয়ে রাস্তার উপরেই হস্তমৈথুন করতে শুরু করে । ঘটনায় হতভম্ব হয়ে যান ওই তরুণী ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 20, 2019, 5:09 AM IST

Updated : Jun 20, 2019, 10:34 AM IST

কলকাতা, 20 জুন : আবারও কলকাতা। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ । এবার উলটোডাঙা এলাকা । এবার অভিযোগের আঙুল ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে । সে নাকি এক তরুণীর সামনেই রাস্তার উপর দাঁড়িয়ে হস্তমৈথুন করেছে । তবে এই ঘটনায় যথেষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত সোমবারের । ২৮ বছরের ওই তরুণী সেদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন । তখন অভিযুক্ত তাঁকে বিরক্ত করতে শুরু করে। এমন কী তরুণীকে দেখিয়ে রাস্তার উপরেই হস্তমৈথুন করতে শুরু করে । ঘটনায় হতভম্ব হয়ে যান ওই তরুণী। তরুণীর দাবি, পিন্টু নামে ওই ব্যক্তির সেই আচরণের সাক্ষী পথচারীদের অনেকেই ।

এই ঘটনায় FIR দায়ের করেছেন তরুণী । অভিযোগে তিনি জানিয়েছেন, পিন্টু কিছুদিন ধরেই তাঁকে বিরক্ত করছে । তরুণী অভিযুক্তকে জানিয়ে দিয়েছেন যে তার প্রতি কোনও আগ্রহ নেই । কিন্তু তারপরও তরুণীকে বিরক্ত করছে পিন্টু । শেষমেশ সোমবারের ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন ওই তরুণী। পুলিশ তদন্তে নেমেছে । উলটোডাঙা থানার পক্ষ থেকে পিন্টুকে দেখা করতে বলা হয়েছে ।

বছরখানেক আগে কলকাতায় বাসে কলেজ পড়ুয়া তরুণীর উলটোদিকের আসনে বসে এক ব্যক্তি হস্তমৈথুন করে । সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ওই তরুণী তাঁর ফোনে গোটা ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করেন । তার ভিত্তিতে গ্রেপ্তারও করা হয় অভিযুক্তকে । তার কিছুদিন বাদে লোকাল ট্রেনেও এক যুবক একই ঘটনা ঘটায় । তবে তাকে ধরতে পারেনি পুলিশ ।

কলকাতা, 20 জুন : আবারও কলকাতা। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ । এবার উলটোডাঙা এলাকা । এবার অভিযোগের আঙুল ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে । সে নাকি এক তরুণীর সামনেই রাস্তার উপর দাঁড়িয়ে হস্তমৈথুন করেছে । তবে এই ঘটনায় যথেষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত সোমবারের । ২৮ বছরের ওই তরুণী সেদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন । তখন অভিযুক্ত তাঁকে বিরক্ত করতে শুরু করে। এমন কী তরুণীকে দেখিয়ে রাস্তার উপরেই হস্তমৈথুন করতে শুরু করে । ঘটনায় হতভম্ব হয়ে যান ওই তরুণী। তরুণীর দাবি, পিন্টু নামে ওই ব্যক্তির সেই আচরণের সাক্ষী পথচারীদের অনেকেই ।

এই ঘটনায় FIR দায়ের করেছেন তরুণী । অভিযোগে তিনি জানিয়েছেন, পিন্টু কিছুদিন ধরেই তাঁকে বিরক্ত করছে । তরুণী অভিযুক্তকে জানিয়ে দিয়েছেন যে তার প্রতি কোনও আগ্রহ নেই । কিন্তু তারপরও তরুণীকে বিরক্ত করছে পিন্টু । শেষমেশ সোমবারের ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন ওই তরুণী। পুলিশ তদন্তে নেমেছে । উলটোডাঙা থানার পক্ষ থেকে পিন্টুকে দেখা করতে বলা হয়েছে ।

বছরখানেক আগে কলকাতায় বাসে কলেজ পড়ুয়া তরুণীর উলটোদিকের আসনে বসে এক ব্যক্তি হস্তমৈথুন করে । সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । ওই তরুণী তাঁর ফোনে গোটা ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করেন । তার ভিত্তিতে গ্রেপ্তারও করা হয় অভিযুক্তকে । তার কিছুদিন বাদে লোকাল ট্রেনেও এক যুবক একই ঘটনা ঘটায় । তবে তাকে ধরতে পারেনি পুলিশ ।

রাজু বিশ্বাস,বারাসত:-কামদুনি প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি।সেই সুবাদে সরকারের রোষের মুখেও একসময় পড়তে হয়েছিল তাকে!তিনি কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জি।সেই প্রতিবাদী শিক্ষক‌ই এবার ভিড়তে চলেছেন তৃনমূলে।শাসকদলে যোগদানের আর জি নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চিঠি দিলেন শিক্ষক প্রদীপ মুখার্জি। তাঁর কথায়,"বিজেপির মতো সাম্প্রদায়িক দল এরাজ্যের ক্ষমতায় আসলে জাতপাতের বৈষম্য বাড়বে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেকথাই জানিয়েছি আমি।বলেছি,আপনার মতো বাঙালি মুখ্যমন্ত্রীর পাশে থেকে তৃনমূল দলের হয়ে কাজ করতে চাই। আমি এমাসেই শিক্ষকতার চাকরি থেকে অবসর নেব।তখন হাতে অনেক সময় পাব এই দলের হয়ে কাজ করার জন্য।আমি একজন বিশ্বস্ত সৈনিকের মতো আপনার দলে এসে কাজ করতে চাই"। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ও চিঠি দিয়ে আমি এসমস্ত কথায় তাকে জানিয়েছি। তিনি আরও বলেন,"মুখ্যমন্ত্রী আমাকে দেখে বলেন,আপনি এসেছেন, খুব ভালো লাগছে।আমি চিঠি দেখে নিচ্ছি"। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় মন্ত্রী নির্মল মাজি ও তৃনমূল নেত্রী কৃষ্ণা চক্রবর্তীও হাজির ছিলেন বলে দাবি করেছেন কামদুনির প্রতিবাদী শিক্ষক। এদিকে,কামদুনির যে আন্দোলনকে ঘিরে একসময় রাজ‍্য রাজনীতি তোলপাড় হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম মুখ, শিক্ষক প্রদীপ মুখার্জি তৃনমূলে যোগদানের আবেদন জানালেও প্রতিবাদী আন্দোলনের অন‍্য দুই মুখ মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা এখনও কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি।সেদিক থেকে তাঁর তৃনমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ নিঃসন্দেহে অন‍্য মাত্রা যোগ করল!২০১২ সালের ৭ জুন কলেজ থেকে ফেরার পথে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। কামদুনির প্রাচীর ঘেরা একটি জায়গায় তাকে দুষ্কৃতীরা গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ‍্য রাজনীতি। দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক মূলক শাস্তির দাবিতে গড়ে ওঠে কামদুনি প্রতিবাদী মঞ্চ।সেই মঞ্চকে সামনে রেখে একের পর এক আন্দোলন গড়ে তোলা হয়। সেই সময় আন্দোলনের প্রতিবাদীর মুখ হয়ে ওঠেন কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখার্জি, গ্রামেরই দুই গৃহবধূ টুম্পা ও মৌসুমী কয়াল। শাসকদলের শত চাপের কাছেও তখন নতিস্বীকার করেননি এরা। বরঞ্চ,আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়েছিলেন প্রতিবাদীরা। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করে ন‍্যায়ের দাবিতে সেদিন লড়াই করেছিলেন প্রতিবাদী শিক্ষক, টুম্পা ও মৌসুমীরা।যার জেরে সরকারের রোষের মুখে পড়তে হয়েছিল প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জিকে। তাকে কামদুনির স্কুল থেকে বদলি করা হয়েছিল অন্যত্র। এরকম একজন প্রতিবাদী শিক্ষক এবার নাম লেখাতে চলেছেন শাসকদলে।যা নিয়েই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে।
Last Updated : Jun 20, 2019, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.