ETV Bharat / state

JU Student Death: উচ্চমাধ্যমিকে অংকে একশোয় 100, নজরকাড়া রেজাল্ট ! সৌরভের গ্রেফতারিতে হতবাক পরিবার - যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে সৌরভ চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে ৷ স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডুর দায়ের করা অভিযোগে নাম আছে সৌরভের ৷

ETV Bharat
সৌরভ চৌধুরী
author img

By

Published : Aug 12, 2023, 9:37 PM IST

Updated : Aug 12, 2023, 11:07 PM IST

কলকাতা, 12 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে সৌরভ চৌধুরীকে । যাদবপুরের প্রাক্তন সৌরভ চৌধুরী ৷ 2021 সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে অংকের উপর এমএসসি নিয়ে পাশ করেন তিনি ৷ তবে পড়াশোনা শেষ হয়ে যাবার পরেও দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় মেন হোস্টেলে থেকে গিয়েছিলেন সৌরভ ৷ এমনকী হস্টেলের মেস কমিটির সদস্যদের অন্যতম একজন হিসাবে তার নাম দেখা ছিল । এখানেই উঠছে একাধ্ক প্রশ্ন ৷ কেন পড়া শেষ হয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে গেলেন সৌরভ? মেস কমিটিতে প্রাক্তনী হয়েও তার নাম থাকল কী করে ? হস্টেল কর্তৃপক্ষেরই বা বিষয়টি নজর এড়ালো কী করে?

চন্দ্রকোনায় বাড়ি সৌরভের ৷ অত্যন্ত গরিব ঘরের ছেলে ৷ উচ্চমাধ্যমিকে অংকে একশোয় একশো পেয়েছিল সে। স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়ার। মেদিনীপুর কলেজ থেকে প্রথমে অংক নিয়ে পড়াশোনা, তারপর এমএসসি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে । বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর, এমনিতে পড়াশোনায় যথেষ্ট মেধাবী সৌরভ । তবে স্কুল জীবনে শান্ত স্বভাবের থাকলেও বিশ্ববিদ্যালয়ে বেশ প্রভাব ছিল সৌরভ চৌধুরীর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটি ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত সে ৷ অতীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে তাঁকে দেখা গিয়েছে সামনের সারিতে ৷ এছাড়াও হস্টেলের উপযুক্ত পরিকাঠামোর দাবি নিয়েও আন্দোলন করতে দেখা গিয়েছে তাকে । হস্টেলে যথেষ্ট প্রভাব ছিল সৌরভ চৌধুরীর ৷

কোভিড বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যে সমস্ত মানুষরা দুর্যোগের শিকার হয়েছিল তাদের পাশেও ছাত্র সংগঠনের তরফে দেখা গিয়েছে সৌরভকে ৷ প্রত্যন্ত এলাকায় পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল একাধিকবার । স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘটনায় তাঁর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সৌরভ চৌধুরীকে ।

আরও পড়ুন: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

সৌরভই স্বপ্নদীপকে হস্টেলে এক পড়ুয়ার গেস্ট হিসেবে থাকার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর বাবা রামপ্রসাদ কুণ্ডুর । স্বপ্নদীপের মৃত্যুতে এই সৌরভের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মৃত ছাত্রের বাবা ৷ তবে এ ধরনের কোনও অন্যায় কাজ করতে পারে না সৌরভ, মনে করছেন তাঁর বাবা-মা ৷ গ্রেফতার হওয়ার দিনেও মাকে ফোন করে সৌরভ এবং একথাই বলেছিল বলে জানা যায় । অন্যদিকে, শনিবারই 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে ধৃত সৌরভের ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী ঘটনা ঘয়েছিল বুধবার রাতে, আর কারা সেখানে উপস্থিত ছিল তা জানতে চাইছে পুলিশ ৷ বেশ কিছুজনকে জেরা করা হচ্ছে ।

কলকাতা, 12 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে সৌরভ চৌধুরীকে । যাদবপুরের প্রাক্তন সৌরভ চৌধুরী ৷ 2021 সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে অংকের উপর এমএসসি নিয়ে পাশ করেন তিনি ৷ তবে পড়াশোনা শেষ হয়ে যাবার পরেও দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় মেন হোস্টেলে থেকে গিয়েছিলেন সৌরভ ৷ এমনকী হস্টেলের মেস কমিটির সদস্যদের অন্যতম একজন হিসাবে তার নাম দেখা ছিল । এখানেই উঠছে একাধ্ক প্রশ্ন ৷ কেন পড়া শেষ হয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে গেলেন সৌরভ? মেস কমিটিতে প্রাক্তনী হয়েও তার নাম থাকল কী করে ? হস্টেল কর্তৃপক্ষেরই বা বিষয়টি নজর এড়ালো কী করে?

চন্দ্রকোনায় বাড়ি সৌরভের ৷ অত্যন্ত গরিব ঘরের ছেলে ৷ উচ্চমাধ্যমিকে অংকে একশোয় একশো পেয়েছিল সে। স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার হওয়ার। মেদিনীপুর কলেজ থেকে প্রথমে অংক নিয়ে পড়াশোনা, তারপর এমএসসি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে । বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর, এমনিতে পড়াশোনায় যথেষ্ট মেধাবী সৌরভ । তবে স্কুল জীবনে শান্ত স্বভাবের থাকলেও বিশ্ববিদ্যালয়ে বেশ প্রভাব ছিল সৌরভ চৌধুরীর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটি ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত সে ৷ অতীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে তাঁকে দেখা গিয়েছে সামনের সারিতে ৷ এছাড়াও হস্টেলের উপযুক্ত পরিকাঠামোর দাবি নিয়েও আন্দোলন করতে দেখা গিয়েছে তাকে । হস্টেলে যথেষ্ট প্রভাব ছিল সৌরভ চৌধুরীর ৷

কোভিড বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যে সমস্ত মানুষরা দুর্যোগের শিকার হয়েছিল তাদের পাশেও ছাত্র সংগঠনের তরফে দেখা গিয়েছে সৌরভকে ৷ প্রত্যন্ত এলাকায় পৌঁছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল একাধিকবার । স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু ঘটনায় তাঁর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সৌরভ চৌধুরীকে ।

আরও পড়ুন: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

সৌরভই স্বপ্নদীপকে হস্টেলে এক পড়ুয়ার গেস্ট হিসেবে থাকার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর বাবা রামপ্রসাদ কুণ্ডুর । স্বপ্নদীপের মৃত্যুতে এই সৌরভের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মৃত ছাত্রের বাবা ৷ তবে এ ধরনের কোনও অন্যায় কাজ করতে পারে না সৌরভ, মনে করছেন তাঁর বাবা-মা ৷ গ্রেফতার হওয়ার দিনেও মাকে ফোন করে সৌরভ এবং একথাই বলেছিল বলে জানা যায় । অন্যদিকে, শনিবারই 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে ধৃত সৌরভের ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী ঘটনা ঘয়েছিল বুধবার রাতে, আর কারা সেখানে উপস্থিত ছিল তা জানতে চাইছে পুলিশ ৷ বেশ কিছুজনকে জেরা করা হচ্ছে ।

Last Updated : Aug 12, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.