ETV Bharat / state

Babul Supriyo Refuses to Talk With ETV Bharat : জয়ের পর ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে না বাবুল সুপ্রিয়র - Babul Supriyo Refused to give interview to ETV Bharat

জয়ের কয়েক ঘন্টার মধ্যেই ইটিভি ভারতকে প্রত্যাখ্যান বাবুল সুপ্রিয়র (Babul Supriyo refused ETV Bharat) ৷ দিলেন না প্রতিনিধিকে সাক্ষাৎকার ৷

Babul Supriyo refused ETV Bharat
Babul Supriyo
author img

By

Published : Apr 16, 2022, 5:56 PM IST

Updated : Apr 16, 2022, 7:51 PM IST

কলকাতা, 16 এপ্রিল : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় শনিবার বালিগঞ্জ কেন্দ্র থেকে 20 হাজার ভোটে জিতলেন । বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধানসভা উপনির্বাচনে জিতলেন তিনি ( Ballygunge assembly candidate)।

জয়ের পর 24 ঘণ্টাও কাটেনি । জয়ী প্রার্থী হিসাবে সার্টিফিকেট তোলার দু ঘন্টার মধ্যেই সংবাদমাধ্যমকে প্রত্যাখ্যান করলেন বাবুল । কারণ না জানিয়েই ডেকেও ইটিভি ভারতকে প্রত্যাখ্যান করলেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী (Babul Supriyo Refused to give interview to ETV Bharat)।

এদিন বাবুল সুপ্রিয় জয়ী হওয়ার পর তাঁর সহযোগী শেখ আলফাজের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । কথা হয় একান্ত সাক্ষাৎকারের । তিনি আমাদের প্রতিনিধিকে 85 নম্বর ওয়ার্ডে বিধায়ক দেবাশিস কুমারের পার্টি অফিসে আসার কথা বলেন । সেইমতো পার্টি অফিসে পৌঁছলেও কথা বলতে রাজি হননি বাবুল সুপ্রিয় ।

প্রথমে ইটিভি ভারতের প্রতিনিধিকে নিচে অপেক্ষা করতে বলা হয় । কিন্তু পরে আলফাজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তিনি আর কথা বলবেন না । এই অবস্থায় ইটিভি ভারতের প্রতিনিধি অপেক্ষা করার কথা বললেও কথা বলতে রাজি হননি বাবুল সুপ্রিয় । কিছুক্ষণ বাদেই সেখানে আসেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও কথা বলতে চাননি সদ্য জয়ী তৃণমূল প্রার্থী । এরপর দেখা যায় পার্টি অফিসে বসে বাবুল সুপ্রিয়র বাবা এবং পরিবারের সদস্যরা ৷ আছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার এবং মন্ত্রী ফিরহাদ হাকিম । বালিগঞ্জ ভোটে প্রথম দিন থেকেই বাবুলের হয়ে যথাসম্ভব কভারেজ দিয়েছে ইটিভি ভারত । কিন্তু তা সত্ত্বেও তাঁর এই আচরণ অভাবনীয় ।

জয়ের পর ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে না বাবুল সুপ্রিয়র

প্রসঙ্গত, 'লেট লতিফ' বাবুল সুপ্রিয়র প্রচার নিয়ে বিব্রত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একাংশও । নির্বাচনী প্রচারের সময় নির্দিষ্ট সময় অপেক্ষা করতে বলে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে এসেছেন এই সেলিব্রেটি প্রার্থী বলে অভিযোগ ছিল । কিন্তু জয়ের 24 ঘণ্টা কাটতে না কাটতেই সংবাদমাধ্যমের সঙ্গে এই ধরনের আচরণ দল কতটা সমর্থন করে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন : Babul Supriyo on his win : ‘পোয়েটিক জাস্টিস’, আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল

কলকাতা, 16 এপ্রিল : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় শনিবার বালিগঞ্জ কেন্দ্র থেকে 20 হাজার ভোটে জিতলেন । বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধানসভা উপনির্বাচনে জিতলেন তিনি ( Ballygunge assembly candidate)।

জয়ের পর 24 ঘণ্টাও কাটেনি । জয়ী প্রার্থী হিসাবে সার্টিফিকেট তোলার দু ঘন্টার মধ্যেই সংবাদমাধ্যমকে প্রত্যাখ্যান করলেন বাবুল । কারণ না জানিয়েই ডেকেও ইটিভি ভারতকে প্রত্যাখ্যান করলেন সদ্য জয়ী তৃণমূল প্রার্থী (Babul Supriyo Refused to give interview to ETV Bharat)।

এদিন বাবুল সুপ্রিয় জয়ী হওয়ার পর তাঁর সহযোগী শেখ আলফাজের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । কথা হয় একান্ত সাক্ষাৎকারের । তিনি আমাদের প্রতিনিধিকে 85 নম্বর ওয়ার্ডে বিধায়ক দেবাশিস কুমারের পার্টি অফিসে আসার কথা বলেন । সেইমতো পার্টি অফিসে পৌঁছলেও কথা বলতে রাজি হননি বাবুল সুপ্রিয় ।

প্রথমে ইটিভি ভারতের প্রতিনিধিকে নিচে অপেক্ষা করতে বলা হয় । কিন্তু পরে আলফাজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তিনি আর কথা বলবেন না । এই অবস্থায় ইটিভি ভারতের প্রতিনিধি অপেক্ষা করার কথা বললেও কথা বলতে রাজি হননি বাবুল সুপ্রিয় । কিছুক্ষণ বাদেই সেখানে আসেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও কথা বলতে চাননি সদ্য জয়ী তৃণমূল প্রার্থী । এরপর দেখা যায় পার্টি অফিসে বসে বাবুল সুপ্রিয়র বাবা এবং পরিবারের সদস্যরা ৷ আছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার এবং মন্ত্রী ফিরহাদ হাকিম । বালিগঞ্জ ভোটে প্রথম দিন থেকেই বাবুলের হয়ে যথাসম্ভব কভারেজ দিয়েছে ইটিভি ভারত । কিন্তু তা সত্ত্বেও তাঁর এই আচরণ অভাবনীয় ।

জয়ের পর ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে না বাবুল সুপ্রিয়র

প্রসঙ্গত, 'লেট লতিফ' বাবুল সুপ্রিয়র প্রচার নিয়ে বিব্রত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একাংশও । নির্বাচনী প্রচারের সময় নির্দিষ্ট সময় অপেক্ষা করতে বলে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে এসেছেন এই সেলিব্রেটি প্রার্থী বলে অভিযোগ ছিল । কিন্তু জয়ের 24 ঘণ্টা কাটতে না কাটতেই সংবাদমাধ্যমের সঙ্গে এই ধরনের আচরণ দল কতটা সমর্থন করে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন : Babul Supriyo on his win : ‘পোয়েটিক জাস্টিস’, আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল

Last Updated : Apr 16, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.