ETV Bharat / state

মমতাকে 'জয় শ্রী রাম' বার্তা বাবুলের - viral twit

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়ার পরই তার কাছে জয় হিন্দ ,জয় বাংলা মেসেজ আসছে বলে তার অভিযোগ । সেই বার্তার উত্তরে মমতাকে "জয় শ্রী রাম "শুভেচ্ছা বাবুলের

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jun 4, 2019, 11:55 PM IST

কলকাতা, 4 জুন : মমতাকে 'জয় শ্রীরাম' বার্তা বাবুলের । 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চলতে থাকা বিতর্ক ভাইরাল সোশাল মিডিয়ায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, BJP-এর নেতা, মন্ত্রী ও সাংসদের মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় । সেই থেকে বাদ যাননি আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর ফোনে 'জয় হিন্দ, জয় বাংলা' মেসেজ দেওয়া হচ্ছে বলেও জানান বাবুল । শুধু বাবুল নন, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের মতো নেতাদের ফোনেও জয় বাংলা, জয় হিন্দ বার্তা পাঠানো হয় বলে ফেসবুকে জানান লকেট ।

এই সংক্রান্ত খবর : ফোন নম্বর লিক ? বাবুলের হোয়াটসঅ্যাপে মমতার সমর্থনে মেসেজ

এরপরই আজ বাবুল টুইটারে একটি পোস্ট করেন । তিনি লেখেন, 'যারা আমাকে মোবাইলে বা ফেসবুকে জয় হিন্দ জয় বাংলা জানাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানাই । same to you। হিন্দ আর বাংলা তো আমার, আপনার, সবার।'

post
বাবুল সুপ্রিয়র টুইটার পোস্ট

পাশাপাশি, নিজের বার্তাতে তৃণমূল নেত্রী মমতাকে কটাক্ষ করতেও পিছপা হননি বাবুল । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখেন, 'আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা আর দিদিমণিকে জানাই জয় শ্রীরাম'।

কলকাতা, 4 জুন : মমতাকে 'জয় শ্রীরাম' বার্তা বাবুলের । 'জয় শ্রীরাম' ধ্বনি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চলতে থাকা বিতর্ক ভাইরাল সোশাল মিডিয়ায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, BJP-এর নেতা, মন্ত্রী ও সাংসদের মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় । সেই থেকে বাদ যাননি আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর ফোনে 'জয় হিন্দ, জয় বাংলা' মেসেজ দেওয়া হচ্ছে বলেও জানান বাবুল । শুধু বাবুল নন, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের মতো নেতাদের ফোনেও জয় বাংলা, জয় হিন্দ বার্তা পাঠানো হয় বলে ফেসবুকে জানান লকেট ।

এই সংক্রান্ত খবর : ফোন নম্বর লিক ? বাবুলের হোয়াটসঅ্যাপে মমতার সমর্থনে মেসেজ

এরপরই আজ বাবুল টুইটারে একটি পোস্ট করেন । তিনি লেখেন, 'যারা আমাকে মোবাইলে বা ফেসবুকে জয় হিন্দ জয় বাংলা জানাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানাই । same to you। হিন্দ আর বাংলা তো আমার, আপনার, সবার।'

post
বাবুল সুপ্রিয়র টুইটার পোস্ট

পাশাপাশি, নিজের বার্তাতে তৃণমূল নেত্রী মমতাকে কটাক্ষ করতেও পিছপা হননি বাবুল । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লেখেন, 'আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা আর দিদিমণিকে জানাই জয় শ্রীরাম'।

Intro:সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। বিভিন্ন বিজেপি নেতা, সাংসদ এবং মন্ত্রীর, সাংসদ এবং মন্ত্রীর মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এমনই অভিযোগ উঠছে। আর সেই ফোন নম্বরে "জয় হিন্দ জয় বাংলা" মেসেজ জয় বাংলা" মেসেজ দেওয়া হচ্ছে মমতার স্বপক্ষে। শুধু তাই নয় যারা মেসেজ দিচ্ছেন তারা আবার সেই মেসেজের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করছেন। ফলে গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র নম্বর লিক হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার মোবাইলেও "জয় হিন্দ জয় বাংলা" মেসেজ গিয়েছে। কিন্তু মেজাজ না হারিয়ে মেসেজ প্রদানকারীদের বাবুল সুপ্রিয় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন।
একটি টুইট করে বাবুল সুপ্রিয় জানিয়েছেন "যারা আমাকে মোবাইলে বা ফেসবুকে 'জয় হিন্দ জয় বাংলা' জানাচ্ছেন তাদের বলি ধন্যবাদ এবং same to you। 'হিন্দ' আর 'বাংলা' তো আমার, আপনার, সবার। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা আর দিদিমণি কে জানাই জানাই 'জয় শ্রীরাম'।Body:.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.