কলকাতা, 26 এপ্রিল: সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় ৷ অভিষেক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের ছেলে ৷ গত সোমবার তাঁর ছেলের বান্ধবীকে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই অনুযায়ী বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন ইমন গঙ্গোপাধ্যায় ৷
সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় ইমন গঙ্গোপাধ্যায়ের নামে জমি কেনা রয়েছে ৷ ইডি সূত্রের খবর, অভিষেক শীলের বান্ধবী ইমন রাজ্য সরকারের এক আধিকারিকের মেয়ে ৷ তাঁর নামে একাধিক বেসরকারি সংস্থার হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷ এছাড়া অভিষেকের সঙ্গে ইমন গঙ্গোপাধ্যায় যৌথভাবে একাধিক পেট্রোল পাম্পও কিনেছেন বলে তদন্তে উঠে এসেছে ৷
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অনুমান, এই সব সংস্থা গড়ে তোলার নেপথ্যে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলার কোটি কোটি কালো টাকা ৷ আর এই কালো টাকা সাদা করতেই অয়ন শীল ও তাঁর ছেলে অভিষেক শীল বেনামী কোম্পানি খুলে টাকা বিনিয়োগ করতে থাকেন ৷ অয়ন শীলের গ্রেফতারির পর তাঁর সল্টলেকের ভাড়া করা অফিস এবং বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে গোয়েন্দারা বহু নথিপত্র পেয়েছিলেন ৷
এর মধ্যে ছিল 2012 সালের টেট পরীক্ষার ওএমআর শিট ৷ অর্থাৎ এখান থেকেই তদন্তকারীরা অনুধাবন করেন, শুধুমাত্র যে রাজ্যে 2014 সালে টেট পরীক্ষার দুর্নীতি হয়েছিল, তেমনটা নয় বরং টেট দুর্নীতির বীজ বপন শুরু হয়েছিল 2012 সাল থেকেই ৷ আরও জানা গিয়েছে, শুধুমাত্র এই রাজ্যে নয়, দিল্লিতেও একাধিক ফ্ল্যাট রয়েছে অয়ন শীলের ৷ অভিজাত গাড়িও আছে তাঁর নামে ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সল্টলেকের এই ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, 200 কোটি টাকার হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ এর সবটাই বিভিন্ন পৌরসভার চাকরি বিক্রি করে রোজগার করেছেন অয়ন শীল ৷ প্রসঙ্গত, অয়ন শীল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ৷ অয়নকে মার্চ মাসে গ্রেফতার করে ইডি ৷
আরও পড়ুন: পৌরসভার চাকরি বিক্রি করে 200 কোটি টাকা তুলেছেন অয়ন, দাবি ইডি'র