কলকাতা, 11 নভেম্বর: রাজ্যে বাতিল হল 253টি বিএড কলেজের অনুমোদন। কেন্দ্রের নির্দিষ্ট নিয়ম না-মানার অভিযোগ সেই সব বেসরকারি কলেজের বিরুদ্ধে। এ ব্যাপারে রাজ্যের বিআর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগাম সতর্ক করা হলেও তা মানেনি বেসরকারি কলেজগুলির একাংশ। ফলে এবার তাদের অনুমোদন বাতিল হল। আর তার জেরে প্রশ্নের মুখে একাধিক পড়ুয়াদের ভবিষ্যৎ।
রাজ্যে শিক্ষকতা করতে বিএড ডিগ্রি অত্যন্ত দরকারি হলেও পশ্চিমবঙ্গে সরকারি বিএড কলেজের সংখ্যা মাত্র 24টি। তার তুলনায় বেসকারি বিএড কলেজের সংখ্যা অনেক বেশি। প্রায় 600-র ওপর বেসরকারি বিএড কলেজ রাজ্যে রয়েছে। কিন্তু এই কলেজগুলির অনুমোদন দেয় বিএড বিশ্ববিদ্যালয়। তবে যে নিয়মের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়, তা নির্ধারণ করে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বা এনসিটিই। সেই নিয়ম বলছে, এই কলেজগুলিতে ছাত্র এবং শিক্ষকের সংখ্যার একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখতে হবে।
প্রতি বছরই সরকারি অনুমোদন পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হয় এই রাজ্যের সমস্ত বেসরকারি কলেজগুলিকে। সেই নিয়ম অনুযায়ী এ বারও আবেদন করেছিল বহু বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেই অনুমোদনের শেষ দিন ছিল 4 অক্টোবর। তবে জমা পড়া আবেদন যাচাই করে দেখা যায়, বেসরকারি কলেজগুলির মধ্যে প্রায় সাড়ে তিনশোর উপর কলেজ নিয়ম মেনেছে। তার সঙ্গে সরকারি সমস্ত বিএড কলেজগুলিও নিয়ম মেনেছে। তবে বাকি 253টি কলেজ মানেনি সেই নিয়ম। তাই সেই 253টি কলেজের আপাতত অনুমোদন বাতিল করা হল। তবে পরবর্তীকালে নিয়ম মেনে ফের তারা অনুমোদনের জন্য আবেদন করতে পারে।
প্রসঙ্গত, এর আগেও একাধিক বিএড কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠেছিল সেখানকার পরিকাঠামো নিয়ে। এমন প্রায় 200-র বেশি বিএড কলেজ ঘিরে প্রশ্ন উঠেছিল বলে সূত্রের খবর। এমন অবস্থায় বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই সতর্ক বার্তা দিয়ে রাখা হয়েছিল। এমতাবস্থায়ন ওই সমস্ত কলেজের পড়ুয়াদের জন্য কোন ব্যবস্থা করা যায় কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন: