ETV Bharat / state

SFI-DYFI Protest: সলমানের উপর হামলা, আমতা থানা ঘেরাও করবে এসএফআই-ডিওয়াইএফআই

আনিশ খানের ভাই সলমান খানের ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে আমতা থানা ঘেরাও-এর ডাক দিয়েছে বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই (Attack on Salman Khan) ৷

SFI-DYFI Protest
আমতা থানা ঘেরাও করবে এসএফআই-ডিওয়াইএফআই
author img

By

Published : Sep 10, 2022, 4:46 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: হাওড়ার ছাত্র নেতা আনিশ খান হত্যার অন্যতম সাক্ষী ছিলেন তাঁরই নিকট আত্মীয় সলমান খান (Attack on Salman Khan)। শুক্রবার রাতে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এরই প্রাতিবাদে আগামিকাল বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই হাওড়ার আমতা থানা ঘেরাও-এর ডাক দিয়েছে । তাদের অভিযোগ, আনিশ খান হত্যার পর থেকেই তাঁর আত্মীয় সলমান খানকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী । এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি । শুক্রবারের রাতের ঘটনায় তা আবারও প্রমাণিত হল ।

এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন, "রাজ্য পুলিশ চোর, ডাকাত, দুষ্কৃতীদের নিরাপত্তা দিতেই ব্যস্ত । রাজ্যের সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই । পরিকল্পনামাফিক আনিশ খানকে হত্যা করা হয়েছিল । যে ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন আনিশ খানের খুড়তুতো ভাই সলমান খান । ঘটনার পর থেকে বহুবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল । আমতা থানা-সহ জেলা পুলিশ প্রশাসনকে বিষয়ে অভিযোগ জানিয়েছিল সলমান । তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । শুক্রবার রাতে সলমান খানকে খুনের চেষ্টা হয়। আমরা এই ঘটনায় আমতা থানার কাছে হিসেব চাইতে যাব ।"

আরও পড়ুন: আক্রান্ত আনিসের ভাই, অভিযোগের তীর শাসক দলের দিকে

সূত্রের খবর, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী সলমান খানের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালায় । মাথার পিছন দিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় । সঙ্গে সঙ্গে সলমান মাটিতে লুটিয়ে পড়ে এবং চিৎকার করতে থাকেন । ছুটে আসেন বাড়ির বাকি সদস্য ও পড়শিরা । তাঁকে উদ্ধার করে হাওড়ার বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে পরে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে শনিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

কলকাতা, 10 সেপ্টেম্বর: হাওড়ার ছাত্র নেতা আনিশ খান হত্যার অন্যতম সাক্ষী ছিলেন তাঁরই নিকট আত্মীয় সলমান খান (Attack on Salman Khan)। শুক্রবার রাতে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এরই প্রাতিবাদে আগামিকাল বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই হাওড়ার আমতা থানা ঘেরাও-এর ডাক দিয়েছে । তাদের অভিযোগ, আনিশ খান হত্যার পর থেকেই তাঁর আত্মীয় সলমান খানকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী । এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি । শুক্রবারের রাতের ঘটনায় তা আবারও প্রমাণিত হল ।

এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন, "রাজ্য পুলিশ চোর, ডাকাত, দুষ্কৃতীদের নিরাপত্তা দিতেই ব্যস্ত । রাজ্যের সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই । পরিকল্পনামাফিক আনিশ খানকে হত্যা করা হয়েছিল । যে ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন আনিশ খানের খুড়তুতো ভাই সলমান খান । ঘটনার পর থেকে বহুবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল । আমতা থানা-সহ জেলা পুলিশ প্রশাসনকে বিষয়ে অভিযোগ জানিয়েছিল সলমান । তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । শুক্রবার রাতে সলমান খানকে খুনের চেষ্টা হয়। আমরা এই ঘটনায় আমতা থানার কাছে হিসেব চাইতে যাব ।"

আরও পড়ুন: আক্রান্ত আনিসের ভাই, অভিযোগের তীর শাসক দলের দিকে

সূত্রের খবর, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী সলমান খানের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালায় । মাথার পিছন দিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় । সঙ্গে সঙ্গে সলমান মাটিতে লুটিয়ে পড়ে এবং চিৎকার করতে থাকেন । ছুটে আসেন বাড়ির বাকি সদস্য ও পড়শিরা । তাঁকে উদ্ধার করে হাওড়ার বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে পরে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে শনিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.