ETV Bharat / state

যাদবপুরে ATM প্রতারণার অভিযোগ বেড়ে 35, দ্রুত পিন বদলানোর পরামর্শ পুলিশের - Schemer at two ATMs in Jadavpur

অবিলম্বে শহরবাসীকে ATM-র পিন নম্বর বদলে ফেলার পরামর্শ পুলিশের। ATM প্রতারণা রুখতে প্রত্যেককেই তিন মাস অন্তর ATM-র পিন বদলানোর পরামর্শ দিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা । যাঁরা নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রেও তাঁর পরামর্শ, তিন মাস অন্তর বদলে ফেলুন পিন বা পাসওয়ার্ড। এতে সুরক্ষিত থাকবে আপনার আমানত।

Police advise on ATM protection
ATM প্রতারণা
author img

By

Published : Dec 3, 2019, 5:23 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর : অভিযোগ এসেই চলেছে । গতকাল পর্যন্ত অভিযোগের সংখ্যা ছিল 22 । আজ তা বেড়ে হয়েছে 35 । প্রতিটি ক্ষেত্রেই ATM স্ক্যানিংয়ের মাধ্যমে টাকা তোলা হয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার তুলে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। দিল্লিতে পৌঁছে গেছে গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যা ফ্রড শাখার অফিসাররা। কারণ গোয়েন্দারা জানতে পেরেছেন, দিল্লির নির্দিষ্ট দুই-একটি ATM থেকে তোলা হচ্ছে টাকা । ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সেই ATMগুলি । পাওয়া গেছে CCTV ফুটেজ । সেই সূত্র ধরেই এগিয়ে চলছে তদন্তের কাজ।

এদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা পরামর্শ দিয়েছেন, অবিলম্বে ATM-র পিন নম্বর বদলে ফেলার। তদন্তকারীদের ধারণা, সাম্প্রতিককালে নয়, 'স্কিমার' বসানো হয়েছিল এপ্রিলে। যাদবপুরে দুটি ATM-এ সেই সময় স্কিমার পেয়েছিল পুলিশ। গোয়েন্দাদের সন্দেহ, তখনই তথ্য হাতানো হয়েছিল গ্রাহকদের। আসলে স্কিমারের পাশাপাশি কিবোর্ড এর দিকে মুখ করে লাগানো হয় একটি ক্যামেরা। স্কিমার মেশিন তুলে নেয় কার্ডের তথ্য। আর ওই ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয় পিন টাইপের। তারপর তৈরি করা হয় ক্লোন কার্ড। আর ক্যামেরার মাধ্যমে পাওয়া ছবি মিলিয়ে দেওয়া হয় ATM-র পিন। এটাই ATM জালিয়াতির মোডাস অপারেন্ডি। অর্থাৎ এপ্রিলে যে তথ্য হাতানো হয়েছিল, সেই তথ্য অনুযায়ী চলছে ATM প্রতারণা। সেই সূত্রেই গোয়েন্দা প্রধান বলেন, "আমরা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে বলেছি ওই সময় যারা নির্দিষ্ট ATM-গুলিতে টাকা লেনদেন করেছিলেন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে। অবিলম্বে সেই গ্রাহকের ATM পিন বদলে দেওয়ার পরামর্শ দিতে।" পাশাপাশি ATM প্রতারণা রুখতে প্রত্যেককেই তিন মাস অন্তর ATM-র পিন বদলানোর পরামর্শ দিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান । যাঁরা নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রেও তাঁর পরামর্শ, তিন মাস অন্তর বদলে ফেলুন পিন বা পাসওয়ার্ড। এতে সুরক্ষিত থাকবে আপনার আমানত।

এই সম্পর্কিত আরও পড়ুন : যাদবপুরে ATM জালিয়াতিতে রোমানিয়ার গ্যাংকেই সন্দেহ পুলিশের


শহরে ফের ATM স্কিমিংয়ের আতঙ্কের জেরে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ঠিক হয়েছে প্রতিদিন নির্দিষ্ট থানা এলাকায় থাকা ATM-গুলিতে বাইক নিয়ে পুলিশের কোনও অফিসার টহল দেবে। পরীক্ষা করবে কোনও 'স্কিমার' ATM-এ লাগানো হয়েছে কি না । একইসঙ্গে লালবাজার এবং ব্যাঙ্কের যৌথ দল খতিয়ে দেখবে ATM-র সুরক্ষার বিষয়টি। ইতিমধ্যেই সবকটি ব্যাঙ্কের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে কথা বলেছে লালবাজারের গোয়েন্দা দপ্তর । ATM-র সুরক্ষায় নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কলকাতা, 3 ডিসেম্বর : অভিযোগ এসেই চলেছে । গতকাল পর্যন্ত অভিযোগের সংখ্যা ছিল 22 । আজ তা বেড়ে হয়েছে 35 । প্রতিটি ক্ষেত্রেই ATM স্ক্যানিংয়ের মাধ্যমে টাকা তোলা হয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার তুলে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। দিল্লিতে পৌঁছে গেছে গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যা ফ্রড শাখার অফিসাররা। কারণ গোয়েন্দারা জানতে পেরেছেন, দিল্লির নির্দিষ্ট দুই-একটি ATM থেকে তোলা হচ্ছে টাকা । ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সেই ATMগুলি । পাওয়া গেছে CCTV ফুটেজ । সেই সূত্র ধরেই এগিয়ে চলছে তদন্তের কাজ।

এদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা পরামর্শ দিয়েছেন, অবিলম্বে ATM-র পিন নম্বর বদলে ফেলার। তদন্তকারীদের ধারণা, সাম্প্রতিককালে নয়, 'স্কিমার' বসানো হয়েছিল এপ্রিলে। যাদবপুরে দুটি ATM-এ সেই সময় স্কিমার পেয়েছিল পুলিশ। গোয়েন্দাদের সন্দেহ, তখনই তথ্য হাতানো হয়েছিল গ্রাহকদের। আসলে স্কিমারের পাশাপাশি কিবোর্ড এর দিকে মুখ করে লাগানো হয় একটি ক্যামেরা। স্কিমার মেশিন তুলে নেয় কার্ডের তথ্য। আর ওই ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয় পিন টাইপের। তারপর তৈরি করা হয় ক্লোন কার্ড। আর ক্যামেরার মাধ্যমে পাওয়া ছবি মিলিয়ে দেওয়া হয় ATM-র পিন। এটাই ATM জালিয়াতির মোডাস অপারেন্ডি। অর্থাৎ এপ্রিলে যে তথ্য হাতানো হয়েছিল, সেই তথ্য অনুযায়ী চলছে ATM প্রতারণা। সেই সূত্রেই গোয়েন্দা প্রধান বলেন, "আমরা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে বলেছি ওই সময় যারা নির্দিষ্ট ATM-গুলিতে টাকা লেনদেন করেছিলেন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে। অবিলম্বে সেই গ্রাহকের ATM পিন বদলে দেওয়ার পরামর্শ দিতে।" পাশাপাশি ATM প্রতারণা রুখতে প্রত্যেককেই তিন মাস অন্তর ATM-র পিন বদলানোর পরামর্শ দিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান । যাঁরা নেট ব্যাঙ্কিং অথবা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রেও তাঁর পরামর্শ, তিন মাস অন্তর বদলে ফেলুন পিন বা পাসওয়ার্ড। এতে সুরক্ষিত থাকবে আপনার আমানত।

এই সম্পর্কিত আরও পড়ুন : যাদবপুরে ATM জালিয়াতিতে রোমানিয়ার গ্যাংকেই সন্দেহ পুলিশের


শহরে ফের ATM স্কিমিংয়ের আতঙ্কের জেরে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ঠিক হয়েছে প্রতিদিন নির্দিষ্ট থানা এলাকায় থাকা ATM-গুলিতে বাইক নিয়ে পুলিশের কোনও অফিসার টহল দেবে। পরীক্ষা করবে কোনও 'স্কিমার' ATM-এ লাগানো হয়েছে কি না । একইসঙ্গে লালবাজার এবং ব্যাঙ্কের যৌথ দল খতিয়ে দেখবে ATM-র সুরক্ষার বিষয়টি। ইতিমধ্যেই সবকটি ব্যাঙ্কের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে কথা বলেছে লালবাজারের গোয়েন্দা দপ্তর । ATM-র সুরক্ষায় নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Intro:কলকাতা, 3 ডিসেম্বর: অভিযোগ এসেই চলেছে। গতকাল পর্যন্ত অভিযোগের সংখ্যা ছিল 22। আজ তা বেড়ে হয়েছে 35। প্রতিটি ক্ষেত্রেই এটিএম স্ক্যানিংয়ের মাধ্যমে টাকা তোলা হয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার তুলে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। দিল্লিতে পৌঁছে গেছে গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড শাখার অফিসাররা। কারণ গোয়েন্দারা জানতে পেরেছে, দিল্লির নির্দিষ্ট দু-একটি এটিএম থেকে তোলা হচ্ছে টাকা। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সেই এটিএম। পাবা গেছে সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরেই এগিয়ে চলছে তদন্তের কাজ।



Body:এদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা পরামর্শ দিয়েছেন, অবিলম্বে এটিএম এর পিন নম্বর বদলে ফেলার। তদন্তকারীদের ধারণা, সাম্প্রতিককালে নয়, স্কিমার বসানো হয়েছিল গত এপ্রিল মাসে। যাদবপুরে দুটি এটিএমে সেই সময় স্কিমার পেয়েছিল পুলিশ। গোয়েন্দাদের সন্দেহ, তখনই তথ্য হাতানো হয়েছিল গ্রাহকদের। আসলে স্কিমার মেশিনের পাশাপাশি কিবোর্ড এর দিকে তাক করে লাগানো হয় একটি ক্যামেরা। স্কিমার মেশিন তুলে নাই কার্ডের তথ্য। আর ওই ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয় পিন টাইপের। তারপর তৈরি করা হয় ক্লোন কার্ড। আর ক্যামেরার মাধ্যমে পাওয়া ছবি মিলিয়ে দেওয়া হয় এটিএম এর পিন। এটাই এটিএম জালিয়াতির মোডাস অপারেন্ডি। অর্থাৎ গত এপ্রিল মাসে যে তথ্য হাতানো হয়েছিল, সেই তথ্য অনুযায়ী চলছে এটিএম প্রতারণা। সেই সূত্রেই গোয়েন্দা প্রধান বলেন, “ আমরা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে বলেছি ওই সময় যারা নির্দিষ্ট এটিএম গুলিতে ট্রানজাকশন করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করতে। অবিলম্বে সেই গ্রাহকের এটিএম এর পিন বদলে দেওয়ার পরামর্শ দিতে।" পাশাপাশি এটিএম প্রতারণা রুখতে প্রত্যেককেই তিন মাস অন্তর এটিএম এর পিন বদলানোর পরামর্শ দিয়েছেন মুরলীধর। যারা নেট ব্যাঙ্কিং কিমা মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও তার পরামর্শ তিন মাস অন্তর বদলে ফেলুন পিন কিংবা পাসওয়ার্ড। এতে সুরক্ষিত থাকবে আপনার আমানত।



Conclusion:শহরে ফের এটিএম স্কিমিংয়ের আতঙ্কের জেনে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ঠিক হয়েছে প্রতিদিন নির্দিষ্ট থানা এলাকায় থাকা এটিএম গুলিতে বাইক নিয়ে পুলিশের কোনো অফিসার টহল দেবে। পরীক্ষা করবে কোন স্কিমার এটিএমে লাগানো হয়েছে কিনা। একইসঙ্গে লালবাজার এবং ব্যাংক এর যৌথ দল খতিয়ে দেখবে এটিএমের সুরক্ষার বিষয়টি। ইতিমধ্যেই সবকটি ব্যাংকের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে কথা বলেছেন লালবাজারের গোয়েন্দা দপ্তর। এটিএমের সুরক্ষায় নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.