ETV Bharat / state

আগামী ফেব্রুয়ারিতে চালু হতে পারে টালা ব্রিজ, জানালেন অতীন ঘোষ - NORTH KOLKATA

রক্ষণাবেক্ষণের অভাবে উত্তর কলকাতার টালা ব্রিজের বেহাল দশা । 2020 সালে টালা ব্রিজ বন্ধ করে দিয়ে নতুন করে তৈরি করার কাজ শুরু হয় । আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টালা ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা বিধায়ক অতীন ঘোষ টালা ব্রিজ পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানান । বর্তমানে এই ব্রিজের উত্তর দিকের কাজ অনেকটাই শেষের মুখে । জটিলতা থাকায় ব্রিজের দক্ষিণ দিকের কাজ এখনও বাকি রয়েছে ।

আগামী ফেব্রুয়ারিতে চালু হতে পারে টালা ব্রিজ পরিদর্শনে গিয়ে জানালেন অতীন ঘোষ
আগামী ফেব্রুয়ারিতে চালু হতে পারে টালা ব্রিজ পরিদর্শনে গিয়ে জানালেন অতীন ঘোষ
author img

By

Published : Jun 12, 2021, 7:03 PM IST

কলকাতা, 30 জুন: উত্তর কলকাতার যোগাযোগ অনেকটাই নির্ভর করে টালা ব্রিজের উপর । রক্ষণাবেক্ষণের অভাবে টালা ব্রিজের দশা বেহাল হয়ে পড়ে । এরপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় টালা ব্রিজ ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হবে । 2020 সালে টালা ব্রিজ বন্ধ করে দিয়ে নতুন করে তৈরি করার কাজ শুরু হয় । আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টালা ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা বিধায়ক অতীন ঘোষ টালা ব্রিজ পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানান । বেশ কিছু জটিলতা থাকায় ব্রিজ নির্মাণে দেরি হচ্ছে । টালা ব্রিজের নীচে রয়েছে রেলপথ, সেই সঙ্গে রয়েছে বেশকিছু পানীয় জল সরবরাহের পাইপ লাইন । তাই টালা ব্রিজের নকশা কিছুটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এদিন টালা বিজ্র পরিদর্শন করার পর অতীন ঘোষ জানিয়েছেন, এই ব্রিজ নির্মাণে কিছু জটিলতা রয়েছে। রাজ্য সরকারের কাছে ব্রিজের নির্মাণ কাজের রিপোর্ট পাঠানো হবে । ঠিকমতো রেলের সহযোগিতা মিললে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই ব্রিজের কাজ কাজ শেষ হয়ে যাবে । টালা ব্রিজ বন্ধ থাকায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে । এই ব্রিজ তৈরি হয়ে গেলে উত্তর কলকাতার নাগরিকদের যাতায়াতের অনেক সুবিধা হবে । পিডব্লিউডি ও এলএনটি সংস্থার উদ্যোগে নতুন টালা ব্রিজ তৈরি করা হচ্ছে । বর্তমানে এই ব্রিজের উত্তর দিকের কাজ অনেকটাই শেষের মুখে । জটিলতা থাকায় ব্রিজের দক্ষিণ দিকের কাজ এখনও বাকি রয়েছে ।

আরও পড়ুন...ফিরহাদের গ্রেফতারিতে বিঘ্নিত হতে পারে কলকাতায় করোনার বিরুদ্ধে লড়াই

অতীন ঘোষ আরও জানিয়েছেন, রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই ব্রিজ তৈরি হচ্ছে । তবে পানীয় জল সরবরাহকে স্বাভাবিক রেখে ব্রিজ তৈরি করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে । যেহেতু এই নতুন টালা ব্রিজ পিলারের উপর তৈরি হচ্ছে তাই ব্রিজের তলা দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে ।

কলকাতা, 30 জুন: উত্তর কলকাতার যোগাযোগ অনেকটাই নির্ভর করে টালা ব্রিজের উপর । রক্ষণাবেক্ষণের অভাবে টালা ব্রিজের দশা বেহাল হয়ে পড়ে । এরপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় টালা ব্রিজ ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হবে । 2020 সালে টালা ব্রিজ বন্ধ করে দিয়ে নতুন করে তৈরি করার কাজ শুরু হয় । আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টালা ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা বিধায়ক অতীন ঘোষ টালা ব্রিজ পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানান । বেশ কিছু জটিলতা থাকায় ব্রিজ নির্মাণে দেরি হচ্ছে । টালা ব্রিজের নীচে রয়েছে রেলপথ, সেই সঙ্গে রয়েছে বেশকিছু পানীয় জল সরবরাহের পাইপ লাইন । তাই টালা ব্রিজের নকশা কিছুটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এদিন টালা বিজ্র পরিদর্শন করার পর অতীন ঘোষ জানিয়েছেন, এই ব্রিজ নির্মাণে কিছু জটিলতা রয়েছে। রাজ্য সরকারের কাছে ব্রিজের নির্মাণ কাজের রিপোর্ট পাঠানো হবে । ঠিকমতো রেলের সহযোগিতা মিললে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই ব্রিজের কাজ কাজ শেষ হয়ে যাবে । টালা ব্রিজ বন্ধ থাকায় মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে । এই ব্রিজ তৈরি হয়ে গেলে উত্তর কলকাতার নাগরিকদের যাতায়াতের অনেক সুবিধা হবে । পিডব্লিউডি ও এলএনটি সংস্থার উদ্যোগে নতুন টালা ব্রিজ তৈরি করা হচ্ছে । বর্তমানে এই ব্রিজের উত্তর দিকের কাজ অনেকটাই শেষের মুখে । জটিলতা থাকায় ব্রিজের দক্ষিণ দিকের কাজ এখনও বাকি রয়েছে ।

আরও পড়ুন...ফিরহাদের গ্রেফতারিতে বিঘ্নিত হতে পারে কলকাতায় করোনার বিরুদ্ধে লড়াই

অতীন ঘোষ আরও জানিয়েছেন, রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই ব্রিজ তৈরি হচ্ছে । তবে পানীয় জল সরবরাহকে স্বাভাবিক রেখে ব্রিজ তৈরি করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে । যেহেতু এই নতুন টালা ব্রিজ পিলারের উপর তৈরি হচ্ছে তাই ব্রিজের তলা দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.