ETV Bharat / state

Durga Puja 2023: অন্তত 200টি পুজোকে পুরস্কৃত করল কলকাতা পৌরনিগম

প্রায় 200টি পুজোকে পুরস্কৃত করল কলকাতা পৌরনিগম ৷ এবারের পুরস্কার মূল্য প্রায় ১ কোটি টাকা ৷ মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন 'কলকাতা শ্রী' পুজোর লড়াইয়ে পুরস্কৃত পুজো কিমিটি । এদিনই 'পুরশ্রী' শারদ সংখ্যার বিশেষ সংকলন প্রকাশ করা হয়েছে ৷

Etv Bharat
200টি পুজোকে পুরস্কৃত করল কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:59 PM IST

কলকাতা, 20 অক্টোবর: শহর জুড়ে উৎসবের মরশুম ৷ পাড়ায় পাড়ায় থিমের লড়াই ৷ প্রতিযোগিতায় টক্কর দিয়ে কে পেল সেরার সেরা ? কে পেল শ্রেষ্ট প্রতিমার পুরস্কার ? শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন 'কলকাতা শ্রী' পুজোর লড়াইয়ে পুরস্কৃতদের তালিকা । 198টি ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে ৷ পুরস্কারের অর্থ মূল্য প্রায় 1কোটি টাকা ধার্য করা হয়েছে । এদিনই 'পুরশ্রী' শারদ সংখ্যার বিশেষ সংকলন প্রকাশ করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে ছিলেন, মেয়র পরিষদ দেবাশীস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার সচিব ও হরিহর প্রসাদ মণ্ডল ।

'কলকাতা শ্রী' প্রতিযোগিতায় সেরার সেরা শিরোপা পেয়েছে সুরুচি সঙ্ঘ, টালা প্রত্যয়, রাজডাঙ্গা নব উদয়ন সঙ্ঘ, কাশী বোস লেন ৷ সেরা পুজোর হিসাবে জায়গা করে নিয়েছে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, ঠাকুর পুকুর এসবি পার্ক, তেলেঙ্গা বাগান, চোর বাগান। সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে কালীঘাট মিলন সঙ্ঘ, বালিগঞ্জ কালচারাল, বেলেঘাটা 33 পল্লী, হাতিবাগান নবীন পল্লি। এছড়াও সেরা আলোকসজ্জার পুরস্কার পয়েছে কলেজ স্কোয়ার, সমাজসেবী সঙ্ঘ, এক ডালিয়া এভার গ্রিন, 95 পল্লি যোদপুর পার্কের পুজো । এছড়াও চারটি পুজো সেরা পরিবেশ বিভাগের জন্য পুরষ্কৃত হয়েছে ৷ সেরা সমাজ কল্যাণ পুজোর পুরস্কার পেয়েছে কয়েকটি মণ্ডপ, সেরা সম্ভবনা পুজো বিভাগে চারটি পুজোর নাম ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকার পুরস্কার, বাঙালিয়ানা অ্যাওয়ার্ডের ঘোষণা রাজ্যপালের

এছাড়াও মেয়রের পছন্দ অনুসারে 138টি ক্লাব পুরস্কার পেয়েছে । এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মত 'কলকাতা শ্রী' র আয়োজকদের । এছাড়াও জনগনের পছন্দের সেরা পুজোগুলিকেও পুরস্কার করা হবে । যদিও চেতলা ও ত্রিধারা এই দু’টি পুজোকে এই প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে । এদিন কলকাতার মেয়র বলেন, "প্রতি বারের মত আমার চেতলা ও ত্রিধারা এই দু’টো পুজো বাদ রাখা হয়েছে এই প্রতিযোগিতা থেকে ৷ যাতে কেউ কিছু বলতে না পারেন । আরও কয়েকদিন ঘুরব বেশ কয়েকটি পছন্দ হতে পারে । প্রতি পুজো কমিটি পুরস্কার মূল্য হিসেবে 50হাজার টাকা পাবে ।"

কলকাতা, 20 অক্টোবর: শহর জুড়ে উৎসবের মরশুম ৷ পাড়ায় পাড়ায় থিমের লড়াই ৷ প্রতিযোগিতায় টক্কর দিয়ে কে পেল সেরার সেরা ? কে পেল শ্রেষ্ট প্রতিমার পুরস্কার ? শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করলেন 'কলকাতা শ্রী' পুজোর লড়াইয়ে পুরস্কৃতদের তালিকা । 198টি ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে ৷ পুরস্কারের অর্থ মূল্য প্রায় 1কোটি টাকা ধার্য করা হয়েছে । এদিনই 'পুরশ্রী' শারদ সংখ্যার বিশেষ সংকলন প্রকাশ করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে ছিলেন, মেয়র পরিষদ দেবাশীস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার সচিব ও হরিহর প্রসাদ মণ্ডল ।

'কলকাতা শ্রী' প্রতিযোগিতায় সেরার সেরা শিরোপা পেয়েছে সুরুচি সঙ্ঘ, টালা প্রত্যয়, রাজডাঙ্গা নব উদয়ন সঙ্ঘ, কাশী বোস লেন ৷ সেরা পুজোর হিসাবে জায়গা করে নিয়েছে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, ঠাকুর পুকুর এসবি পার্ক, তেলেঙ্গা বাগান, চোর বাগান। সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে কালীঘাট মিলন সঙ্ঘ, বালিগঞ্জ কালচারাল, বেলেঘাটা 33 পল্লী, হাতিবাগান নবীন পল্লি। এছড়াও সেরা আলোকসজ্জার পুরস্কার পয়েছে কলেজ স্কোয়ার, সমাজসেবী সঙ্ঘ, এক ডালিয়া এভার গ্রিন, 95 পল্লি যোদপুর পার্কের পুজো । এছড়াও চারটি পুজো সেরা পরিবেশ বিভাগের জন্য পুরষ্কৃত হয়েছে ৷ সেরা সমাজ কল্যাণ পুজোর পুরস্কার পেয়েছে কয়েকটি মণ্ডপ, সেরা সম্ভবনা পুজো বিভাগে চারটি পুজোর নাম ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকার পুরস্কার, বাঙালিয়ানা অ্যাওয়ার্ডের ঘোষণা রাজ্যপালের

এছাড়াও মেয়রের পছন্দ অনুসারে 138টি ক্লাব পুরস্কার পেয়েছে । এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মত 'কলকাতা শ্রী' র আয়োজকদের । এছাড়াও জনগনের পছন্দের সেরা পুজোগুলিকেও পুরস্কার করা হবে । যদিও চেতলা ও ত্রিধারা এই দু’টি পুজোকে এই প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে । এদিন কলকাতার মেয়র বলেন, "প্রতি বারের মত আমার চেতলা ও ত্রিধারা এই দু’টো পুজো বাদ রাখা হয়েছে এই প্রতিযোগিতা থেকে ৷ যাতে কেউ কিছু বলতে না পারেন । আরও কয়েকদিন ঘুরব বেশ কয়েকটি পছন্দ হতে পারে । প্রতি পুজো কমিটি পুরস্কার মূল্য হিসেবে 50হাজার টাকা পাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.