কলকাতা, 6 মার্চ : চির যে ধরেছে তা ব্রিগেডের সভাতেই বেশ কিছুটা আন্দাজ করা হয়েছিল। এবার তা স্পষ্ট হয়ে গেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বক্তব্য়ে। দলের সভাপতি শিমুল সোরেন বলেন, "এখনও পর্যন্ত কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনও আসন সমঝোতা হয়নি।"
আসন্ন নির্বাচনের জন্য় জোট করেছে বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ব্রিগেডের সভায় উপস্থিত ছিল বাম নেতৃ্ত্ব, কংগ্রেসের তরফে অধীর চৌধুরী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে আব্বাস সিদ্দিকী। কিন্তু সেদিন সভা শেষ হওয়ার আগেই সভামঞ্চ থেকে বেরিয়ে যান অধীর চৌধুরী। এনিয়ে টুইট করে অধীরকে আক্রমণ করেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা।
আরও পড়ুন -অন্য দলকে খুশি করতে কংগ্রেসের বদনাম করা হচ্ছে, আনন্দ শর্মাদের আক্রমণ অধীরের
আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি শিমূল সোরেনের কাছে আসন রফার বিষয়টি জানতে চাওয়া হয়। তিনি জানান, অন্ন-বস্ত্র-বাসস্থান এবং কর্মসংস্থানকে ভিত্তি করেই তারা আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তাঁর অভিযোগ, বর্তমান সরকার মানুষকে ঠকিয়েছে। মানুষের সঙ্গে বঞ্চনা করেছে। নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতি মতো বর্তমান রাজ্য সরকার কাজ করেনি। কর্মসংস্থান সহ মানুষের বহু বিষয় অবহেলিত হয়েছে। রাজ্যটাই বেহাল হয়ে পড়েছে বলে তাঁর অভিযোগ।
বলেন, "আসন্ন বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি। বেশি সময় হাতে নেই। কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলে আলোচনার মাধ্যমে পরবর্তী রণকৌশল ঠিক করা হবে। সেই আলোচনায় অংশগ্রহণ করবে বামফ্রন্ট।'' তবে মালদা এবং মুর্শিদাবাদে আসন সমঝোতা নিয়ে এখনও কংগ্রেসের সঙ্গে আলোচনার প্রয়োজন বলে মনে করেন তিনি।