ETV Bharat / state

NRC : ওদের কি রোহিঙ্গাদের মতো কেটে ফেলা হবে, প্রশ্ন ফিরহাদের - mamata banerjee on nrc

NRC ইশুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস ।

ফিরহাদ
author img

By

Published : Aug 31, 2019, 4:29 PM IST

Updated : Aug 31, 2019, 4:56 PM IST

কলকাতা, 31 অগাস্ট : আজ প্রকাশিত হয়েছে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) । নাম বাদ পড়েছে প্রায় 19 লাখের । তাঁদের ভবিষ্যৎ কী ? তাঁদের কি ফেরত পাঠানো হবে বাংলাদেশে ? সংশয়ে ভুগছেন অনেকেই । যদিও অসম সরকার জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই । সঠিক তথ্য থাকলে কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না । তবে, NRC ইশুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ সকালে পৌরনিগমে ছিলেন ফিরহাদ হাকিম । সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন । জানান, তিনি অসম নিয়ে উদ্বিগ্ন । পরে সাংবাদিকদের সেকথা বলেন ফিরহাদ । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী আমায় ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন ।" পাশাপাশি তিনি বলেন, "অসমের মানুষের পাশে আছি । 19 লাখ মানুষের ভবিষ্যৎ কী হবে ? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে ।"

ফিরহাদ বলেন, "মানুষ তো মানুষ । ওদের তো আর আকাশে ওড়ানো যাবে না । আমরা যদি তাড়িয়ে দিই তাহলে কোথায় যাবে ? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে ? তাহলে কি এদের রোহিঙ্গাদের মতো নো ম্যানস ল্যান্ডে কেটে ফেলে দেওয়া হবে ? এই সব প্রশ্নের উত্তর দিতে হবে ভারত সরকারকে ।"

কলকাতা, 31 অগাস্ট : আজ প্রকাশিত হয়েছে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) । নাম বাদ পড়েছে প্রায় 19 লাখের । তাঁদের ভবিষ্যৎ কী ? তাঁদের কি ফেরত পাঠানো হবে বাংলাদেশে ? সংশয়ে ভুগছেন অনেকেই । যদিও অসম সরকার জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই । সঠিক তথ্য থাকলে কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না । তবে, NRC ইশুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ সকালে পৌরনিগমে ছিলেন ফিরহাদ হাকিম । সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন । জানান, তিনি অসম নিয়ে উদ্বিগ্ন । পরে সাংবাদিকদের সেকথা বলেন ফিরহাদ । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী আমায় ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন ।" পাশাপাশি তিনি বলেন, "অসমের মানুষের পাশে আছি । 19 লাখ মানুষের ভবিষ্যৎ কী হবে ? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে ।"

ফিরহাদ বলেন, "মানুষ তো মানুষ । ওদের তো আর আকাশে ওড়ানো যাবে না । আমরা যদি তাড়িয়ে দিই তাহলে কোথায় যাবে ? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে ? তাহলে কি এদের রোহিঙ্গাদের মতো নো ম্যানস ল্যান্ডে কেটে ফেলে দেওয়া হবে ? এই সব প্রশ্নের উত্তর দিতে হবে ভারত সরকারকে ।"

Intro:

এনআরসি: ১৯ লক্ষের বাদ পড়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ফোন ফিরহাদকে

কলকাতা, ৩১ অগাস্ট: এনআরসি-র চূড়ান্ত তালিকায় অসমের ১৯ লক্ষ বাদ পড়া নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকে ফোন করেছেন বলে জানান ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, অসমের মানুষের পাশে আমরা রয়েছি। ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে ? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে।


Body:

এনআরসি: ১৯ লক্ষের বাদ পড়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ফোন ফিরহাদকে

পাশে থাকার বার্তা তৃণমূলের

কলকাতা, ৩১ অগাস্ট: এনআরসি-র চূড়ান্ত তালিকায় অসমের ১৯ লক্ষ বাদ পড়া নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকে ফোন করেছেন বলে জানান ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি বলেন, অসমের মানুষের পাশে আমরা রয়েছি। ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে ? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে।

আজ অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। চূড়ান্ত এই তালিকা প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমকে ফোন করেন তিনি। মুখ্যমন্ত্রীর উদ্বেগ এবং ফোন পাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানান কলকাতা পুরনিগমের মহানাগরিক। তিনি বলেন,'মানুষের পাশে আমরা রয়েছি। নিশ্চিত ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে অত্যন্ত উদ্বেগের সঙ্গে রয়েছেন। এই ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে ! মানুষ তো মানুষ। তাঁকে তো আকাশে ওড়ানো যাবে না। আমরা যদি তাড়িয়ে দিই তাহলে কোথায় যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তাদের নেবেন ? তার সাথে কি আমাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে ? তাহলে কি এদের রোহিঙ্গাদের মতো মাঝখানে পেলে কেটে ফেলে দেওয়া হবে ? এই প্রশ্নের উত্তরগুলো ভারত সরকারকে দিতে হবে।

Conclusion:
Last Updated : Aug 31, 2019, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.