ETV Bharat / state

Calcutta High Court: এশিয়ান গেমসের বাছাইপর্ব থেকে বাদ মহিলা ভলিবল প্লেয়ার, মামলা হাইকোর্টে - women volleyball in asian games

হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল প্লেয়ার রুকসানা খাতুন এশিয়ান গেমসের মহিলা ভলিবল প্রতিযোগিতার বাছাইয়ের পর্ব থেকে বাদ পড়ায়, তিনি একটি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 11:02 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: চিনের হ্যাংঝাউতে বসেছে এশিয়ান গেমসের আসর ৷ সেখানে শনিবার থেকে শুরু মহিলা ভলিবল প্রতিযোগিতা । সেখানে রয়েছে ভারতীয় দলও ৷ এরই মধ্যে দলের বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা ভলিবল প্লেয়ার। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল প্লেয়ার রুকসানা খাতুন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী ।

তাঁর অভিযোগ, ভারতীয় দলের বাছাই পর্বে তিনিও অংশ নিয়েছিলেন। সেখানে যা যা যোগ্যতার মাপকাঠি তা থাকার সত্বেও তাঁকে বাদ দিয়ে দেয় ভলিবল ফেডারেশন । বাদ পড়ার কারণ জানতে তিনি ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও উত্তর মেলেনি । তাই ভারতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। চলতি সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: চূর্ণ পাকিস্তান, এশিয়ান গেমস হকিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের 10 গোল ভারতের

রুকসানার আইনজীবী আফরিন বেগম জানান, 2007 সাল থেকে এপর্যন্ত রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তাঁর মক্কেল। পরবর্তীকালে ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাডহক কমিটি, গত 19 জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এশিয়ান গেমসের ওপেন সিলেকশন ট্রায়ালের জন্য আহ্বান জানায়।

আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চতা, দাঁড়ানো পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের প্যারামিটারের ভিত্তিতে ট্রায়ালের সময় চূড়ান্ত নির্বাচন করা হবে। এই সমস্ত যোগ্যতা থাকার সত্বেও তাঁর মক্কেলকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কম অভিজ্ঞতাসম্পন্ন আরও দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে প্রথমে এই মামলা হয়, তবে বিষয়টি নিয়ে ওয়াকিবহাল না থাকায় এই মামলা ফিরিয়ে অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি ৷ তারপর মামলা হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর: চিনের হ্যাংঝাউতে বসেছে এশিয়ান গেমসের আসর ৷ সেখানে শনিবার থেকে শুরু মহিলা ভলিবল প্রতিযোগিতা । সেখানে রয়েছে ভারতীয় দলও ৷ এরই মধ্যে দলের বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা ভলিবল প্লেয়ার। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল প্লেয়ার রুকসানা খাতুন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী ।

তাঁর অভিযোগ, ভারতীয় দলের বাছাই পর্বে তিনিও অংশ নিয়েছিলেন। সেখানে যা যা যোগ্যতার মাপকাঠি তা থাকার সত্বেও তাঁকে বাদ দিয়ে দেয় ভলিবল ফেডারেশন । বাদ পড়ার কারণ জানতে তিনি ফেডারেশনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও উত্তর মেলেনি । তাই ভারতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। চলতি সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: চূর্ণ পাকিস্তান, এশিয়ান গেমস হকিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের 10 গোল ভারতের

রুকসানার আইনজীবী আফরিন বেগম জানান, 2007 সাল থেকে এপর্যন্ত রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তাঁর মক্কেল। পরবর্তীকালে ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাডহক কমিটি, গত 19 জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এশিয়ান গেমসের ওপেন সিলেকশন ট্রায়ালের জন্য আহ্বান জানায়।

আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চতা, দাঁড়ানো পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের প্যারামিটারের ভিত্তিতে ট্রায়ালের সময় চূড়ান্ত নির্বাচন করা হবে। এই সমস্ত যোগ্যতা থাকার সত্বেও তাঁর মক্কেলকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কম অভিজ্ঞতাসম্পন্ন আরও দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে প্রথমে এই মামলা হয়, তবে বিষয়টি নিয়ে ওয়াকিবহাল না থাকায় এই মামলা ফিরিয়ে অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি ৷ তারপর মামলা হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.