ETV Bharat / state

Ashwini Vaishnaw to CM Mamata: জমি জটে থমকে 61টি রেল প্রকল্প, মমতাকে চিঠি রেলমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 8:53 PM IST

এখনও পর্যন্ত বর্তমান অর্থবর্ষে রাজ্যে রেলের উন্নয়ন এবং নতুন প্রকল্প তৈরির ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে সর্বোচ্চ। বর্তমানে রাজ্যের যে বিভিন্ন রেল প্রকল্পগুলির কাজ চলছে তার জন্য খরচ হচ্ছে প্রায় 50 হাজার 915 কোটি টাকা।তারপরও জমি জটে থমকে রয়েছে 61টি রেল প্রকল্পের কাজ ৷ তাই মমতাকে চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীর ৷

Etv Bharat
মমতাকে চিঠি রেলমন্ত্রীর

কলকাতা, 7 সেপ্টেম্বর: জমি জটের কারণে রাজ্যে আটকে রয়েছে রেলের একাধিক প্রকল্প। তাই জমি জট কাটিয়ে যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেই বিষয় সুরাহার পথ বের করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এখনও পর্যন্ত বর্তমান অর্থবর্ষে রাজ্যে রেলের উন্নয়ন এবং নতুন প্রকল্প তৈরির ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে সর্বোচ্চ। বর্তমানে রাজ্যের যে বিভিন্ন রেল প্রকল্পগুলির কাজ চলছে তার জন্য খরচ হচ্ছে প্রায় 50 হাজার 915 কোটি টাকা। আর এই অঙ্কের মধ্যে 2023-2024 আর্থিক বর্ষে বরাদ্দ করা হয়েছে 11 হাজার 970 কোটি টাকা। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলেই জানাচ্ছে রেলমন্ত্রকের কর্তারা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছে যে এই অঙ্কের টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও এগোয়নি কাজ। শুধুমাত্র জমির অভাবে অনেক জায়গায় কাজ শুরুই করা যায়নি ৷ কোথাও আবার কাজ অর্ধেক হয়ে থমকে রয়েছে। চিঠির সঙ্গে দুটি তালিকাও দিয়েছেন রেলমন্ত্রী ৷ প্রথম তালিকায় যেই প্রকল্পগুলি রয়েছে সেইগুলির কাজ সম্পন্ন করা যায়নি বলে দ্বিতীয় তালিকায় যেই প্রকল্পগুলির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলির ক্ষেত্রে কোনও কিছুই করা সম্ভব হয়ে উঠছে না বলেও চিঠিতে জানানো হয়েছে।

এদিন বিস্তারিতভাবে সেই সমস্ত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে রেলমন্ত্রীর তরফে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সব প্রকল্পগুলির বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের সাহায্যের প্রয়োজন কেন্দ্রের। সূত্রের খবর, রেলের তরফে পাঠানো প্রথম তালিকায় রয়েছে 41টি প্রকল্পের নাম ৷ অন্যদিকে দ্বিতীয় তালিকায় রয়েছে 20টি প্রকল্পের নাম।

আরও পড়ুন: স্পেন সফরে মমতার সঙ্গী সৌরভ, সামান্য বদল সফরসূচিতে

এই বিষয় নিয়ে এদিন টুইট করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি লেখেন, "উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কিন্তু কোনও উন্নয়নমূলক কাজে এরা অংশগ্রহণ করে না ৷" তিনি আরও লিখেছেন, "হাত তুলে নিল নবান্ন ৷ এবার বাংলায় নিজেদের খরচে সাতটি রেল ওভার ব্রিজ বানাবে কেন্দ্র।"

কলকাতা, 7 সেপ্টেম্বর: জমি জটের কারণে রাজ্যে আটকে রয়েছে রেলের একাধিক প্রকল্প। তাই জমি জট কাটিয়ে যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেই বিষয় সুরাহার পথ বের করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এখনও পর্যন্ত বর্তমান অর্থবর্ষে রাজ্যে রেলের উন্নয়ন এবং নতুন প্রকল্প তৈরির ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে সর্বোচ্চ। বর্তমানে রাজ্যের যে বিভিন্ন রেল প্রকল্পগুলির কাজ চলছে তার জন্য খরচ হচ্ছে প্রায় 50 হাজার 915 কোটি টাকা। আর এই অঙ্কের মধ্যে 2023-2024 আর্থিক বর্ষে বরাদ্দ করা হয়েছে 11 হাজার 970 কোটি টাকা। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলেই জানাচ্ছে রেলমন্ত্রকের কর্তারা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছে যে এই অঙ্কের টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও এগোয়নি কাজ। শুধুমাত্র জমির অভাবে অনেক জায়গায় কাজ শুরুই করা যায়নি ৷ কোথাও আবার কাজ অর্ধেক হয়ে থমকে রয়েছে। চিঠির সঙ্গে দুটি তালিকাও দিয়েছেন রেলমন্ত্রী ৷ প্রথম তালিকায় যেই প্রকল্পগুলি রয়েছে সেইগুলির কাজ সম্পন্ন করা যায়নি বলে দ্বিতীয় তালিকায় যেই প্রকল্পগুলির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলির ক্ষেত্রে কোনও কিছুই করা সম্ভব হয়ে উঠছে না বলেও চিঠিতে জানানো হয়েছে।

এদিন বিস্তারিতভাবে সেই সমস্ত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে রেলমন্ত্রীর তরফে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সব প্রকল্পগুলির বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের সাহায্যের প্রয়োজন কেন্দ্রের। সূত্রের খবর, রেলের তরফে পাঠানো প্রথম তালিকায় রয়েছে 41টি প্রকল্পের নাম ৷ অন্যদিকে দ্বিতীয় তালিকায় রয়েছে 20টি প্রকল্পের নাম।

আরও পড়ুন: স্পেন সফরে মমতার সঙ্গী সৌরভ, সামান্য বদল সফরসূচিতে

এই বিষয় নিয়ে এদিন টুইট করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি লেখেন, "উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কিন্তু কোনও উন্নয়নমূলক কাজে এরা অংশগ্রহণ করে না ৷" তিনি আরও লিখেছেন, "হাত তুলে নিল নবান্ন ৷ এবার বাংলায় নিজেদের খরচে সাতটি রেল ওভার ব্রিজ বানাবে কেন্দ্র।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.