ETV Bharat / state

Meneka Gambhir: মেনকা আদালতকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন, হাইকোর্টে জানালেন কেন্দ্রের আইনজীবী

ইডি যাতে তাঁকে হেনস্থা না করে সেই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন মেনকা গম্ভীর (Meneka Gambhir) ৷ সিঙ্গেল বেঞ্চে মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন কেন্দ্রের আইনজীবী ।

HC
HC
author img

By

Published : Nov 30, 2022, 11:06 PM IST

কলকাতা, 30 নভেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চে মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন কেন্দ্রের আইনজীবী । ইডি তাঁকে যাতে হেনস্থা না করে সেই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন মেনকা ৷ সেই মামলা খারিজ করা উচিত বলে বুধবার আদালতে জানান অ্যাডিশনাল সলিসিটর (ASG) জেনারেল অশোক চক্রবর্তী ।

এদিন মামলার শুনানিতে এএসজি বলেন, "হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতির এই মামলায় কোনো নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই । ফলে মামলা অপ্রাসঙ্গিক । আপনা থেকেই খারিজ হয়ে যাওয়া উচিত এই মামলা । সিবিআই বা ইডি, এই ধরনের এজেন্সির বিরুদ্ধে পুলিশি নিস্ক্রিয়তার মামলা করা যায় না । কিন্তু মামলাকারী পুলিশি নিষ্ক্রিয়তার মামলা করেছিলেন ।"

তিনি আরও বলেন, "সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দেওয়ার সময় কোনও কারণ উল্লেখ করেননি । সুপ্রিমকোর্টের একাধিক নির্দেশে বলা রয়েছে, সেটা উল্লেখ করা বাধ্যতামূলক । ফলে এই মামলা খারিজ করা উচিত । পাশাপাশি, মামলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন দেওয়ার পর তিনি তাতে হাজির হয়েছিলেন । তাঁকে নতুন করে ইডি কোনও সমন পাঠায়নি । তাহলে এই মামলার প্রাসঙ্গিকতা কোথায়? এই মামলা খারিজ হওয়া উচিত । মামলাকারী ভারতীয় নাগরিক নন, সেই তথ্য লুকিয়ে রেখেছিলেন সিঙ্গেল বেঞ্চের মামলাতে ।"

অন্যদিকে মেনকা গম্ভীরের তরফে আইনজীবী জিষ্ণু সাহা বলেন, "আমাদের একটাই দাবি অহেতুক দিল্লিতে ডেকে যাতে জিজ্ঞাসাবাদ না করা হয় । মেনকা একজন পরিচিত রাজনৈতিক নেতার শ্যালিকা মানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায় না অকারণে । তিনি কোনও তথ্য গোপন করেননি । তাঁকে সমন পাঠানো হলে তিনি জিজ্ঞাসাবাদে হাজির ছিলেন । পূর্ণ সহযোগিতা করেছেন ।"

তিনি আরও বলেন, "এখন আর্জি জানানো হয়েছে যাতে দিল্লিতে না জিজ্ঞাসাবাদ করে তাঁকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় । রাজনৈতিক ইস্যু খাড়া করে কাউকে অহেতুক হেনস্থা করা যায় না । তিনি ভারতীয় নাগরিক না হলেও দীর্ঘদিন ধরে এই দেশের বাসিন্দা । তাঁর অধিকার আছে আদালতের কাছে আর্জি জানানোর যাতে অযৌক্তিকভাবে হেনস্থা করা না হয় । তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন । তাতে কিছু পাওয়া যায়নি ।"

কেন্দ্রের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "মামলায় মানেকা একজায়গায় লিখেছেন তিনি ভারতের নাগরিক । পরে আবার লিখেছেন নাগরিক নন, ভারতের বাসিন্দা । তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয় মার্চ 2022 তে । তিনি থাইল্যান্ডের নাগরিক হওয়ার সত্বেও পরিচয় দিয়েছেন ভারতীয় নাগরিক হিসাবে । আগামীকাল ফের শুনানি হবে এই মামলার ।"

প্রসঙ্গত, গত 20 অক্টোবর জরুরি ভিত্তিতে মেনকা গম্ভীর বিদেশ যাত্রার আবেদন জানিয়েছিল হাইকোর্টে । সেখানে তিনি জানিয়েছিলেন, অসুস্থ মাকে দেখতে যেতে চান। কিন্তু, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি চলাকালীন সেই আবেদন শুনতে চাননি । রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছিলেন তিনি । এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাংককে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁকে আটকায় । কয়লাপাচার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি । সেই মামলায় মেনকা গম্ভীরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল ইডি ।

কিন্তু, ইডি'র এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন মেনকা গম্ভীর । তাঁর অভিযোগ ছিল, ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে । আদালতে মেনকার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত । তা সত্ত্বেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে । তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । তিনি মামলার আবেদনের প্রেক্ষিতে জানিয়েছিলেন, ইডি মেনকা গম্ভীরের বিদেশ যাত্রায় বাধা দিয়ে কোনওরকম আদালত অবমাননা করেনি ।

আরও পড়ুন: কেন 2 বছরেও শেষ হল না তদন্ত, রুজিরা-মেনকার বিরুদ্ধে মামলায় হাইকোর্টের প্রশ্ন

এর পরেই তিনি জরুরি ভিত্তিতে অসুস্থ মাকে দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। তখন সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর রেগুরাল বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করেন ৷

কলকাতা, 30 নভেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চে মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন কেন্দ্রের আইনজীবী । ইডি তাঁকে যাতে হেনস্থা না করে সেই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন মেনকা ৷ সেই মামলা খারিজ করা উচিত বলে বুধবার আদালতে জানান অ্যাডিশনাল সলিসিটর (ASG) জেনারেল অশোক চক্রবর্তী ।

এদিন মামলার শুনানিতে এএসজি বলেন, "হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতির এই মামলায় কোনো নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই । ফলে মামলা অপ্রাসঙ্গিক । আপনা থেকেই খারিজ হয়ে যাওয়া উচিত এই মামলা । সিবিআই বা ইডি, এই ধরনের এজেন্সির বিরুদ্ধে পুলিশি নিস্ক্রিয়তার মামলা করা যায় না । কিন্তু মামলাকারী পুলিশি নিষ্ক্রিয়তার মামলা করেছিলেন ।"

তিনি আরও বলেন, "সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দেওয়ার সময় কোনও কারণ উল্লেখ করেননি । সুপ্রিমকোর্টের একাধিক নির্দেশে বলা রয়েছে, সেটা উল্লেখ করা বাধ্যতামূলক । ফলে এই মামলা খারিজ করা উচিত । পাশাপাশি, মামলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন দেওয়ার পর তিনি তাতে হাজির হয়েছিলেন । তাঁকে নতুন করে ইডি কোনও সমন পাঠায়নি । তাহলে এই মামলার প্রাসঙ্গিকতা কোথায়? এই মামলা খারিজ হওয়া উচিত । মামলাকারী ভারতীয় নাগরিক নন, সেই তথ্য লুকিয়ে রেখেছিলেন সিঙ্গেল বেঞ্চের মামলাতে ।"

অন্যদিকে মেনকা গম্ভীরের তরফে আইনজীবী জিষ্ণু সাহা বলেন, "আমাদের একটাই দাবি অহেতুক দিল্লিতে ডেকে যাতে জিজ্ঞাসাবাদ না করা হয় । মেনকা একজন পরিচিত রাজনৈতিক নেতার শ্যালিকা মানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায় না অকারণে । তিনি কোনও তথ্য গোপন করেননি । তাঁকে সমন পাঠানো হলে তিনি জিজ্ঞাসাবাদে হাজির ছিলেন । পূর্ণ সহযোগিতা করেছেন ।"

তিনি আরও বলেন, "এখন আর্জি জানানো হয়েছে যাতে দিল্লিতে না জিজ্ঞাসাবাদ করে তাঁকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় । রাজনৈতিক ইস্যু খাড়া করে কাউকে অহেতুক হেনস্থা করা যায় না । তিনি ভারতীয় নাগরিক না হলেও দীর্ঘদিন ধরে এই দেশের বাসিন্দা । তাঁর অধিকার আছে আদালতের কাছে আর্জি জানানোর যাতে অযৌক্তিকভাবে হেনস্থা করা না হয় । তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন । তাতে কিছু পাওয়া যায়নি ।"

কেন্দ্রের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "মামলায় মানেকা একজায়গায় লিখেছেন তিনি ভারতের নাগরিক । পরে আবার লিখেছেন নাগরিক নন, ভারতের বাসিন্দা । তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয় মার্চ 2022 তে । তিনি থাইল্যান্ডের নাগরিক হওয়ার সত্বেও পরিচয় দিয়েছেন ভারতীয় নাগরিক হিসাবে । আগামীকাল ফের শুনানি হবে এই মামলার ।"

প্রসঙ্গত, গত 20 অক্টোবর জরুরি ভিত্তিতে মেনকা গম্ভীর বিদেশ যাত্রার আবেদন জানিয়েছিল হাইকোর্টে । সেখানে তিনি জানিয়েছিলেন, অসুস্থ মাকে দেখতে যেতে চান। কিন্তু, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি চলাকালীন সেই আবেদন শুনতে চাননি । রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছিলেন তিনি । এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাংককে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁকে আটকায় । কয়লাপাচার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি । সেই মামলায় মেনকা গম্ভীরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল ইডি ।

কিন্তু, ইডি'র এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন মেনকা গম্ভীর । তাঁর অভিযোগ ছিল, ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে । আদালতে মেনকার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত । তা সত্ত্বেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে । তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । তিনি মামলার আবেদনের প্রেক্ষিতে জানিয়েছিলেন, ইডি মেনকা গম্ভীরের বিদেশ যাত্রায় বাধা দিয়ে কোনওরকম আদালত অবমাননা করেনি ।

আরও পড়ুন: কেন 2 বছরেও শেষ হল না তদন্ত, রুজিরা-মেনকার বিরুদ্ধে মামলায় হাইকোর্টের প্রশ্ন

এর পরেই তিনি জরুরি ভিত্তিতে অসুস্থ মাকে দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। তখন সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর রেগুরাল বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.