ETV Bharat / state

অসাধারণ মানুষ, অপূরণীয় ক্ষতি; রশিদ খানের অকালপ্রয়াণে চোখে জল শিল্পীমহলের - death of Rashid Khan

Rashid Khan passes away: কিংবদন্তি শিল্পী উস্তাদ রশিদ খানের অকালপ্রয়াণে মর্মাহত সঙ্গীতপ্রেমীরা ৷ চোখে জল শিল্পী মহলের ৷ স্মৃতিচারণায় সবাই বললেন, অসাধারণ মানুষ ছিলেন প্রয়াত শিল্পী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 8:14 PM IST

Updated : Jan 9, 2024, 8:21 PM IST

রশিদ খানের অকালপ্রয়াণে চোখে জল শিল্পীমহলের

কলকাতা, 9 জানুয়ারি: 'আয়োগে জব তুম সাজনা...৷' না, তিনি আর আসবেন না ৷ হাজার গুণমুগ্ধের মনে এই গানই আজ ঘোরাফেরা করছে ৷ তবুও আর আসবেন না তিনি ৷ না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি শিল্পী উস্তাদ রশিদ খান ৷ বছরের শুরুতেই তাঁর এই অকালপ্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি ৷ দুঃসংবাদটা পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন তাঁর কাছের মানুষেরা ৷ হাসপাতালে ছুটে গেলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, জয়া শীল, ঊষা উত্থুপের মতো শিল্পীরা ৷ আবেগে গলা ভিজল ৷ স্মৃতিচারণের অবস্থাতেও অনেকে নেই ৷ কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ৷ সবার যেন আকুতি...'আলবেলা সাজন আও রে ৷'

বুধবার বিকেলে হাসপাতালে এসে দুঃসংবাদটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুহূর্তে শোকের ছায়া নামল ৷ একে একে হাজির হলেন শিল্পী জগতের নানা মানুষ ৷ প্রয়াত শিল্পীর খুব কাছের মানুষ ছিলেন বিক্রম ঘোষ ৷ তিনি হাসপাতালে উপস্থিত থাকলেও কথা বলার মতো পরিস্থিতি ছিল না তাঁর ৷ তাঁর সঙ্গে থাকা চিত্র পরিচালক অরিন্দম শীলও রশিদ খান সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ৷

ধরা ধরা গলায় তিনি বললেন, "অত্যন্ত একটা সরল অসাধারণ মানুষ ৷ আমার থেকে বয়সে এত কম ৷ এত ছোট আমার থেকে ৷ বিক্রম, রশিদ আর আমি একটা ইউনিট প্রায় ৷ এত হুল্লোড় করেছি ৷ বিদেশে যাওয়া ৷ ওর বাড়িতে বসে আড্ডা মারা ৷ যখন তখন ফোন করা ৷ হাজারো স্মৃতি আসছে ৷ অসাধারণ বিরিয়ানি রাঁধত ৷ ওর হাতের বিরিয়ানির মতো কেউ বিরিয়ানি রাঁধতে পারবে না ৷ আবার অসুস্থ হয়ে যাওয়ার আগেও ফোন করল একদিন ৷ বলল, তুই আমাকে পাত্তা দিস না ৷ একদিন চল, বসি ৷ আমি বললাম, তোকে বিরিয়ানিটা রাঁধতে হবে ৷ ও বলল, হবে ৷ শেষ প্লেব্যাকটা আমার ছবিতে গেয়ে গেল ৷ জঙ্গলের মধ্যে ৷ ওর মাপের গায়ক সারা পৃথিবীতে আর একটাও নেই ৷ ও যে বয়সে যে পর্যায়ে পৌঁছেছে একজন গায়ক হিসেবে সেটার তুলনা নেই ৷"

অভিনেত্রী জয়া শীল বললেন, "মেনে নেওয়া মুশকিল ৷ উস্তাদ রশিদ খান, কিংবদন্তি গায়ক ৷ তাঁকে যেভাবে আমি জানি, ওনার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না ৷ বিক্রমের সঙ্গে 13 বছর ধরে সম্পর্ক ৷ ওই অবস্থা থেকে আমাদের কাছে একজন বিরাট শিল্পী হয়ে দাঁড়ালেন ৷ কিংবদন্তি হয়ে দাঁড়ালেন ৷ ইয়াদ পিয়া কি আই কী গাইতেন ৷ ওনাকে এভাবে এত কম বয়সে হারানোটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ বিক্রমের সঙ্গে যে বন্ডিং ছিল, বিক্রম তো ভেঙেই পড়েছে ৷ ওদের পরিবারের সঙ্গে আমাদের দারুণ বন্ডিং ৷ তিনি যেখানেই থাকুন, তাঁর গান চিরকাল আমাদের সঙ্গে থাকবে ৷"

হাসপাতালে শিল্পীকে শেষ দেখা দেখতে এসেছিলেন আর এক উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত তেজন্দ্র নারায়ণ মজুমদার ৷ তিনিও আজ বাকরুদ্ধ ৷ বললেন, "এত স্মৃতি আছে ৷ একসঙ্গে বহু অনুষ্ঠান করেছি ৷ আমার বাড়িতে এসে ও গেয়েছে ৷ এখন আর কিছু বলার মতো অবস্থায় নেই ৷"

দিনকয়েক আগেই শিল্পী ঊষা উত্থুপের সঙ্গে গান গেয়েছেন রশিদ খান ৷ আজ হাসপাতালে গিয়ে কিছু বলতে পারছিলেন না ঊষা উত্থুপ ৷ তিনি শুধু বললেন, "তাঁর অসুস্থ হওয়ার আগে একটি ছবিতে তাঁর সঙ্গে গানের সুযোগ পেয়েছি ৷ খুব তাড়াতাড়ি চলে গেলেন ৷ আমরা মর্মাহত ৷"

তৃণমূল কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন হাসপাতালে ৷ তিনি বললেন, "আমার মতে, বিশ্বের বড় ক্ষতি ৷ মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সব ব্যবস্থাপনা করে গেলেন ৷ কাল রবীন্দ্র সদনে রশিদ খানকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে ৷ এটা খুব বড় ক্ষতি ৷"

আরও পড়ুন:

  1. কণ্ঠ হারাল 'আয়োগে জব তুম...' গানে গানে ফিরে দেখা উস্তাদ রশিদের সুরেলা সফর
  2. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান
  3. চিকিৎসায় দিচ্ছেন না সাড়া, সংকটজনক রশিদ খান

রশিদ খানের অকালপ্রয়াণে চোখে জল শিল্পীমহলের

কলকাতা, 9 জানুয়ারি: 'আয়োগে জব তুম সাজনা...৷' না, তিনি আর আসবেন না ৷ হাজার গুণমুগ্ধের মনে এই গানই আজ ঘোরাফেরা করছে ৷ তবুও আর আসবেন না তিনি ৷ না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি শিল্পী উস্তাদ রশিদ খান ৷ বছরের শুরুতেই তাঁর এই অকালপ্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি ৷ দুঃসংবাদটা পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন তাঁর কাছের মানুষেরা ৷ হাসপাতালে ছুটে গেলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, জয়া শীল, ঊষা উত্থুপের মতো শিল্পীরা ৷ আবেগে গলা ভিজল ৷ স্মৃতিচারণের অবস্থাতেও অনেকে নেই ৷ কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ৷ সবার যেন আকুতি...'আলবেলা সাজন আও রে ৷'

বুধবার বিকেলে হাসপাতালে এসে দুঃসংবাদটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুহূর্তে শোকের ছায়া নামল ৷ একে একে হাজির হলেন শিল্পী জগতের নানা মানুষ ৷ প্রয়াত শিল্পীর খুব কাছের মানুষ ছিলেন বিক্রম ঘোষ ৷ তিনি হাসপাতালে উপস্থিত থাকলেও কথা বলার মতো পরিস্থিতি ছিল না তাঁর ৷ তাঁর সঙ্গে থাকা চিত্র পরিচালক অরিন্দম শীলও রশিদ খান সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ৷

ধরা ধরা গলায় তিনি বললেন, "অত্যন্ত একটা সরল অসাধারণ মানুষ ৷ আমার থেকে বয়সে এত কম ৷ এত ছোট আমার থেকে ৷ বিক্রম, রশিদ আর আমি একটা ইউনিট প্রায় ৷ এত হুল্লোড় করেছি ৷ বিদেশে যাওয়া ৷ ওর বাড়িতে বসে আড্ডা মারা ৷ যখন তখন ফোন করা ৷ হাজারো স্মৃতি আসছে ৷ অসাধারণ বিরিয়ানি রাঁধত ৷ ওর হাতের বিরিয়ানির মতো কেউ বিরিয়ানি রাঁধতে পারবে না ৷ আবার অসুস্থ হয়ে যাওয়ার আগেও ফোন করল একদিন ৷ বলল, তুই আমাকে পাত্তা দিস না ৷ একদিন চল, বসি ৷ আমি বললাম, তোকে বিরিয়ানিটা রাঁধতে হবে ৷ ও বলল, হবে ৷ শেষ প্লেব্যাকটা আমার ছবিতে গেয়ে গেল ৷ জঙ্গলের মধ্যে ৷ ওর মাপের গায়ক সারা পৃথিবীতে আর একটাও নেই ৷ ও যে বয়সে যে পর্যায়ে পৌঁছেছে একজন গায়ক হিসেবে সেটার তুলনা নেই ৷"

অভিনেত্রী জয়া শীল বললেন, "মেনে নেওয়া মুশকিল ৷ উস্তাদ রশিদ খান, কিংবদন্তি গায়ক ৷ তাঁকে যেভাবে আমি জানি, ওনার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না ৷ বিক্রমের সঙ্গে 13 বছর ধরে সম্পর্ক ৷ ওই অবস্থা থেকে আমাদের কাছে একজন বিরাট শিল্পী হয়ে দাঁড়ালেন ৷ কিংবদন্তি হয়ে দাঁড়ালেন ৷ ইয়াদ পিয়া কি আই কী গাইতেন ৷ ওনাকে এভাবে এত কম বয়সে হারানোটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ বিক্রমের সঙ্গে যে বন্ডিং ছিল, বিক্রম তো ভেঙেই পড়েছে ৷ ওদের পরিবারের সঙ্গে আমাদের দারুণ বন্ডিং ৷ তিনি যেখানেই থাকুন, তাঁর গান চিরকাল আমাদের সঙ্গে থাকবে ৷"

হাসপাতালে শিল্পীকে শেষ দেখা দেখতে এসেছিলেন আর এক উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পণ্ডিত তেজন্দ্র নারায়ণ মজুমদার ৷ তিনিও আজ বাকরুদ্ধ ৷ বললেন, "এত স্মৃতি আছে ৷ একসঙ্গে বহু অনুষ্ঠান করেছি ৷ আমার বাড়িতে এসে ও গেয়েছে ৷ এখন আর কিছু বলার মতো অবস্থায় নেই ৷"

দিনকয়েক আগেই শিল্পী ঊষা উত্থুপের সঙ্গে গান গেয়েছেন রশিদ খান ৷ আজ হাসপাতালে গিয়ে কিছু বলতে পারছিলেন না ঊষা উত্থুপ ৷ তিনি শুধু বললেন, "তাঁর অসুস্থ হওয়ার আগে একটি ছবিতে তাঁর সঙ্গে গানের সুযোগ পেয়েছি ৷ খুব তাড়াতাড়ি চলে গেলেন ৷ আমরা মর্মাহত ৷"

তৃণমূল কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন হাসপাতালে ৷ তিনি বললেন, "আমার মতে, বিশ্বের বড় ক্ষতি ৷ মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সব ব্যবস্থাপনা করে গেলেন ৷ কাল রবীন্দ্র সদনে রশিদ খানকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে ৷ এটা খুব বড় ক্ষতি ৷"

আরও পড়ুন:

  1. কণ্ঠ হারাল 'আয়োগে জব তুম...' গানে গানে ফিরে দেখা উস্তাদ রশিদের সুরেলা সফর
  2. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান
  3. চিকিৎসায় দিচ্ছেন না সাড়া, সংকটজনক রশিদ খান
Last Updated : Jan 9, 2024, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.